কলকাতা : মুক্তি পেল তন্ময় রায় পরিচালিত ছবি 'রাজনন্দিনী'-র মিউজ়িক । প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টারও । শুটিং অনেকদিন আগেই শেষ হয়েছে । কিন্তু, বিভিন্ন কারণে মুক্তি পায়নি ছটিবি । অবশেষে এটি মুক্তি পেতে চলেছে । আর এই ছবির মাধ্যমেই হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন দেবলীনা দত্ত ।
ছবির সংগীত পরিচালনা করেছেন সুধীর দত্ত । ছবিতে সবমিলিয়ে পাঁচটি গান রয়েছে যেগুলি গেয়েছেন রথীজিৎ, অরিজিৎ, ঋক, অরিত্র, সুমন ও রূপসা । মিউজ়িক লঞ্চ অনুষ্ঠানে ছিলেন দেবলীনা দত্ত, নাফে খান, পুজা গাঙ্গুলি, পরিচালক তনিময় রায় সহ আরও অনেকে । সব মিলিয়ে এই ছবিতে অভিনয় করছেন কলকাতা এবং মুম্বইয়ের 40 জন শিল্পী ।
দেবলীনা দত্ত বলেন,"এই ছবিতে আমার চরিত্রের নাম নন্দিনী । যে একজন রাজকন্যা । সেখানে ওরকমভাবেই আমাকে সাজানো হয়েছে আর অনস্ক্রিন সাজতে সবারই ভালো লাগে । তার সঙ্গে আবার হিন্দিতে কথা বলা । হিন্দি ভাষাটাকে আমি ব্যক্তিগতভাবে ভীষণ ভালোবাসি । তবে এই ছবিতে এত সুন্দর সাজগোজের পাশাপাশি আমি কিন্তু ভূতও হয়েছি । আর হিন্দিতে কথা বলতে বা কাজ করতে একটুও অসুবিধা হয়নি । কারণ আমি ছোটবেলা থেকেই বোব্যারাকের পাশে বড় হয়েছি, তাই হিন্দিতে আমি সব সময়তেই বেশ সাবলীল ছিলাম ।"
রাজনন্দিনী ছবির গল্প প্রসঙ্গে পরিচালক তন্ময় রায় বলেন," ছবিটি একটি হরর থ্রিলার । সুধীর দত্তের লেখা এই ছবির গল্পে রাজমহলের সঙ্গে ভূতও দেখতে পাবেন দর্শকরা ।" 2020 সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ছবিটি ।