কলকাতা : সামনেই দোল । শুরু হয়ে গিয়েছে বসন্ত উৎসব । বসন্ত উৎসব পালনে যে সব জায়গা পশ্চিমবঙ্গে নজর কাড়ে, তার মধ্যে অন্যতম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় । যদিও এবছর বসন্ত উৎসব পালন করে সমালোচনার মুখে পড়ল এই বিশ্ববিদ্যালয় । রবীন্দ্র সংগীতকে বিকৃত করে কয়েকজনের পিঠে ও বুকে লেখা অশ্লীল শব্দ । রবীন্দ্রভারতীতে প্রাক-দোল উদযাপনের সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ৷ যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল সিঁথি থানায় । রবীন্দ্রভারতী কর্তৃপক্ষের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে ।
রোদ্দুর রায় নামে এক ইউটিউবার রবীন্দ্রনাথের গানকে বিকৃত করছেন অনেকদিন আগেই । এই গানের লাইন আবির দিয়ে নিজেদের বুকে পিঠে লেখেন ছাত্রছাত্রীরা । বিষয়টি নিয়ে নিন্দা করেছে সাংস্কৃতিক জগত । ETV ভারত সিতারার কাছে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা ।
পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় বলেন, "এখন গোটা সমাজই নিম্নগামী হয়ে পড়েছে । এটা বিচ্ছিন্ন কোনও ব্যাপার নয় । রাস্তাঘাটে, বাসে, ট্রামে যেকোনও জায়গায়, যেকোনও সময় এই ধরনের শব্দ শুনতে পাওয়া যায় । আগে একটি লোয়ার ইকোনমিক গ্রুপের লোকজন এই ধরনের শব্দ ব্যবহার করত, এখন সেগুলি সকলেই যে কোনও জায়গায় অনায়াসে বলতে পারে । এটা জেনারেশনের একটা অঙ্গ হয়ে গেছে । এরা রবীন্দ্রনাথের কটা গান জানে ? একটার বেশি দুটো গান তো জানে না । দেখুন এই শব্দগুলোর ও হয়তো মানে জানে না । এটা হল বিকৃতি ।"
এই ঘটনার জেরে পদত্যাগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি । ঘটনাটির তীব্র প্রতিবাদ করেছেন গায়িকা ইমন চক্রবর্তীও । বলেন, "আমার মনে হয় না ওঁর পদত্যাগ করাতে কোনও পরিবর্তন আসবে । বরং এখন যা অবস্থা দাঁড়িয়েছে, সেখানে দৃষ্টান্তমূলক শাস্তি হলে এরপরে ভয়ে কেউ কিছু করত না । এটাও খুব খারাপ যে মানুষকে ভয় দেখিয়ে এধরনের কাজ করতে আটকাতে হচ্ছে ।"
বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন সোমলতা আচার্য্য, সুরঙ্গনা, ঋতাভরী চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মত ব্যক্তিত্বরা । দেখে নিন ভিডিয়ো :