কলকাতা, 27 সেপ্টেম্বর: আবারও জুটিতে আসছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও কোয়েল মল্লিক (Koel Mallick) ৷ উৎসবের মরশুমে তাঁরা উপহার দিতে চলেছেন নয়া চমক ৷ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি ডার্ক থ্রিলার 'বনি' (Bony Trailer) মুক্তি পাচ্ছে দুর্গাপুজোয় (Durga Puja)৷ সোমবার মুক্তি পেয়েছে তার ট্রেলার ৷ টানটান ট্রেলার দেখে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা ৷
2.27 মিনিটের ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য-রোমাঞ্চে ঘেরা ৷ বাঙালি দম্পতি সব্যসাচী মুখোপাধ্যায় ও প্রতিভা মুখোপাধ্যায় ৷ মুখ্য দুই চরিত্রে রয়েছেন পরমব্রত ও কোয়েল ৷ আনন্দের আবহে অন্তঃসত্ত্বা কোয়েলকে দিয়ে ছবির দৃশ্য শুরু হলেও মুহূর্তে গোটা পরিস্থিতি বদলে যায় ৷ চোখের নিমেষে এক দুর্ঘটনা ! আর তারপর দেখা যায়, দম্পতির যে পুত্রসন্তান হয়েছে, তা আর পাঁচটি শিশুর মতো নয়, বিস্ময়শিশু ৷ আর তাঁদের সন্তানকে ঘিরেই চলছে গভীর এক চক্রান্ত ৷ সদ্যোজাতকে কি সুপার হিউম্যান বানানোর চেষ্টা ? এমনই নানা প্রশ্ন নিয়ে এগিয়ে চলে ট্রেলার ৷ ট্রেলারটি পোস্ট করার সময় সুরিন্দর ফিল্মস ক্যাপশনে লিখেছে, "ভগবান নাকি ভূত...দুর্ঘটনা নাকি চক্রান্ত...উত্তর মিলবে এই পুজোয় !"
আরও পড়ুন: Ranveer Singh: বড়দিনে হলে আসছে রণবীরের 83, পিছল লাল সিং চাড্ডার রিলিজ
এই ছবিতে পরম ও কোয়েলের পাশাপাশি জুটিতে দেখা গিয়েছে কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ৷ মধ্যবিত্ত সেই পরিবারের সঙ্গেই জুড়ে যাবে পরম-কোয়েলের গল্প ৷ ভাঙাচোরা জিনিস দিয়ে নতুন জিনিস তৈরি করে কাঞ্চনের চরিত্র ৷ সে ভুল করে একটি যন্ত্রমানব কিনে ফেলে ৷ এরপরই আরও গভীর হয় রহস্য ৷ সেই রোমাঞ্চ কোন দিকে মোড় নেয়, তার জন্য এখন থেকেই উন্মাদনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে ৷ ট্রেলারে দেখা গিয়েছে অঞ্জন দত্তকেও ৷ তিনিই পরম ও কোয়েলকে জানান যে, তাঁদের জীবনের উপর কেউ নজর রেখে চলেছে প্রতিনিয়ত ৷
আরও পড়ুন: Shilpa Shetty : ম্যানিকে মাগে হিথের ছন্দে শিল্পার নাচ, ইনস্টায় শেয়ার করলেন নিজেই
এই ছবির পরিচালনা পরমব্রতর হাত ধরে ৷ সুরিন্দর ফিল্মসের সঙ্গে সহ-প্রযোজনাও করেছেন তিনি ৷ দুর্গাপুজোর সপ্তাহেই মুক্তি পাচ্ছে এই ছবি ৷ এর আগে 'হেমলক সোসাইটি' ও 'শুভদৃষ্টি'তে দর্শকদের মনে ধরেছিল পরম-কোয়েল জুটি ৷ এ বার তাঁদের পুজোর উপহার দর্শকদের কতটা ভাল লাগে, তার উত্তর দেবে সময় ৷ যদিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মৈনাক ভৌমিকের মতো তারকারা ইতিমধ্যেই ভূয়সী প্রশংসা করেছে বনির ট্রেলারের ৷
আরও পড়ুন: Manish Malhotra : মণীশ মালহোত্রার হাউস পার্টিতে গেলেন কে কে ?