ETV Bharat / sitara

বিয়ে হোক বা না হোক 250 দিন পরে সবাইকে নিমন্ত্রণ করে রাখলেন দেব - কিসমিস

হ্যাঁ ঠিকই পড়েছেন, আজ থেকে ঠিক 250 দিন পরে সবাইকে নিমন্ত্রণ করে রাখলেন দেব । কারণ সেই দিনেই মুক্তি পেতে চলেছে তাঁর ছবি 'কিশমিশ' ।

Dev in Kismis
Dev in Kismis
author img

By

Published : Feb 14, 2020, 5:37 PM IST

কলকাতা : কিশমিশ খেতে কে না ভালোবাসে ? মুখের মধ্যে একটা মিষ্টি বিস্ফোরণ ঘটায় কিশমিশ । নামেও যেমন মিষ্টি, স্বাদেও তেমন । এমনই মিষ্টি একটি ছবি উপহার দিতে চলেছেন দেব । নাম 'কিশমিশ' ।

মুক্তি পেল 'কিশমিশ'-এর অ্যানিমেটেড টিজ়ার । ছবিতে তিনটি অবতারে দেখা যাবে দেবকে । একজন টিনটিন, একজন কৃষাণু, আর একজন নাম না জানা কোনও নকশাল চরিত্র । ছবিতে যে রুক্মিনী আছে তা বোঝা গেল টিজ়ারেই । তবে অন্যান্য চরিত্ররা ধীরে ধীরে মুক্তি পাবে ।

'কিশমিশ' মুক্তি পাবে 2020-র পুজোতে । প্রতি বছরই পুজোতে একটা করে চমক দেন দেব । গত বছরে ওই সময়ে মুক্তি পেয়েছিল 'পাসওয়ার্ড' । ছবিটি বক্স অফিসে বেশ ভালো ফল করে । 'কিশমিশ' মুক্তি পাচ্ছে দেবের নিজের প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেইমেন্ট ভেঞ্চার্স'-এর থেকে । পরিচালক রাহুল মুখার্জি ।

টিজ়ারে দেবকে বলতে শোনা গেল, "আমার বিয়ে হোক বা না হোক, আপনাদের সবার নিমন্ত্রণ রইল, আজ থেকে 250 দিন পর, টি20-র দুর্গাপুজোতে ।" দেখে নিন টিজ়ার..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : কিশমিশ খেতে কে না ভালোবাসে ? মুখের মধ্যে একটা মিষ্টি বিস্ফোরণ ঘটায় কিশমিশ । নামেও যেমন মিষ্টি, স্বাদেও তেমন । এমনই মিষ্টি একটি ছবি উপহার দিতে চলেছেন দেব । নাম 'কিশমিশ' ।

মুক্তি পেল 'কিশমিশ'-এর অ্যানিমেটেড টিজ়ার । ছবিতে তিনটি অবতারে দেখা যাবে দেবকে । একজন টিনটিন, একজন কৃষাণু, আর একজন নাম না জানা কোনও নকশাল চরিত্র । ছবিতে যে রুক্মিনী আছে তা বোঝা গেল টিজ়ারেই । তবে অন্যান্য চরিত্ররা ধীরে ধীরে মুক্তি পাবে ।

'কিশমিশ' মুক্তি পাবে 2020-র পুজোতে । প্রতি বছরই পুজোতে একটা করে চমক দেন দেব । গত বছরে ওই সময়ে মুক্তি পেয়েছিল 'পাসওয়ার্ড' । ছবিটি বক্স অফিসে বেশ ভালো ফল করে । 'কিশমিশ' মুক্তি পাচ্ছে দেবের নিজের প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেইমেন্ট ভেঞ্চার্স'-এর থেকে । পরিচালক রাহুল মুখার্জি ।

টিজ়ারে দেবকে বলতে শোনা গেল, "আমার বিয়ে হোক বা না হোক, আপনাদের সবার নিমন্ত্রণ রইল, আজ থেকে 250 দিন পর, টি20-র দুর্গাপুজোতে ।" দেখে নিন টিজ়ার..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.