ETV Bharat / sitara

অস্কার: সেরা অভিনেতা হপকিংস, অভিনেত্রী ম্যাকডরম্যান্ড; রইল বিজয়ীদের তালিকা

93তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন অ্যান্থনি হপকিংস ৷ সেরা অভিনেত্রী হয়েছেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড ৷ দেখে নিন অস্কারজয়ীদের তালিকা ৷

অস্কার: সেরা অভিনেতা হপকিংস, অভিনেত্রী ম্যাকডরম্যান্ড; রইল বিজয়ীদের তালিকা
অস্কার: সেরা অভিনেতা হপকিংস, অভিনেত্রী ম্যাকডরম্যান্ড
author img

By

Published : Apr 26, 2021, 2:25 PM IST

লস অ্যাঞ্জেলেস, 26 এপ্রিল: ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল 93তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ৷ এ বছর 23টি বিভাগে জয়ীদের তালিকায় কয়েকটি ইতিহাস রচিত হয়েছে অস্কারের আসরে ৷

কোভিডের কারণে নির্ধারিত সময়ের 2 মাস পর আয়োজিত হল এই অনুষ্ঠান ৷ ইতিহাসে এই নিয়ে চতুর্থ বার অস্কারের অনুষ্ঠানের পিছিয়ে দিতে হল ৷ চলতি বছর 15 মার্চ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছিল ৷

একনজর চোখ বুলিয়ে নেওয়া যাক এ বারের অস্কারজয়ীদের সম্পূর্ণ তালিকার দিকে...

সেরা অভিনেতা

অ্যান্থনি হপকিংস, দ্য ফাদার

সেরা অভিনেত্রী

ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড, নোম্যাডল্যান্ড

সেরা ফিল্ম

নোম্যাডল্যান্ড

সঙ্গীত (অরিজিনাল সং)

জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মসীহার 'ফাইট ফর ইউ'

আরও পড়ুন: অস্কারের আসরে সৌমিত্র-স্মরণ, সম্মানিত ইরফান-ঋষি-সুশান্ত-আথাইয়া

সঙ্গীত (অরিজিনাল স্কোর)

সোল

ফিল্ম এডিটিং

সাউন্ড অফ মেটাল

সিনেম্যাটোগ্রাফি

মঙ্ক

প্রোডাকশন ডিসাইন

মঙ্ক

পার্শ্ব অভিনেত্রী

ইউ-জুং ইউন, মিনারি

পার্শ্ব অভিনেতা

ড্যানিয়েল কালুইয়া, জুডাস অ্যান্ড ব্ল্যাক মসীহা

ভিস্যুয়াল এফেক্টস

টেনেট

ডকুমেন্টারি ফিচার

মাই অক্টোপাস টিচার

ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট

কোলেট

অ্যানিমেটেড ফিচার

সোল

অ্যানিমেটেড শর্ট ফিল্ম

ইফ এনিথিং হ্যাপেনস আই লাভ ইউ

লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম

টু ডিসট্যান্ট স্ট্রেঞ্জার্স

সাউন্ড

সাউন্ড অফ মেটাল

সেরা পরিচালক

ক্লোয়ি ঝাও, নোম্যাডল্য৷ন্ড

কস্টিউম ডিজ়াইন

মা রেইনেস ব্ল্যাক বটম

মেক-আপ হেয়ার স্টাইলিং

মা রেইনেস ব্ল্যাক বটম

ইন্টারন্যাশনাল ফিচার

অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)

অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে

দ্য ফাদার

অরিজিনাল স্ক্রিনপ্লে

জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মসীহা

লস অ্যাঞ্জেলেস, 26 এপ্রিল: ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল 93তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ৷ এ বছর 23টি বিভাগে জয়ীদের তালিকায় কয়েকটি ইতিহাস রচিত হয়েছে অস্কারের আসরে ৷

কোভিডের কারণে নির্ধারিত সময়ের 2 মাস পর আয়োজিত হল এই অনুষ্ঠান ৷ ইতিহাসে এই নিয়ে চতুর্থ বার অস্কারের অনুষ্ঠানের পিছিয়ে দিতে হল ৷ চলতি বছর 15 মার্চ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছিল ৷

একনজর চোখ বুলিয়ে নেওয়া যাক এ বারের অস্কারজয়ীদের সম্পূর্ণ তালিকার দিকে...

সেরা অভিনেতা

অ্যান্থনি হপকিংস, দ্য ফাদার

সেরা অভিনেত্রী

ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড, নোম্যাডল্যান্ড

সেরা ফিল্ম

নোম্যাডল্যান্ড

সঙ্গীত (অরিজিনাল সং)

জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মসীহার 'ফাইট ফর ইউ'

আরও পড়ুন: অস্কারের আসরে সৌমিত্র-স্মরণ, সম্মানিত ইরফান-ঋষি-সুশান্ত-আথাইয়া

সঙ্গীত (অরিজিনাল স্কোর)

সোল

ফিল্ম এডিটিং

সাউন্ড অফ মেটাল

সিনেম্যাটোগ্রাফি

মঙ্ক

প্রোডাকশন ডিসাইন

মঙ্ক

পার্শ্ব অভিনেত্রী

ইউ-জুং ইউন, মিনারি

পার্শ্ব অভিনেতা

ড্যানিয়েল কালুইয়া, জুডাস অ্যান্ড ব্ল্যাক মসীহা

ভিস্যুয়াল এফেক্টস

টেনেট

ডকুমেন্টারি ফিচার

মাই অক্টোপাস টিচার

ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট

কোলেট

অ্যানিমেটেড ফিচার

সোল

অ্যানিমেটেড শর্ট ফিল্ম

ইফ এনিথিং হ্যাপেনস আই লাভ ইউ

লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম

টু ডিসট্যান্ট স্ট্রেঞ্জার্স

সাউন্ড

সাউন্ড অফ মেটাল

সেরা পরিচালক

ক্লোয়ি ঝাও, নোম্যাডল্য৷ন্ড

কস্টিউম ডিজ়াইন

মা রেইনেস ব্ল্যাক বটম

মেক-আপ হেয়ার স্টাইলিং

মা রেইনেস ব্ল্যাক বটম

ইন্টারন্যাশনাল ফিচার

অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)

অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে

দ্য ফাদার

অরিজিনাল স্ক্রিনপ্লে

জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মসীহা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.