ETV Bharat / sitara

"ছবিটা একেবারে মৌলিক", বলছে টিম 'বিবাহ অভিযান' - রুদ্রনীল ঘোষ

দক্ষিণ কলকাতার কসবা এলাকায় অবস্থিত একটি বিলাসবহুল শপিং মলের ১৭ তালায় তখন তারকাদের আগমন ঘটছে একে একে। মাথায় টোপর, হাতে রজনীগন্ধা-গোলাপের মালা। জুটিতে ঢুকছেন তাঁরা। আর তাঁদের একে একে নিয়ে আসছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। ২১ জুন পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে SVF প্রযোজিত এবং বিরসা দাশগুপ্ত পরিচালিত আদ্যোপান্ত কমেডি ছবি 'বিবাহ অভিযান'। হাসি-ঠাট্টার মাঝে অনেক কথা ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করে নিলেন ছবির মুখ্য চরিত্র রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, অঙ্কুশ হাজরা, নুসরত ফারিয়া এবং পরিচালক বিরসা দাশগুপ্ত।

বিবাহ অভিযান
author img

By

Published : Jun 18, 2019, 2:17 PM IST

কলকাতা : 'বিবাহ অভিযান' কোনও রিমেক নয়। কোনও গল্প থেকে অনুপ্রাণিত নয়। এটি প্রত্যেক বাড়ির গল্প। প্রত্যেক বিবাহিত-অবিবাহিতদের গল্প। মজার এই গল্পকে খাতায়-কলমে লিখেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। 'বিবাহ অভিযান'-এর গল্প রুদ্রনীলের, চিত্রনাট্যও তাঁরই। কেন এই গল্প তিনি লিখলেন, উত্তরে রুদ্রনীল ETV ভারত সিতারাকে বললেন, "আগেরবার 'ভিঞ্চিদা'-র গল্প গুরুগম্ভীর ছিল। এবার চেয়েছিলাম দর্শক একটু হাসুক। তাই লিখে ফেললাম। আর সবথেকে বড় কথা আমি তো অবিবাহিত। আমি যে বিয়ে করতে আগ্রহী, সেটা বোঝানোর জন্যই এই গল্প।"

বিবাহ অভিযান
রুদ্র আর অঙ্কুশ ফুরফুরে মেজাজে

বলিউডে আগে এই বিষয় নিয়ে ছবি হয়েছে। তাহল এই ছবিকে "অরিজিনাল" বলার কী কারণ? বিরসা বললেন, "আমার ছবিটা নির্ভেজাল। কোনও কিছুর টোকা বা কপি নয়। রুদ্রনীল বলল এটা আমার বায়োপিক। আমি বলব, এটা আমাদের সকলেরই গল্প। দর্শক কোনও না কোনওভাবে রিলেট করতে পারবে।"

বিরসার ভাষায়, এই ছবিতে নুসরত ফারিয়াকে ইমপোর্ট করে আনা হয়েছে বাংলাদেশ থেকে। তিনিই একমাত্র ইমপোর্টেড ফ্যাক্টর এই ছবিতে। ফারিয়া বললেন, "আমার খুব ভালো লাগছে এই ছবিতে কাজ করে। ২০১৫ সালে আমি প্রথম টলিউডের কাজ করি। সেই ছবিতে আমার হিরো ছিল অঙ্কুশ। এই ছবিতেও তাই। আপনারা প্লিজ় হলে এসে ছবিটা দেখুন। খুব হাসির ছবি, ভালো লাগবে।"

বিবাহ অভিযান
তিন নায়িকা...
অনির্বাণ এবং প্রিয়াঙ্কা এই প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন 'বিবাহ অভিযান'-এ। দু'জনেই দু'জনের কাজের ভক্ত এই ছবি হওয়ার অনেক আগে থেকেই। আর প্রথমবার জুটি হিসেবে কাজ করার অভিজ্ঞতাও তাঁদের চমৎকার।আরও অনেক মজার কথা ও মুহূর্তের সাক্ষী হতে দেখুন ভিডিয়ো..
দেখুন ভিডিয়ো

কলকাতা : 'বিবাহ অভিযান' কোনও রিমেক নয়। কোনও গল্প থেকে অনুপ্রাণিত নয়। এটি প্রত্যেক বাড়ির গল্প। প্রত্যেক বিবাহিত-অবিবাহিতদের গল্প। মজার এই গল্পকে খাতায়-কলমে লিখেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। 'বিবাহ অভিযান'-এর গল্প রুদ্রনীলের, চিত্রনাট্যও তাঁরই। কেন এই গল্প তিনি লিখলেন, উত্তরে রুদ্রনীল ETV ভারত সিতারাকে বললেন, "আগেরবার 'ভিঞ্চিদা'-র গল্প গুরুগম্ভীর ছিল। এবার চেয়েছিলাম দর্শক একটু হাসুক। তাই লিখে ফেললাম। আর সবথেকে বড় কথা আমি তো অবিবাহিত। আমি যে বিয়ে করতে আগ্রহী, সেটা বোঝানোর জন্যই এই গল্প।"

বিবাহ অভিযান
রুদ্র আর অঙ্কুশ ফুরফুরে মেজাজে

বলিউডে আগে এই বিষয় নিয়ে ছবি হয়েছে। তাহল এই ছবিকে "অরিজিনাল" বলার কী কারণ? বিরসা বললেন, "আমার ছবিটা নির্ভেজাল। কোনও কিছুর টোকা বা কপি নয়। রুদ্রনীল বলল এটা আমার বায়োপিক। আমি বলব, এটা আমাদের সকলেরই গল্প। দর্শক কোনও না কোনওভাবে রিলেট করতে পারবে।"

বিরসার ভাষায়, এই ছবিতে নুসরত ফারিয়াকে ইমপোর্ট করে আনা হয়েছে বাংলাদেশ থেকে। তিনিই একমাত্র ইমপোর্টেড ফ্যাক্টর এই ছবিতে। ফারিয়া বললেন, "আমার খুব ভালো লাগছে এই ছবিতে কাজ করে। ২০১৫ সালে আমি প্রথম টলিউডের কাজ করি। সেই ছবিতে আমার হিরো ছিল অঙ্কুশ। এই ছবিতেও তাই। আপনারা প্লিজ় হলে এসে ছবিটা দেখুন। খুব হাসির ছবি, ভালো লাগবে।"

বিবাহ অভিযান
তিন নায়িকা...
অনির্বাণ এবং প্রিয়াঙ্কা এই প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন 'বিবাহ অভিযান'-এ। দু'জনেই দু'জনের কাজের ভক্ত এই ছবি হওয়ার অনেক আগে থেকেই। আর প্রথমবার জুটি হিসেবে কাজ করার অভিজ্ঞতাও তাঁদের চমৎকার।আরও অনেক মজার কথা ও মুহূর্তের সাক্ষী হতে দেখুন ভিডিয়ো..
দেখুন ভিডিয়ো
Intro:দক্ষিণ কলকাতার কসবা এলাকায় অবস্থিত একটি বিলাসবহুল শপিং মলের ১৭ তালায় তখন তারকাদের আগমন ঘটছে একে একে। মাথায় টোপর, হাতে রজনীগন্ধা-গোলাপের মালা। জুটিতে ঢুকছেন তাঁরা। আর তাঁদের একে একে নিয়েছে আসছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। ২১ জুন পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এবং বিরসা দাশগুপ্ত পরিচালিত আদ্যোপান্ত কমেডি ছবি 'বিবাহ অভিযান'। আর সেখানে উপস্থিত ছিল ETV Bharat সিতারা। হাসি-ঠাট্টার মাঝে অনেক কথা ETV Bharat সিতারার সঙ্গে শেয়ার করে নিলেন ছবির মুখ্য চরিত্র রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, অঙ্কুশ হাজরা, নুসরত ফারিয়া এবং পরিচালক বিরসা দাশগুপ্ত।


Body:বিবাহ অভিযান কোনও রিমেক নয়। কোনও গল্প থেকে অনুপ্রাণিত নয়। এটি প্রত্যেক বাড়ির গল্প। প্রত্যেক বিবাহিত-অবিবাহিতদের গল্প। প্রত্যেকের বিবাহিত জীবনী অভিযানের মতো। যাঁরা এখনও বিয়ে করেননি, তাঁদের কাছেও তেমনই। এই অভিনব ধারণাকে খাতায়-কলমে নামিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। আজ্ঞে হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। বিবাহ অভিযানের গল্প রুদ্রনীলের, চিত্রনাট্যও তাঁরই। কেন এই গল্প তিনি লিখলেন, উত্তরের রুদ্রনীল ETV Bharat সিতারাকে বলেন, "আগেরবার ভিঞ্চিদার গল্পটা গুরুগম্ভীর ছিল। এবার চেয়েছিলাম দর্শক একটু হাসুক। তাই লিখে ফেললাম। আর সবথেকে বড় কথা আমি তো অবিবাহিত। আমি যে বিয়ে করতে আগ্রহী, সেটা বোঝানোর জন্যই এই গল্প।"

বিবাহিতদের জীবনযাত্রা নিয়ে আগেও অনেক হাস্যকৌতুক ছবি হয়েছে। বলিউড ধারাবাহিকভাবে ছবি তৈরি করেছে। একই কনসেপ্ট নিয়ে ছবি তৈরি করা আদতে কতটা লাভজনক জানতে চাওয়ায় বিরসা বললেন, "আমার ছবিটা নির্ভেজাল। কোনও কিছুর টোকা বা কপি নয়। রুদ্রনীল বলল এটা আমার বায়োপিক। আমি বলব, এটা আমাদের সকলেরই গল্প। দর্শক কোনও না কোনওভাবে রিলেট করতে পারবে।"

অন্যদিকে বিরসা বললেন, এই ছবিতে নুসরত ফারিয়াকে ইমপোর্ট করে আনা হয়েছে বাংলাদেশ থেকে। তিনিই একমাত্র ইমপোর্টেড ফ্যাক্টর এই ছবিতে। ফারিয়া বললেন, "আমার খুব ভালো লাগছে এই ছবিতে কাজ করে। ২০১৫ সালে আমি প্রথম টলিউডের কাজ করি। তখন আমার হিরো ছিল অঙ্কুশ। এই ছবিতেও তাই। আপনারা প্লিজ হলে সে ছবিটা দেখুন। খুব হাসির ছবি, ভালো লাগবে।"

অনির্বাণ এবং প্রিয়াঙ্কা এই প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন বিবাহ অভিযানে। প্রিয়াংকার সঙ্গে কাজ করে অনির্বাণ এতটাই খুশি, যে তিনি চান আবারও তাঁকে যেন কাস্ট করা হয় প্রিয়াংকার সঙ্গে।




Conclusion:ETV Bharat সিতারার সঙ্গে আরও অনেক কথা শেয়ার করলেন টিম বিবাহ অভিযান। দেখুন ভিডিওতে :
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.