ETV Bharat / sitara

ওয়েব সিরিজ়ে হাতেখড়ি টেলিভিশনের জনপ্রিয় মুখ মধুমিতার

নয়না, জুনি, শ্রেয়শী, পাখি, ইমনকে আজও ভোলেনি দর্শক। এই চারটে নামই কিন্তু একজনের। মধুমিতা সরকারের। বিগত ১০ বছরে মধুমিতা পরপর পাঁচটি ধারাবাহিকে প্রধান চরিত্রে কাজ করেছেন। আর এই পাঁচটি ধারাবাহিকে এই চরিত্রগুলোতেই দেখা গিয়েছে তাঁকে। এবার ওয়েব সিরিজ়ে নিজের ডেবিউ করতে চলেছেন টেলিভিশনের এই জনপ্রিয় মুখ। সিরিজ়ের নাম 'জাজমেন্ট ডে'। শুটিং করতে আপাতত উত্তরবঙ্গে অভিনেত্রী।

জাজমেন্ট ডে
author img

By

Published : Jul 12, 2019, 11:49 AM IST

কলকাতা : 'জাজমেন্ট ডে' পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন চক্রবর্তী। ২৫ জুন থেকে শুরু হয়ে গেছে সিরিজ়টির শুটিং। এখানে একজন গায়িকার চরিত্রে মধুরিমা। এমন এক গায়িকা, যে রক ঘরানার গান গাইতে পছন্দ করে। তবে ধারাবাহিকে রয়েছেন আরও একজন জনপ্রিয় অভিনেত্রী।

মধুমিতার বোনের চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার। সোহিনী ওয়েব সিরিজ়ে অভিনয় করতে অভ্যস্ত। তাঁর চরিত্রটিও বেশ বলিষ্ঠ এখানে, একজন আইনজীবীর। এটি একটি থ্রিলার সিরিজ় হতে চলেছে এবং দুটি সিজ়ন ধরে চলবে বলে খবর। ছবিটি বাইলিঙ্গুয়াল। অর্থাৎ দুই ভাষা হিন্দি ও বাংলায় শুট করা হচ্ছে। এখন চলছে প্রথম সিজ়নের শুটিং, যেটি সম্ভবত আসতে চলেছে ৯টি এপিসোডে।

জাজমেন্ট ডে
শুটিংয়ে সোহিনী
উত্তরবঙ্গ ছাড়াও, সিরিজ়টির শুটিং হবে কলকাতা ও তার আশপাশে। প্রথম ধাপের শুটিং শুরু হয়েছিল কলকাতায়। তারপর 'জজমেন্ট ডে'-র টিম চলে যায় উত্তরবঙ্গে। জুলাই মাসের শেষে ফের কলকাতায় শুটিং হবে এই প্রতীক্ষিত সিরিজ়টির।
সিরিজ়ে মধুমিতা, সোহিনী ছাড়াও অভিনয় করছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন, সুব্রত দত্ত প্রমুখ। মধুমিতা সোহিনীর ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন মৈনাক। রয়েছেন রনজয় বিষ্ণুও।

কলকাতা : 'জাজমেন্ট ডে' পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন চক্রবর্তী। ২৫ জুন থেকে শুরু হয়ে গেছে সিরিজ়টির শুটিং। এখানে একজন গায়িকার চরিত্রে মধুরিমা। এমন এক গায়িকা, যে রক ঘরানার গান গাইতে পছন্দ করে। তবে ধারাবাহিকে রয়েছেন আরও একজন জনপ্রিয় অভিনেত্রী।

মধুমিতার বোনের চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার। সোহিনী ওয়েব সিরিজ়ে অভিনয় করতে অভ্যস্ত। তাঁর চরিত্রটিও বেশ বলিষ্ঠ এখানে, একজন আইনজীবীর। এটি একটি থ্রিলার সিরিজ় হতে চলেছে এবং দুটি সিজ়ন ধরে চলবে বলে খবর। ছবিটি বাইলিঙ্গুয়াল। অর্থাৎ দুই ভাষা হিন্দি ও বাংলায় শুট করা হচ্ছে। এখন চলছে প্রথম সিজ়নের শুটিং, যেটি সম্ভবত আসতে চলেছে ৯টি এপিসোডে।

জাজমেন্ট ডে
শুটিংয়ে সোহিনী
উত্তরবঙ্গ ছাড়াও, সিরিজ়টির শুটিং হবে কলকাতা ও তার আশপাশে। প্রথম ধাপের শুটিং শুরু হয়েছিল কলকাতায়। তারপর 'জজমেন্ট ডে'-র টিম চলে যায় উত্তরবঙ্গে। জুলাই মাসের শেষে ফের কলকাতায় শুটিং হবে এই প্রতীক্ষিত সিরিজ়টির।
সিরিজ়ে মধুমিতা, সোহিনী ছাড়াও অভিনয় করছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন, সুব্রত দত্ত প্রমুখ। মধুমিতা সোহিনীর ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন মৈনাক। রয়েছেন রনজয় বিষ্ণুও।
Intro:নয়না, জুনি, শ্রেয়শী, পাখি, ইমনকে আজও ভোলেনি দর্শক। এই চারটে নামই কিন্তু একজনের। মধুমিতা সরকারের। বিগত ১০ বছরে মধুমিতা পরপর পাঁচটি ধারাবাহিকে প্রধান চরিত্রে কাজ করেছেন। আর এই পাঁচটি ধারাবাহিকে এই চরিত্রগুলোতেই দেখা গিয়েছে তাঁকে। এই প্রত্যেকটি চরিত্রই দর্শকের মন থেকে গেছে ভীষণভাবে। গতবছর মধুমিতা জানিয়েছিলেন, তিনি আর ছোট পর্দায় কাজ করবেন না। তাই কুসুমদোলা ধারাবাহিক শেষ হওয়ার পর,তাঁকে আর কোনও ছোট পর্দার চরিত্র হতে দেখা যায়নি। তবে নতুনভাবে ফিরে আসছেন তিনি। ছোট পর্দায় নয়, মধুমিতা ডেবিউ করতে চলেছেন ওয়েব সিরিজে। সেই ছবির শুটিং করতেই আউটডোরে উত্তরবঙ্গে গিয়েছেন অভিনেত্রী।


Body:ওয়েব সিরিজটির নাম 'জাজমেন্ট ডে'। পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন চক্রবর্তী। দেখান হবে জি ফাইভে। ২৫ জুন থেকে শুরু হয়েছে ছবির শুটিং। এই ওয়েব সিরিজে মধুমিতার চরিত্র একজন গায়িকার। এমন এক গায়িকা, যে রক ঘরানার গান গাইতে পছন্দ করেন।

মধুমিতার বোনের চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার। সোহিনী ওয়েব সিরিজে অভিনয় করতে অভ্যস্ত। তাঁর চরিত্রটি একজন আইনজীবীর। এটি একটি থ্রিলার সিরিজ হতে চলেছে। জাজমেন্ট ডে দুটি সিজন ধরে চলবে বলে খবর। ছবিটি বিলিঙ্গুয়াল। অর্থাৎ দুটি ভাষা, হিন্দি এবং বাংলায় শুট করা হচ্ছে। এখন চলছে প্রথম সিজনের শুটিং যেটি সম্ভবত আসতে চলেছে ৯টি এপিসোডে।

উত্তরবঙ্গ ছাড়াও, ছবির শুটিং হবে কলকাতা ও তার আশপাশে। প্রথম ধাপের শুটিং শুরু হয় কলকাতায়। তারপর জজমেন্ট ডের টিম চলে যায় উত্তরবঙ্গে। জুলাই মাসের শেষে ফের কলকাতায় শুটিং হবে।


Conclusion:সিরিজে মধুমিতা, সোহিনী ছাড়াও অভিনয় করছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন, সুব্রত দত্ত। মধুমিতা সোহিনীর ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন মৈনাক। রয়েছেন রনজয় বিষ্ণু।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.