কলকাতা : টেলিভিশনের পর্দায় ঘটতে চলেছে এক ঐতিহাসিক কাণ্ড । এই প্রথমবারের জন্য কোনও ডান্স রিয়েলিটি শোয়ে একসঙ্গে দেখা যাবে দুই তারকাকে, একদিকে মিঠুন চক্রবর্তী ও অন্যদিকে দেব । দু'জনেই নাচের ব্যাপারে দারুণ পারদর্শী, একথা আর বলার অপেক্ষা রাখে না ।
16 জানুয়ারি থেকে একটি চ্য়ানেলে দেখা যাবে 'ডান্স ডান্স জুনিয়র' । জোরকদমে চলছে শুটিং । তবে, দেব আর মিঠুন সেটে থাকলে তো ম্য়াড়মেরে শুটিং সম্ভব নয় । তাই ফাঁকে চলছে মজা আর খুনসুটি ।
দেব নিজেই শুটিং ফ্লোরের ছবি শেয়ার করেছেন । সেখানে তাঁকে মিঠুনকে জড়িয়ে ধরে থাকতে দেখা গেছে । খিলখিলিয়ে হাসছেন দু'জন । ক্যাপশনে দেব লিখেছেন, "এমনি..."
এই ধামাকাদার ডান্স রিয়েলিটি শো দেখার জন্য মুখিয়ে দর্শক । বেশি দেরি নয়, আগামীকাল অর্থাৎ 16 জানুয়ারি থেকেই আসছে 'ডান্স ডান্স জুনিয়র' ।