ETV Bharat / sitara

Rakhi Sawant Separation: বিবাহ বিচ্ছেদের ঘোষণা অভিনেত্রী রাখি সওয়ান্তের - বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলেন অভিনেত্রী রাখি সওয়ান্ত

ভ্য়ালেন্টাইনস ডের আগের দিনেই স্বামী রীতেশ সিংয়ের সঙ্গে তিন বছরের দাম্পত্য় জীবন শেষ করার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী রাখি সওয়ান্ত (Rakhi Sawant decides to part ways with husband Ritesh ) ৷

Rakhi Sawant decides to part ways with husband Ritesh
ভ্য়ালেন্টাইনস ডের আগের দিনেই স্বামী রিতেশ সিংয়ের সঙ্গে তিন বছরের দাম্পত্য় জীবন শেষ করার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী রাখি সওয়ান্ত
author img

By

Published : Feb 14, 2022, 10:43 AM IST

মুম্বই,14 ফেব্রুয়ারি: নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেল থেকে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অভিনেত্রী রাখি সওয়ান্ত (Rakhi Sawant decides to part ways with husband Ritesh) ৷ ঠিক ভ্য়ালেন্টাইনস ডের আগের দিনেই স্বামী রীতেশ সিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী ৷ বিগ বস 15 চলাকালীনই রীতেশ 'অবৈধ সম্পর্কে' লিপ্ত, এমন ইঙ্গিত দিয়েছিলেন রাখি ৷ এমনকি তিনি এও জানিয়েছিলেন, রীতেশ যে আগে বিবাহিত ছিলেন এবং তাঁর সন্তান আছে সেসম্পর্কেও তিনি অবগত ছিলেন না ৷ আর বিগ বস 15-এর মরশুম শেষ হতে না হতেই বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন তিনি ৷

অবশ্য় রীতেশের প্রথম স্ত্রী স্নিগ্ধা প্রিয়া যেমন স্বামীর বিরুদ্ধে ঘরোয়া হিংসার অভিযোগ করেছিলেন, তেমন কোনও অভিযোগ আনেননি রাখি ৷ বরং আগামী জীবনের জন্য় রীতেশকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ তিনি লেখেন, "আমার প্রিয় অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীরা, আমি শুধু বলতে চেয়েছিলাম যে রীতেশ এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি । 'বিগ বস'-এর পরে অনেক কিছু ঘটেছে ৷ কিছু জিনিস আমার অজানা ছিল যেগুলি আমার নিয়ন্ত্রণের বাইরে । আমরা আমাদের মতভেদের সমাধান করার চেষ্টা করেছি এবং সমস্ত বিষয়টাকে কার্যকর করার চেষ্টা করেছি ৷ তবে আমি মনে করি সবচেয়ে ভাল এটাই যে আমরা দু‘জনেই বন্ধুত্বপূর্ণভাবে এগিয়ে যাই এবং আমরা দু‘জনেই আলাদাভাবে আমাদের জীবন উপভোগ করি ৷"

আরও পড়ুন: প্রেম দিবসে পূর্ণ হল আইনি বিয়ের এক বছর, ফটোশুটে মাতলেন রুদ্র-প্রমিতা

তিন বছরের এই দাম্পত্য় জীবন শেষ করার পর নিজের স্বামীর আগামী জীবনের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়ে রাখি লেখেন, "আমি সত্য়িই দুঃখিত, আমার মনও ভেঙে গিয়েছে ৷ এমন একটা ঘটনা ভ্যালেন্টাইনস ডের আগেই ঘটল ৷ কিন্তু সিদ্ধান্তটা নিতেই হত ৷ আমি রীতেশের সাফল্য় কামনা করি ৷ তবে জীবনের এই মুহূর্তে আমাকেও আমার কাজে মনোনিবেশ করতে হবে ৷ "

মুম্বই,14 ফেব্রুয়ারি: নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেল থেকে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অভিনেত্রী রাখি সওয়ান্ত (Rakhi Sawant decides to part ways with husband Ritesh) ৷ ঠিক ভ্য়ালেন্টাইনস ডের আগের দিনেই স্বামী রীতেশ সিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী ৷ বিগ বস 15 চলাকালীনই রীতেশ 'অবৈধ সম্পর্কে' লিপ্ত, এমন ইঙ্গিত দিয়েছিলেন রাখি ৷ এমনকি তিনি এও জানিয়েছিলেন, রীতেশ যে আগে বিবাহিত ছিলেন এবং তাঁর সন্তান আছে সেসম্পর্কেও তিনি অবগত ছিলেন না ৷ আর বিগ বস 15-এর মরশুম শেষ হতে না হতেই বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন তিনি ৷

অবশ্য় রীতেশের প্রথম স্ত্রী স্নিগ্ধা প্রিয়া যেমন স্বামীর বিরুদ্ধে ঘরোয়া হিংসার অভিযোগ করেছিলেন, তেমন কোনও অভিযোগ আনেননি রাখি ৷ বরং আগামী জীবনের জন্য় রীতেশকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ তিনি লেখেন, "আমার প্রিয় অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীরা, আমি শুধু বলতে চেয়েছিলাম যে রীতেশ এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি । 'বিগ বস'-এর পরে অনেক কিছু ঘটেছে ৷ কিছু জিনিস আমার অজানা ছিল যেগুলি আমার নিয়ন্ত্রণের বাইরে । আমরা আমাদের মতভেদের সমাধান করার চেষ্টা করেছি এবং সমস্ত বিষয়টাকে কার্যকর করার চেষ্টা করেছি ৷ তবে আমি মনে করি সবচেয়ে ভাল এটাই যে আমরা দু‘জনেই বন্ধুত্বপূর্ণভাবে এগিয়ে যাই এবং আমরা দু‘জনেই আলাদাভাবে আমাদের জীবন উপভোগ করি ৷"

আরও পড়ুন: প্রেম দিবসে পূর্ণ হল আইনি বিয়ের এক বছর, ফটোশুটে মাতলেন রুদ্র-প্রমিতা

তিন বছরের এই দাম্পত্য় জীবন শেষ করার পর নিজের স্বামীর আগামী জীবনের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়ে রাখি লেখেন, "আমি সত্য়িই দুঃখিত, আমার মনও ভেঙে গিয়েছে ৷ এমন একটা ঘটনা ভ্যালেন্টাইনস ডের আগেই ঘটল ৷ কিন্তু সিদ্ধান্তটা নিতেই হত ৷ আমি রীতেশের সাফল্য় কামনা করি ৷ তবে জীবনের এই মুহূর্তে আমাকেও আমার কাজে মনোনিবেশ করতে হবে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.