কলকাতা, 17 নভেম্বর: ছোট-বড় সবাইকে নিয়ে দেখার মতো ছবি 'টনিক' (Tonic) আসছে বছরের শেষে । মুখ্য চরিত্রে থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay) এবং দেব (Dev)।
গতকালই 'উইন্ডোজ'-এর তরফে জানানো হয়েছে, আসছে তাদের প্রযোজনায় চারটি ছবি । তার একদিন কাটতে না-কাটতেই দেব ঘোষণা করলেন, তাঁর আগামী ছবির মুক্তির দিন । 24 ডিসেম্বর আসছে 'টনিক'। মুখ্য দুই চরিত্রে আছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেব । অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শকুন্তলা বড়ুয়া, তনুশ্রী চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে ।
'বেঙ্গল টকিজ' এবং 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার'-এর সহ-প্রযোজনায় এই ছবির পরিচালনায় ছিলেন অভিজিৎ সেন । পরিচালক হিসেবে অভিজিতের এটা ডেবিউ ফিল্ম ।
আরও পড়ুন: Kangana Ranaut : বিতর্ক বাড়িয়ে এবার মহাত্মা গান্ধিকে নিশানা কঙ্গনার
ছবিতে ট্যুর প্ল্যানারের চরিত্রে দেখা যাবে দেবকে । দেবের চরিত্রের নামই টনিক । সে দুই বর্ষীয়ানকে নিয়ে যায় ট্যুরে । সেই মানুষ দুটি খুঁজে পায় জীবনের মানে এবং বেঁচে থাকার রসদ । বলা ভাল, তাঁদের জীবনে টনিকের মতো কাজ করবেন দেব ।
উল্লেখ্য, 25 ডিসেম্বর দেবের জন্মদিন । তার ঠিক আগের দিনই দর্শককে তিনি উপহার দেবেন 'টনিক'। বলা বাহুল্য, দর্শকের ছবিটি দেখাই তাঁর কাছে উপহারস্বরূপ হবে বলে মনে করেন তিনি ।
আরও পড়ুন: Soumitra Chatterjee: স্মরণে সৌমিত্র চট্টোপাধ্যায়, আবেগে ভাসলেন প্রিয়জনেরা
'টনিক'-এর ঠিক আগের দিন দর্শকের দরবারে আসছে 'হামি 2'। দুটোই মজার ছবি কিন্তু ভিন্ন ঢঙে । কার দৌড় কতদূর দেখবেন এবং লিখবেন সমালোচকরা । ছবির মজা নেবে তামাম বাঙালি দর্শক ।
আরও পড়ুন: Shiboprosad Mukherjee: সৌমিত্র-স্বাতীলেখার বেলাশুরু-সহ চারটি ছবির মুক্তির দিন ঘোষণা শিবপ্রসাদের