ETV Bharat / sitara

শেষ হল 'গোলন্দাজ'-এর প্রথম অংশের শুটিং - dev wraps up golondaz

আজ শেষ হল 'গোলন্দাজ'-এর প্রথম অংশের শুটিং । সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে একথা জানান দেব ।

্ি
্ি
author img

By

Published : Feb 25, 2020, 10:03 PM IST

কলকাতা : ধ্রুব ব্যানার্জির পরিচালনায় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব । 'গোলন্দাজ' ছবির মাধ্যমেই SVF-এর সঙ্গে ফের গাঁটছড়া বেঁধেছেন তিনি । আজ শেষ হয়েছে ছবির প্রথম অংশের শুটিং । সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে সেকথা জানিয়েছেন দেব ।

ছবির ক্যাপশনে দেব লেখেন, "আজ 'গোলন্দাজ'-এর প্রথম অংশের শুটিং শেষ হল । ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ও তাঁর স্বপ্নের একাদশ আসছে আগামী আগস্ট মাসে আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে । আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের এগিয়ে চলার প্রেরণা ।"

ছবি সম্পর্কে আগে ধ্রুব বলেছিলেন, "নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী বাংলার তথা ভারতবর্ষের অন্যতম ফুটবল প্লেয়ার । তাঁকে ভারতীয় ফুটবলের জনক বলা হয় । নগেন্দ্রপ্রসাদ ও দেবের চেহারা অদ্ভুতভাবে একই রকম । সেই কারণেই ওঁকে নেওয়া হয় ছবিতে ।"

  • আজ গোলন্দাজের প্রথম অংশের শুটিং শেষ হলো, ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ও তার স্বপ্নের একাদশ আসছে আগামী আগস্ট মাসে আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের এগিয়ে চলার প্রেরণা#Golondaaz pic.twitter.com/PGppNjXY4C

    — Dev (@idevadhikari) February 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ছবিতে অভিনয় করছেন শ্রীকান্ত আচার্য । ছবির বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি । নগেন্দ্রর বাবা সূর্যকুমার সর্বাধিকারীর চরিত্রে দেখা যাবে তাঁকে । এছাড়া প্রথমবার এই ছবির মাধ্যমে দেবের সঙ্গে কাজ করছেন ইশা সাহা । নগেন্দ্রর স্ত্রী কমলিনীর ভূমিকায় দেখা যাবে তাঁকে । তিনি আবার পরিচয়ে শোভাবাজারের রানিও । তাই তাঁর লুকে রয়েছে আভিজাত্যের ছোঁয়াও ।

রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য । তাঁকে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী ভার্গবের ভূমিকায় । এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইন্দ্রাশিস রায়কে । তাঁর চরিত্রর নাম জিতেন্দ্র ।

ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ, গানের কথা লিখেছেন শ্রীজাত । তবে অগাস্ট মাসের কত তারিখ ছবিটি মুক্তি পাবে তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি ।

কলকাতা : ধ্রুব ব্যানার্জির পরিচালনায় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব । 'গোলন্দাজ' ছবির মাধ্যমেই SVF-এর সঙ্গে ফের গাঁটছড়া বেঁধেছেন তিনি । আজ শেষ হয়েছে ছবির প্রথম অংশের শুটিং । সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে সেকথা জানিয়েছেন দেব ।

ছবির ক্যাপশনে দেব লেখেন, "আজ 'গোলন্দাজ'-এর প্রথম অংশের শুটিং শেষ হল । ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ও তাঁর স্বপ্নের একাদশ আসছে আগামী আগস্ট মাসে আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে । আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের এগিয়ে চলার প্রেরণা ।"

ছবি সম্পর্কে আগে ধ্রুব বলেছিলেন, "নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী বাংলার তথা ভারতবর্ষের অন্যতম ফুটবল প্লেয়ার । তাঁকে ভারতীয় ফুটবলের জনক বলা হয় । নগেন্দ্রপ্রসাদ ও দেবের চেহারা অদ্ভুতভাবে একই রকম । সেই কারণেই ওঁকে নেওয়া হয় ছবিতে ।"

  • আজ গোলন্দাজের প্রথম অংশের শুটিং শেষ হলো, ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ও তার স্বপ্নের একাদশ আসছে আগামী আগস্ট মাসে আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের এগিয়ে চলার প্রেরণা#Golondaaz pic.twitter.com/PGppNjXY4C

    — Dev (@idevadhikari) February 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ছবিতে অভিনয় করছেন শ্রীকান্ত আচার্য । ছবির বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি । নগেন্দ্রর বাবা সূর্যকুমার সর্বাধিকারীর চরিত্রে দেখা যাবে তাঁকে । এছাড়া প্রথমবার এই ছবির মাধ্যমে দেবের সঙ্গে কাজ করছেন ইশা সাহা । নগেন্দ্রর স্ত্রী কমলিনীর ভূমিকায় দেখা যাবে তাঁকে । তিনি আবার পরিচয়ে শোভাবাজারের রানিও । তাই তাঁর লুকে রয়েছে আভিজাত্যের ছোঁয়াও ।

রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য । তাঁকে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী ভার্গবের ভূমিকায় । এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইন্দ্রাশিস রায়কে । তাঁর চরিত্রর নাম জিতেন্দ্র ।

ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ, গানের কথা লিখেছেন শ্রীজাত । তবে অগাস্ট মাসের কত তারিখ ছবিটি মুক্তি পাবে তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.