কলকাতা : কয়েক মাস আগেও একজন শিশু শিল্পী মন জিতে নিয়েছিল দর্শকদের । তার নাম অরণ্য রায়চৌধুরি । 'জয় বাবা লোকনাথ' ধারাবাহিকে লোকনাথ বাবার ছোটোবেলার চরিত্রে অভিনয় করেছিল সে । সেই ছোট্ট অরণ্য এখন কী করছে ? খোঁজ নিল ETV ভারত ।
অরণ্য ছিল শুটিংয়ে ব্যস্ত । কোরোনা ভাইরাসের কারণে বন্ধ হয়েছে একাধিক শুটিং । তার মাঝে শেষ মুহূর্তের শুটিং করছে তারা । সেখানেই অরণ্য আমাদের বলে, লোকনাথ বাবাকে নিয়ে একটি ছবি তৈরি হচ্ছে । সেই ছবিতেও অরণ্যকেই দেখা যাবে লোকনাথ বাবার ছোটোবেলার চরিত্রে । ছোটো বয়সের লোকনাথ বাবার চরিত্রে অভিনয় করার জন্য যথেষ্ট জনপ্রিয় হয়েছিল অরণ্য। তাই হয়তো তাকেই পরিচালক প্রান্তিক কাস্ট করেছেন লোকনাথ বাবার ছবিতে । সিনেমার শুটিং বাকি ছিল মাত্র দু'দিন । তাহলেই শেষ হয়ে যেত ছবির শুটিং । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে এখন সব শুটিং বন্ধ হয়ে যাওয়ায় আপাতত শুটিং স্থগিত রয়েছে ।
এছাড়াও, SVF এন্টারটেনমেন্টের 'রহস্য রোমাঞ্চ সিরিজ় ২'এ রুদ্রনীলের চরিত্রটির ছোটোবেলার চরিত্রে অভিনয় করেছে অরণ্য । লেখাপড়া, বন্ধুদের সঙ্গে খেলার পাশাপাশি চুটিয়ে অভিনয়ও করছে সে । যাতে সে আরও ভালো কাজ করতে পারে, তার জন্য দর্শকের কাছে আশির্বাদও চেয়েছে অরণ্য ।
ভিডিয়োতে শুনুন অরণ্যর বক্তব্য...