ETV Bharat / sitara

হিন্দি ছবিতে ভূতের চরিত্রে দেবলীনা - undefined

মিউজ়িক লঞ্চ অনুষ্ঠানে ছিলেন দেবলীনা দত্ত, নাফে খান, পুজা গাঙ্গুলি, পরিচালক তনিময় রায় সহ আরও অনেকে । সব মিলিয়ে এই ছবিতে অভিনয় করছেন কলকাতা এবং মুম্বইয়ের 40 জন শিল্পী ।

dgf
dgf
author img

By

Published : Dec 29, 2019, 8:02 PM IST

কলকাতা : মুক্তি পেল তন্ময় রায় পরিচালিত ছবি 'রাজনন্দিনী'-র মিউজ়িক । প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টারও । শুটিং অনেকদিন আগেই শেষ হয়েছে । কিন্তু, বিভিন্ন কারণে মুক্তি পায়নি ছটিবি । অবশেষে এটি মুক্তি পেতে চলেছে । আর এই ছবির মাধ্যমেই হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন দেবলীনা দত্ত ।

ছবির সংগীত পরিচালনা করেছেন সুধীর দত্ত । ছবিতে সবমিলিয়ে পাঁচটি গান রয়েছে যেগুলি গেয়েছেন রথীজিৎ, অরিজিৎ, ঋক, অরিত্র, সুমন ও রূপসা । মিউজ়িক লঞ্চ অনুষ্ঠানে ছিলেন দেবলীনা দত্ত, নাফে খান, পুজা গাঙ্গুলি, পরিচালক তনিময় রায় সহ আরও অনেকে । সব মিলিয়ে এই ছবিতে অভিনয় করছেন কলকাতা এবং মুম্বইয়ের 40 জন শিল্পী ।

দেবলীনা দত্ত বলেন,"এই ছবিতে আমার চরিত্রের নাম নন্দিনী । যে একজন রাজকন্যা । সেখানে ওরকমভাবেই আমাকে সাজানো হয়েছে আর অনস্ক্রিন সাজতে সবারই ভালো লাগে । তার সঙ্গে আবার হিন্দিতে কথা বলা । হিন্দি ভাষাটাকে আমি ব্যক্তিগতভাবে ভীষণ ভালোবাসি । তবে এই ছবিতে এত সুন্দর সাজগোজের পাশাপাশি আমি কিন্তু ভূতও হয়েছি । আর হিন্দিতে কথা বলতে বা কাজ করতে একটুও অসুবিধা হয়নি । কারণ আমি ছোটবেলা থেকেই বোব্যারাকের পাশে বড় হয়েছি, তাই হিন্দিতে আমি সব সময়তেই বেশ সাবলীল ছিলাম ।"

রাজনন্দিনী ছবির গল্প প্রসঙ্গে পরিচালক তন্ময় রায় বলেন," ছবিটি একটি হরর থ্রিলার । সুধীর দত্তের লেখা এই ছবির গল্পে রাজমহলের সঙ্গে ভূতও দেখতে পাবেন দর্শকরা ।" 2020 সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ছবিটি ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : মুক্তি পেল তন্ময় রায় পরিচালিত ছবি 'রাজনন্দিনী'-র মিউজ়িক । প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টারও । শুটিং অনেকদিন আগেই শেষ হয়েছে । কিন্তু, বিভিন্ন কারণে মুক্তি পায়নি ছটিবি । অবশেষে এটি মুক্তি পেতে চলেছে । আর এই ছবির মাধ্যমেই হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন দেবলীনা দত্ত ।

ছবির সংগীত পরিচালনা করেছেন সুধীর দত্ত । ছবিতে সবমিলিয়ে পাঁচটি গান রয়েছে যেগুলি গেয়েছেন রথীজিৎ, অরিজিৎ, ঋক, অরিত্র, সুমন ও রূপসা । মিউজ়িক লঞ্চ অনুষ্ঠানে ছিলেন দেবলীনা দত্ত, নাফে খান, পুজা গাঙ্গুলি, পরিচালক তনিময় রায় সহ আরও অনেকে । সব মিলিয়ে এই ছবিতে অভিনয় করছেন কলকাতা এবং মুম্বইয়ের 40 জন শিল্পী ।

দেবলীনা দত্ত বলেন,"এই ছবিতে আমার চরিত্রের নাম নন্দিনী । যে একজন রাজকন্যা । সেখানে ওরকমভাবেই আমাকে সাজানো হয়েছে আর অনস্ক্রিন সাজতে সবারই ভালো লাগে । তার সঙ্গে আবার হিন্দিতে কথা বলা । হিন্দি ভাষাটাকে আমি ব্যক্তিগতভাবে ভীষণ ভালোবাসি । তবে এই ছবিতে এত সুন্দর সাজগোজের পাশাপাশি আমি কিন্তু ভূতও হয়েছি । আর হিন্দিতে কথা বলতে বা কাজ করতে একটুও অসুবিধা হয়নি । কারণ আমি ছোটবেলা থেকেই বোব্যারাকের পাশে বড় হয়েছি, তাই হিন্দিতে আমি সব সময়তেই বেশ সাবলীল ছিলাম ।"

রাজনন্দিনী ছবির গল্প প্রসঙ্গে পরিচালক তন্ময় রায় বলেন," ছবিটি একটি হরর থ্রিলার । সুধীর দত্তের লেখা এই ছবির গল্পে রাজমহলের সঙ্গে ভূতও দেখতে পাবেন দর্শকরা ।" 2020 সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ছবিটি ।

দেখুন ভিডিয়ো
Intro:2020 ফেব্রুয়ারিতে মুক্তি পেতে পারে দেবলিনা দত্ত অভিনীত প্রথম হিন্দি ছবি রাজনন্দিনী

নিজের প্রথম হিন্দি ছবিতে ভূতের চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত


অমিত চক্রবর্তী,কলকাতা: মুক্তি পেল তনময় রায় পরিচালিত ও অভিনেত্রী দেবলীনা দত্ত অভিনীত প্রথম হিন্দি ছবি রাজনন্দিনী এর মিউজিক। তারই সঙ্গে প্রকাশ্যে এল ছবির প্রথম পোস্টার। ছবির শুটিং আজ থেকে বহু বছর আগে হলেও,ছবির মুক্তি বিভিন্ন কারণে আটকে ছিল। কিন্তু অবশেষে এবার ছবিটি মুক্তি পেতে চলেছে।আর এই ছবিতে অভিনয় দিয়েই বাঙালি অভিনেত্রী দেবলীনা দত্ত আত্মপ্রকাশ করছেন হিন্দি ছবির জগতে। সম্প্রতি মুক্তি পেল ছবির মিউজিক, যার সংগীত পরিচালনা করেছেন সুধীর দত্ত। ছবিতে সবমিলিয়ে পাঁচটি গান রয়েছে যেগুলি গেয়েছেন রথীজিৎ, অরিজিৎ,রিক, অরিত্র,সুমন সুজয় ও রুপসা। এদিনের এই মিউজিক লঞ্চ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন, নাফে খান, পূজা গাঙ্গুলি পরিচালক তনময় রায় সহ আরো অনেকে। সব মিলিয়ে এই ছবিতে অভিনয় করছেন কলকাতা এবং বম্বের 40 জন নামকরা শিল্পী।

তার প্রথম হিন্দি ছবির মিউজিক লঞ্চ ও রিলিজ প্রসঙ্গে অভিনেত্রী দেবলীনা দত্ত আমাদের জানালেন," এই রাজনন্দিনী ছবিতে আমার চরিত্রের নাম নন্দিনী। যেটা এক রাজকন্যার চরিত্র। যেখানে ওরকম ভাবে আমাকে সাজানো হয়েছে আর অনস্ক্রিন সাজতে সবারই ভালো লাগে। তার সঙ্গে আবার হিন্দিতে কথা বলা।হিন্দি ভাষাটাকে আমি ব্যক্তিগতভাবে ভীষণ ভালোবাসি। আর তার সঙ্গে এই ছবিতে পিওর কত্থক এবং ভারতনাট্যম এর নাচ রয়েছে। তবে এই ছবিতে এত সুন্দর সাজগোজের পাশাপাশি আমি কিন্তু ভূত ও হয়েছি। আর হিন্দিতে কথা বলতে বা কাজ করতে একটু অসহায় অসুবিধা হয়নি। কারণ আমি ছোটবেলা থেকেই বো ব্যারাক এর পাশে বড় হয়েছি, তাই হিন্দিতে আমি সব সময় তেই বেশ সাবলীল ছিলাম"।

রাজনন্দিনী ছবির গল্প প্রসঙ্গে পরিচালক তনময় রায় জানালেন," ছবিটি একটি হরর থ্রিলার। সুধীর দত্তের লেখা এই ছবির গল্পে তে দর্শকরা দেখবেন একদিকে যেমন রাজমহল তার সঙ্গে থাকবে ভূত এবং থ্রিলারের সংমিশ্রন"।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.