ETV Bharat / sitara

ফণীর সতর্কতা : ফ্য়ানদের নিরাপদ থাকার আর্জি টলি সেলেবদের

আছড়ে পড়েছে ফণী।

ফোটো
author img

By

Published : May 3, 2019, 4:18 PM IST

কলকাতা : ওড়িশায় ইতিমধ্যে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী। আর কয়েকঘণ্টার মধ্যেই রাজ্যে প্রবেশ করতে চলেছে এই ঘূর্ণিঝড়। আর সেই সতর্কতা জারি করেই এবার ফ্য়ানদের নিরাপদ থাকার আর্জি টলি সেলেবরা।

মিমি চক্রবর্তী : প্রত্যেকে ঘরের ভিতরে থাকুন ও প্যানিক করবেন না। সতর্ক থাকুন । নিজেকে ও আশপাশের মানুষদের নিরাপদে রাখুন।

প্রিয়াঙ্কা সরকার : সকলে নিরাপদে থাকুন।

বিরসা দাশগুপ্ত : হাজার হাজার মানুষের জীবন বিদপদে। ফণী কোনও মজার বিষয় নয়। সকলে মিলে প্রার্থণা করি প্রকৃতি যেন অল্পের মধ্যেই নিজের রূপ দেখায়।

  • Thousands of lives at death risk. There's nothing funny about #Fani Let us all pray to Mother Nature hoping SHE seeks minimal revenge.

    — Birsa Dasgupta (@BirsaDasgupta) May 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পথের নিরীহ কুকুর-বিড়ালদের নিরাপদে রাখার আর্জি জানিয়ে টুইট করেন স্বস্তিকা মুখার্জি।

ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি।

কলকাতা : ওড়িশায় ইতিমধ্যে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী। আর কয়েকঘণ্টার মধ্যেই রাজ্যে প্রবেশ করতে চলেছে এই ঘূর্ণিঝড়। আর সেই সতর্কতা জারি করেই এবার ফ্য়ানদের নিরাপদ থাকার আর্জি টলি সেলেবরা।

মিমি চক্রবর্তী : প্রত্যেকে ঘরের ভিতরে থাকুন ও প্যানিক করবেন না। সতর্ক থাকুন । নিজেকে ও আশপাশের মানুষদের নিরাপদে রাখুন।

প্রিয়াঙ্কা সরকার : সকলে নিরাপদে থাকুন।

বিরসা দাশগুপ্ত : হাজার হাজার মানুষের জীবন বিদপদে। ফণী কোনও মজার বিষয় নয়। সকলে মিলে প্রার্থণা করি প্রকৃতি যেন অল্পের মধ্যেই নিজের রূপ দেখায়।

  • Thousands of lives at death risk. There's nothing funny about #Fani Let us all pray to Mother Nature hoping SHE seeks minimal revenge.

    — Birsa Dasgupta (@BirsaDasgupta) May 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পথের নিরীহ কুকুর-বিড়ালদের নিরাপদে রাখার আর্জি জানিয়ে টুইট করেন স্বস্তিকা মুখার্জি।

ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি।

Intro:Body:

ফণীর সতর্কতা : ফ্য়ানদের নিরাপদ থাকার আর্জি টলি সেলেবদের



কলকাতা : ওড়িশায় ইতিমধ্যে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী। আর কয়েকঘণ্টার মধ্যেই রাজ্যে প্রবেশ করতে চলেছে এই ঘূর্ণিঝড়। আর সেই সতর্কতা জারি করেই এবার ফ্য়ানদের নিরাপদ থাকার আর্জি টলি সেলেবরা।



মিমি চক্রবর্তী : প্রত্যেকে ঘরের ভিতরে থাকুন ও প্যানিক করবেন না। সতর্ক থাকুন । নিজেকে ও আশপাশের মানুষদের নিরাপদে রাখুন।



প্রিয়াঙ্কা সরকার : সকলে নিরাপদে থাকুন।



বিরসা দাশগুপ্ত : হাজার হাজার মানুষের জীবন বিদপদে। ফণী কোনও মজার বিষয় নয়। সকলে মিলে প্রার্থণা করি প্রকৃতি যেন অল্পের মধ্যেই নিজের রূপ দেখায়।



পথের নিরীহ কুকুর-বিড়ালদের নিরাপদে রাখার আর্জি জানিয়ে টুইট করেন স্বস্তিকা মুখার্জি।



ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.