ETV Bharat / sitara

কোভিড বিধি ভাঙায় FIR টাইগার-দিশার বিরুদ্ধে

কোভিড নিয়ম ভাঙায় মামলা দায়ের করা হল টাইগার শ্রফ ও দিশা পাটানির বিরুদ্ধে ৷ এই খবরের সত্যতা শিকার করে টুইট করেছে মুম্বই পুলিশ ৷

Case against Tiger Shroff and Disha Patani for flouting Covid rules
কোভিড বিধি ভাঙায় FIR টাইগার-দিশার বিরুদ্ধে
author img

By

Published : Jun 3, 2021, 1:35 PM IST

মুম্বই, 3 জুন : বলিউডের অভিনেতা টাইগার শ্রফ (Tiger Shroff) ও তাঁর চর্চিত গার্লফ্রেন্ড দিশা পাটানির (Disha Patani) বিরুদ্ধে FIR দায়ের করল মুম্বই পুলিশ ৷ তাঁদের বিরুদ্ধে কোভিড 19 বিধিভঙ্গের অভিযোগ উঠেছে ৷

এই খবর জানাতে গিয়ে সরাসরি দুই অভিনেতার নাম করেনি মুম্বই পুলিশ ৷ বদলে তাঁদের ফিল্মের নাম দিয়ে বিষয়টি বুঝিয়েছে তারা ৷ টুইটে মুম্বই পুলিশ লিখেছে, "ভাইরাসের বিরুদ্ধে যে 'ওয়ার' (যুদ্ধ) চলছে তার মধ্যেই বান্দ্রার রাস্তার উপর 'মালাং' (খামখেয়ালি) হয়ে চলার জন্য দুই অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 188 ধারায় বান্দ্রা পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে ৷"

সব নাগরিকের কাছে কোভিড নিয়ম মেনে চলার আর্জি জানিয়ে মুম্বই পুলিশ আরও লিখেছে যে, "কোভিড বিধি লঙ্ঘন করে অযথা 'হিরোপন্তি' না-দেখানোর জন্য সব মুম্বইকরদের আর্জি জানাচ্ছি ৷"

আরও পড়ুন: করোনা মোকাবিলায় বাঁকুড়ার মানুষের পাশে সায়ন্তিকা

টাইগার শ্রফ ও দিশা পাটানি কোনও কারণ ছাড়াই কোভিড বিধি লঙ্ঘন করে রাস্তায় ঘুরে বেড়ানোয় তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর শোনা যাচ্ছিল ৷ এরপরই মুম্বই পুলিশ অভিনব উপায়ে সেই খবরের সত্যতা শিকার করে নিল ৷

  • In the ongoing ‘War’ against the virus, going ‘Malang’ on the streets of Bandra cost dearly to two actors who have been booked under sections 188, 34 IPC by
    Bandra PStn . We request all Mumbaikars to avoid unnecessary ‘Heropanti’ which can compromise on safety against #COVID19

    — Mumbai Police (@MumbaiPolice) June 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জানা গিয়েছে, সন্ধের সময় বান্দ্রা বাসস্ট্যান্ডের সামনে দেখা যায় দুই অভিনেতাকে ৷ যেখানে দুপুর দুটোর পর গতিবিধির উপর নিয়ন্ত্রণ জারি করা রয়েছে ৷ রাস্তায় বেরোনোর কোনও যথাযথ কারণও দেখাতে পারেননি টাইগার ও দিশা ৷

মুম্বই, 3 জুন : বলিউডের অভিনেতা টাইগার শ্রফ (Tiger Shroff) ও তাঁর চর্চিত গার্লফ্রেন্ড দিশা পাটানির (Disha Patani) বিরুদ্ধে FIR দায়ের করল মুম্বই পুলিশ ৷ তাঁদের বিরুদ্ধে কোভিড 19 বিধিভঙ্গের অভিযোগ উঠেছে ৷

এই খবর জানাতে গিয়ে সরাসরি দুই অভিনেতার নাম করেনি মুম্বই পুলিশ ৷ বদলে তাঁদের ফিল্মের নাম দিয়ে বিষয়টি বুঝিয়েছে তারা ৷ টুইটে মুম্বই পুলিশ লিখেছে, "ভাইরাসের বিরুদ্ধে যে 'ওয়ার' (যুদ্ধ) চলছে তার মধ্যেই বান্দ্রার রাস্তার উপর 'মালাং' (খামখেয়ালি) হয়ে চলার জন্য দুই অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 188 ধারায় বান্দ্রা পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে ৷"

সব নাগরিকের কাছে কোভিড নিয়ম মেনে চলার আর্জি জানিয়ে মুম্বই পুলিশ আরও লিখেছে যে, "কোভিড বিধি লঙ্ঘন করে অযথা 'হিরোপন্তি' না-দেখানোর জন্য সব মুম্বইকরদের আর্জি জানাচ্ছি ৷"

আরও পড়ুন: করোনা মোকাবিলায় বাঁকুড়ার মানুষের পাশে সায়ন্তিকা

টাইগার শ্রফ ও দিশা পাটানি কোনও কারণ ছাড়াই কোভিড বিধি লঙ্ঘন করে রাস্তায় ঘুরে বেড়ানোয় তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর শোনা যাচ্ছিল ৷ এরপরই মুম্বই পুলিশ অভিনব উপায়ে সেই খবরের সত্যতা শিকার করে নিল ৷

  • In the ongoing ‘War’ against the virus, going ‘Malang’ on the streets of Bandra cost dearly to two actors who have been booked under sections 188, 34 IPC by
    Bandra PStn . We request all Mumbaikars to avoid unnecessary ‘Heropanti’ which can compromise on safety against #COVID19

    — Mumbai Police (@MumbaiPolice) June 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জানা গিয়েছে, সন্ধের সময় বান্দ্রা বাসস্ট্যান্ডের সামনে দেখা যায় দুই অভিনেতাকে ৷ যেখানে দুপুর দুটোর পর গতিবিধির উপর নিয়ন্ত্রণ জারি করা রয়েছে ৷ রাস্তায় বেরোনোর কোনও যথাযথ কারণও দেখাতে পারেননি টাইগার ও দিশা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.