ETV Bharat / sitara

Chiranjeevi greets Jisshu For Baba baby o: 'বাবা বেবি ও' ছবির ট্রেলার দেখে যিশুকে বাংলায় শুভেচ্ছা চিরঞ্জিবীর - বাবা বেবি ও ছবির ট্রেলার দেখে যিশুকে শুভেচ্ছা জানালেন চিরঞ্জিবী

23 জানুয়ারি মুক্তি পেয়েছে 'বাবা বেবি ও...' ছবির ট্রেলার । আর ট্রেলার স্যোশাল মিডিয়ায় শেয়ার করে যিশু সেনগুপ্তকে বাংলা ভাষায় শুভেচ্ছা জানালেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবী (Chiranjeevi Shares the trailer of Baba baby o ) ৷

Chiranjeevi greets Jisshu For Baba baby o
'বাবা বেবি ও' ছবির ট্রেলার দেখে যিশুকে শুভেচ্ছা জানালেন চিরঞ্জিবী
author img

By

Published : Jan 24, 2022, 12:01 PM IST

Updated : Jan 24, 2022, 12:53 PM IST

কলকাতা, 24 জানুয়ারি : পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের হাত ধরে আসছে বাংলা ছবি 'বাবা বেবি ও...'। এই ছবিতে এক সারোগেট ফাদারের চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে । 23 জানুয়ারি প্রকাশ্য়ে এসেছে 'বাবা বেবি ও...'র ট্রেলার । আর সেই ট্রেলার শুধু বাংলা নয়, মুগ্ধ করেছে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবীকেও। নতুন এই ছবির জন্য যিশুকে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি ।

নিজের টুইটার হ্যান্ডেল থেকে ট্রেলারটি শেয়ার করে তিনি লিখেছেন, "সবার সঙ্গে ভাগ করে নিলাম বাংলা ছবি ‘বাবা বেবি ও’-র মজাদার এবং আবেগপূর্ণ একটি ট্রেলার। বন্ধু যিশু সেনগুপ্তর জন্য অনেক শুভেচ্ছা ।"(Chiranjeevi Shares the trailer of Baba baby o) এর ঠিক পরের লাইনে বাংলা হরফে লেখা আছে, "প্রেম আছে, মজাও আছে সঙ্গে মিষ্টি গান... বাবা, বেবি ও মানেই হাসি-মজা আর ফান।" নতুন এই ছবির ট্রেলারে একদিকে যেমন যিশুকে দেখা যায় একজন সিঙ্গেল ফাদারের চরিত্রে, তেমনি সেই চরিত্রের জীবনে ঘুরে ফিরে এসেছে নতুন প্রেমও ৷ পুরো গল্প জানতে অবশ্যই চোখ রাখতে হবে বড় পর্দায় ৷ তবে 'উমা' ছবিতে বাবার চরিত্রে একটি দুরন্ত ইমেজ গড়ে তুলেছিলেন যিশু ৷ এবারও তিনি বাবা বটে তবে একটু অন্যরকম ৷ তাই কতখানি আলাদা হবে তাঁর এবারের অভিনয় তা দেখতেই মুখিয়ে থাকবেন সকলে ৷

  • Sharing the Fun & Emotional trailer of Bengali film #BabaBabyOhttps://t.co/zgrAkHKcyH

    Wishing my dear friend @Jisshusengupta
    All the Very Best for its success !

    রেম আছে, মজাও আছে সাথে মিষ্টি গান...
    বাবা, বেবি ও মানেই হাসি-মজা আর ফান 😊

    — Chiranjeevi Konidela (@KChiruTweets) January 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : রান্নাঘরের দায়িত্বে 'কৃষ্ণকলি' তিয়াসা রায়

উল্লেখ্য, চিরঞ্জিবীর সঙ্গে 'আচার্য' ছবিতে অভিনয় করেছেন যিশু । দু‘জনের মধ্যে রয়েছে ভাল বন্ধুত্ব। বন্ধুর শুভেচ্ছাবার্তা এবং পোস্টটি রিটুইট করেছেন যিশুও। দুই ইন্ডাট্রির মধ্যে এই বন্ধুত্বের নিদর্শন নিঃসন্দেহে খুব আশা জাগায় । একের পর এক সারোগেট মাদারের হদিস মিলছে বলিউডে । আর এবার বিগ স্ক্রিনে সেই ঘটনাকে সামনে রেখে ছবি বানালেন অরিত্র মুখোপাধ্যায় । কাহিনিকার জিনিয়া সেন । হলে ছবিটি মুক্তি পেতে চলেছে 4 ফেব্রুয়ারি ।

কলকাতা, 24 জানুয়ারি : পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের হাত ধরে আসছে বাংলা ছবি 'বাবা বেবি ও...'। এই ছবিতে এক সারোগেট ফাদারের চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে । 23 জানুয়ারি প্রকাশ্য়ে এসেছে 'বাবা বেবি ও...'র ট্রেলার । আর সেই ট্রেলার শুধু বাংলা নয়, মুগ্ধ করেছে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবীকেও। নতুন এই ছবির জন্য যিশুকে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি ।

নিজের টুইটার হ্যান্ডেল থেকে ট্রেলারটি শেয়ার করে তিনি লিখেছেন, "সবার সঙ্গে ভাগ করে নিলাম বাংলা ছবি ‘বাবা বেবি ও’-র মজাদার এবং আবেগপূর্ণ একটি ট্রেলার। বন্ধু যিশু সেনগুপ্তর জন্য অনেক শুভেচ্ছা ।"(Chiranjeevi Shares the trailer of Baba baby o) এর ঠিক পরের লাইনে বাংলা হরফে লেখা আছে, "প্রেম আছে, মজাও আছে সঙ্গে মিষ্টি গান... বাবা, বেবি ও মানেই হাসি-মজা আর ফান।" নতুন এই ছবির ট্রেলারে একদিকে যেমন যিশুকে দেখা যায় একজন সিঙ্গেল ফাদারের চরিত্রে, তেমনি সেই চরিত্রের জীবনে ঘুরে ফিরে এসেছে নতুন প্রেমও ৷ পুরো গল্প জানতে অবশ্যই চোখ রাখতে হবে বড় পর্দায় ৷ তবে 'উমা' ছবিতে বাবার চরিত্রে একটি দুরন্ত ইমেজ গড়ে তুলেছিলেন যিশু ৷ এবারও তিনি বাবা বটে তবে একটু অন্যরকম ৷ তাই কতখানি আলাদা হবে তাঁর এবারের অভিনয় তা দেখতেই মুখিয়ে থাকবেন সকলে ৷

  • Sharing the Fun & Emotional trailer of Bengali film #BabaBabyOhttps://t.co/zgrAkHKcyH

    Wishing my dear friend @Jisshusengupta
    All the Very Best for its success !

    রেম আছে, মজাও আছে সাথে মিষ্টি গান...
    বাবা, বেবি ও মানেই হাসি-মজা আর ফান 😊

    — Chiranjeevi Konidela (@KChiruTweets) January 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : রান্নাঘরের দায়িত্বে 'কৃষ্ণকলি' তিয়াসা রায়

উল্লেখ্য, চিরঞ্জিবীর সঙ্গে 'আচার্য' ছবিতে অভিনয় করেছেন যিশু । দু‘জনের মধ্যে রয়েছে ভাল বন্ধুত্ব। বন্ধুর শুভেচ্ছাবার্তা এবং পোস্টটি রিটুইট করেছেন যিশুও। দুই ইন্ডাট্রির মধ্যে এই বন্ধুত্বের নিদর্শন নিঃসন্দেহে খুব আশা জাগায় । একের পর এক সারোগেট মাদারের হদিস মিলছে বলিউডে । আর এবার বিগ স্ক্রিনে সেই ঘটনাকে সামনে রেখে ছবি বানালেন অরিত্র মুখোপাধ্যায় । কাহিনিকার জিনিয়া সেন । হলে ছবিটি মুক্তি পেতে চলেছে 4 ফেব্রুয়ারি ।

Last Updated : Jan 24, 2022, 12:53 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.