মুম্বই,14 ফেব্রুয়ারি: নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেল থেকে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অভিনেত্রী রাখি সওয়ান্ত (Rakhi Sawant decides to part ways with husband Ritesh) ৷ ঠিক ভ্য়ালেন্টাইনস ডের আগের দিনেই স্বামী রীতেশ সিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী ৷ বিগ বস 15 চলাকালীনই রীতেশ 'অবৈধ সম্পর্কে' লিপ্ত, এমন ইঙ্গিত দিয়েছিলেন রাখি ৷ এমনকি তিনি এও জানিয়েছিলেন, রীতেশ যে আগে বিবাহিত ছিলেন এবং তাঁর সন্তান আছে সেসম্পর্কেও তিনি অবগত ছিলেন না ৷ আর বিগ বস 15-এর মরশুম শেষ হতে না হতেই বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন তিনি ৷
অবশ্য় রীতেশের প্রথম স্ত্রী স্নিগ্ধা প্রিয়া যেমন স্বামীর বিরুদ্ধে ঘরোয়া হিংসার অভিযোগ করেছিলেন, তেমন কোনও অভিযোগ আনেননি রাখি ৷ বরং আগামী জীবনের জন্য় রীতেশকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ তিনি লেখেন, "আমার প্রিয় অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীরা, আমি শুধু বলতে চেয়েছিলাম যে রীতেশ এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি । 'বিগ বস'-এর পরে অনেক কিছু ঘটেছে ৷ কিছু জিনিস আমার অজানা ছিল যেগুলি আমার নিয়ন্ত্রণের বাইরে । আমরা আমাদের মতভেদের সমাধান করার চেষ্টা করেছি এবং সমস্ত বিষয়টাকে কার্যকর করার চেষ্টা করেছি ৷ তবে আমি মনে করি সবচেয়ে ভাল এটাই যে আমরা দু‘জনেই বন্ধুত্বপূর্ণভাবে এগিয়ে যাই এবং আমরা দু‘জনেই আলাদাভাবে আমাদের জীবন উপভোগ করি ৷"
আরও পড়ুন: প্রেম দিবসে পূর্ণ হল আইনি বিয়ের এক বছর, ফটোশুটে মাতলেন রুদ্র-প্রমিতা
তিন বছরের এই দাম্পত্য় জীবন শেষ করার পর নিজের স্বামীর আগামী জীবনের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়ে রাখি লেখেন, "আমি সত্য়িই দুঃখিত, আমার মনও ভেঙে গিয়েছে ৷ এমন একটা ঘটনা ভ্যালেন্টাইনস ডের আগেই ঘটল ৷ কিন্তু সিদ্ধান্তটা নিতেই হত ৷ আমি রীতেশের সাফল্য় কামনা করি ৷ তবে জীবনের এই মুহূর্তে আমাকেও আমার কাজে মনোনিবেশ করতে হবে ৷ "