ETV Bharat / sitara

ভেঙ্কটেশ ফিল্মসে ফিরছেন দেব, অপেক্ষা ব্লকবাস্টারের

দেব যে পরিচালকের সঙ্গে হাত মিলিয়ে ভেঙ্কটেশে ফিরছেন তিনি হলেন 'গুপ্তধনের সন্ধানে' এবং 'দুর্গেশগড়ের গুপ্তধন'-এর পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ।

ছবি
author img

By

Published : Oct 24, 2019, 2:31 PM IST

কলকাতা : শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের বাণিজ্যিক ছবিতে দেবের উপস্থিতি মানেই ছবি হিট । কিন্তু, কয়েক বছর তাদের সম্পর্কটা এতটা মধুর ছিল না । ওই প্রযোজনা সংস্থা থেকে বেরিয়ে এসেছিলেন দেব । নিজের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস তৈরি করেন তিনি । তবে সুখবরটা হল ফের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসে ফিরছেন দেব ।

এবার দেব যে পরিচালকের সঙ্গে হাত মিলিয়ে ভেঙ্কটেশে ফিরছেন তিনি হলেন 'গুপ্তধনের সন্ধানে' এবং 'দুর্গেশগড়ের গুপ্তধন'-এর পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় । বক্স অফিসে ভালোই সাফল্য পেয়েছিল তাঁর ছবিগুলি । ইতিহাস কেন্দ্রিক ছবি তৈরি করেন ধ্রুব । শোনা যাচ্ছে, ধ্রুব পরিচালিত দেব অভিনীত এই নতুন ছবিও ইতিহাস ভিত্তিক হতে চলেছে । রেনেসাঁ যুগের গল্প। ধ্রুবর গুপ্তধন ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি এটি । যদিও ছবিটির নাম এখনও ঠিক হয়নি । বাংলার নবজাগরণের সময়কার গল্প বলবেন ধ্রুব । সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির গল্প ।

শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে দেবের শেষ ছবি 'অ্যামাজন অভিযান' । তারপর এই ছবিতে কাজ করবেন দেব । চলতি বছরের শীতের দিকে শুরু হবে শুটিং । ছবি মুক্তি 2020 সালের গ্রীষ্মকালে ।

প্রযোজনা সংস্থার কর্ণধার মহেন্দ্র সোনি টুইট করে জানিয়েছেন, "ধ্রুবর আগের ছবিগুলির মতোই এই ছবিগুলি নিয়েও আমরা নিশ্চিত যে বক্সঅফিসে দারুণ ফল করবে ছবিটি । এটার থেকেও আমরা খুব ভালো সাফল্য পাব ।"

ধ্রুব জানিয়েছেন, "এটা আমার একটা স্বপ্নের ছবি, যেটা SVF-এর প্রযোজনায় এবং সঙ্গে দেব থাকায় নতুন প্রাণ পাবে । আমার এটা ভেবেই খুব ভালো লাগছে, যে ওঁরা দু'জনেই আমার সঙ্গে যৌথভাবে এই ছবিটা করতে রাজি হয়েছে ।"

অন্যদিকে দেব বলেছেন, "SVF-এর সঙ্গে কাজ করতে আমার সবসময় ভালো লাগে । ধ্রুব ভীষণ ট্যালেন্টেড পরিচালক । আমি খুব সৌভাগ্যবান যে আমাকে এই রোলটা অফার করা হয়েছে । এই চরিত্রকে ভালোভাবে ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করব ।"

কলকাতা : শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের বাণিজ্যিক ছবিতে দেবের উপস্থিতি মানেই ছবি হিট । কিন্তু, কয়েক বছর তাদের সম্পর্কটা এতটা মধুর ছিল না । ওই প্রযোজনা সংস্থা থেকে বেরিয়ে এসেছিলেন দেব । নিজের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস তৈরি করেন তিনি । তবে সুখবরটা হল ফের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসে ফিরছেন দেব ।

এবার দেব যে পরিচালকের সঙ্গে হাত মিলিয়ে ভেঙ্কটেশে ফিরছেন তিনি হলেন 'গুপ্তধনের সন্ধানে' এবং 'দুর্গেশগড়ের গুপ্তধন'-এর পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় । বক্স অফিসে ভালোই সাফল্য পেয়েছিল তাঁর ছবিগুলি । ইতিহাস কেন্দ্রিক ছবি তৈরি করেন ধ্রুব । শোনা যাচ্ছে, ধ্রুব পরিচালিত দেব অভিনীত এই নতুন ছবিও ইতিহাস ভিত্তিক হতে চলেছে । রেনেসাঁ যুগের গল্প। ধ্রুবর গুপ্তধন ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি এটি । যদিও ছবিটির নাম এখনও ঠিক হয়নি । বাংলার নবজাগরণের সময়কার গল্প বলবেন ধ্রুব । সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির গল্প ।

শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে দেবের শেষ ছবি 'অ্যামাজন অভিযান' । তারপর এই ছবিতে কাজ করবেন দেব । চলতি বছরের শীতের দিকে শুরু হবে শুটিং । ছবি মুক্তি 2020 সালের গ্রীষ্মকালে ।

প্রযোজনা সংস্থার কর্ণধার মহেন্দ্র সোনি টুইট করে জানিয়েছেন, "ধ্রুবর আগের ছবিগুলির মতোই এই ছবিগুলি নিয়েও আমরা নিশ্চিত যে বক্সঅফিসে দারুণ ফল করবে ছবিটি । এটার থেকেও আমরা খুব ভালো সাফল্য পাব ।"

ধ্রুব জানিয়েছেন, "এটা আমার একটা স্বপ্নের ছবি, যেটা SVF-এর প্রযোজনায় এবং সঙ্গে দেব থাকায় নতুন প্রাণ পাবে । আমার এটা ভেবেই খুব ভালো লাগছে, যে ওঁরা দু'জনেই আমার সঙ্গে যৌথভাবে এই ছবিটা করতে রাজি হয়েছে ।"

অন্যদিকে দেব বলেছেন, "SVF-এর সঙ্গে কাজ করতে আমার সবসময় ভালো লাগে । ধ্রুব ভীষণ ট্যালেন্টেড পরিচালক । আমি খুব সৌভাগ্যবান যে আমাকে এই রোলটা অফার করা হয়েছে । এই চরিত্রকে ভালোভাবে ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করব ।"

Intro:দেব ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সম্পর্কটা ছিল হরিহরের আত্মার মতো। একে অপরকে কমপ্লিমেন্ট করত যেন। প্রযোজনা সংস্থার বাণিজ্যিক ছবিতে দেবের উপস্থিতি মানেই ছবি হিট। কিন্তু বেশকয়েক বছর সম্পর্ক আগের জায়গায় ছিল না। প্রযোজনা সংস্থা থেকে বেরিয়ে এসেছিলেন নায়ক। নিজের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস তৈরি করলেন। কিন্তু আজকের বড় খবর, দেব আবার ফিরেছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মসে।


Body:নিজের প্রযোজনা সংস্থা থেকে যে ক'টি ছবি মুক্তি পেয়েছে প্রযোজক দেবের কাজে খুব সাফল্য পেয়েছে, তা বলা যাবে না। অন্যদিকে ভেঙ্কটেশের তৎকালীন কমার্শিয়াল হিরোরা দেবের অভাবকে পুরোপুরি সম্পূর্ণ করতে পারেনি। সেই থেকেই কি ফের বাড়তে চলেছে দুই পক্ষ? প্রশ্ন উঠছে সেখানেই।

...এবং এইবার দেব যে পরিচালকের সঙ্গে হাত মিলিয়ে ভেঙ্কটেশ ফিরছেন, তিনি 'গুপ্তধনের সন্ধানে' এবং 'দুর্গেশগড়ের গুপ্তধন'এর পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়, যাঁর বক্স অফিস সাফল্য নজরকাড়া। ধ্রুবর ছবিগুলিতে ইতিহাসের দাপট থাকে। শোনা যাচ্ছে ধ্রুব পরিচালিত দেব অভিনীত এই নতুন ছবিও নাকি ইতিহাস ভিত্তিক হতে চলেছে। পিরিওড পিস, রেনেসাঁ যুগের গল্প। ধ্রুবর গুপ্তধন ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। যদিও ছবিটির নাম এখনো ঠিক হয়নি।

বাঙালিয়ানা এবং চেনা ইতিহাসের অচেনা দিকে তাঁর আগের দুটি ছবিতে তুলে ধরেছিলেন ধ্রুব। সেই দুটি বিষয়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলার নবজাগরণের সময়কার গল্প বলবেন ধ্রুব। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির গল্প।

শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে শেষ যে ছবিতে দেবকে দেখা গেছে সেই ছবির নাম 'অ্যামাজন অভিযান'। তারপর এই ছবিতে কাজ করছেন দেব। ২০১৯ সালের শীতের সময় শুরু হবে ছবির শুটিং। ছবি মুক্তি পাবে ২০২০ সালের গ্রীষ্মকালে। দেবের এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই আশার বুক বেঁধেছে এসডিএফ। প্রযোজনা সংস্থার কর্ণধার মহেন্দ্র সোনি টুইট করে জানিয়েছেন, "ধ্রুবর আগের ছবিগুলির মতোই এই ছবিগুলি নিয়েও আমরা নিশ্চিত বক্সঅফিসে দারুণ ফল বেরোবে। এটার থেকেও আমরা খুব ভালো সাফল্য পাব।"

ছবিকে ঘিরে উচ্ছাস ব্যক্ত করতে গিয়ে ধ্রুব জানিয়েছেন, "এটা আমার একটা স্বপ্নের ছবি, যেটা এস ভি এফ এর প্রযোজনায় এবং দেব সঙ্গে থাকায় নতুন প্রাণ পাবে। আমার এটা ভেবেই খুব ভালো লাগছে, যে ওঁরা দুজনেই আমার সঙ্গে যৌথভাবে এই ছবিটা করতে রাজি হয়েছে।"








Conclusion:অন্যদিকে দেব বলেছেন, "এসভিএফএর সঙ্গে কাজ করা সবসময়ই আমার কাছে দারুণ ব্যাপার। ধ্রুব ভীষণ ট্যালেন্টেড একজন পরিচালক। আমি খুব সৌভাগ্যবান যে আমাকে এই রোলটা অফার করা হয়েছে। এই চরিত্রকে ভালোভাবে ফুটিয়ে তোলার আপ্রান চেষ্টা করব।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.