ETV Bharat / sitara

Raj Kundra: মিলল না জামিন, 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাজ কুন্দ্রা - বিচার বিভাগীয় হেফাজত

আপাতত মিলল না জামিন ৷ পর্নোগ্রাফি মামলায় (Porn Case) ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিল মুম্বইয়ের আদালত ৷

Bombay High Court has sent Raj Kundra to Judicial Custody for 14 days
মিলল না জামিন, 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাজ কুন্দ্রা
author img

By

Published : Jul 27, 2021, 1:18 PM IST

Updated : Jul 27, 2021, 3:14 PM IST

মুম্বই, 27 জুলাই : আপাতত মুক্তি নেই ৷ রাজ কুন্দ্রাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিল মুম্বইয়ের একটি আদালত ৷ এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে আবেদন করেছেন রাজ কুন্দ্রার (Raj Kundra) আইনজীবী ৷ রাজের জামিনের আবেদনের শুনানি হবে আগামিকাল ৷

পর্নোগ্রাফি মামলায় শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর কোম্পানির তথ্য-প্রযুক্তি বিভাগের প্রধান রায়ান থর্পকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের আদালত ৷ গত 19 জুলাই রাজ কুন্দ্রাকে এই মামলায় গ্রেফতার করেছিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ গ্রেফতার করা হয়েছিল আরও 11 জনকে ৷ 27 জুলাই পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল ৷

Bombay High Court has sent Raj Kundra to Judicial Custody for 14 days
মিলল না জামিন, 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাজ কুন্দ্রা

আরও পড়ুন: ছ’ঘণ্টার জেরায় আগাগোড়া রাজকে নির্দোষ বলে দাবি শিল্পার

এ দিকে, 25 জুলাই কুন্দ্রার ভিয়ান ইন্ডাস্ট্রিজের চারজন কর্মী তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হন ৷ এতেই চাপ আরও বাড়ে ধৃত ব্যবসায়ীর উপর ৷ কীভাবে রাজের কোম্পানির কাজকর্ম চলত, তার সবিস্তার তথ্য তাঁরা পুলিশের হাতে তুলে দেন বলে সূত্রের মারফৎ জানা যায় ৷ এ দিকে, রাজ তদন্তে সহযোগিতা করছে না বলে দাবি করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ৷ এর আগে, রাজ ও শিল্পা দু‘জনকেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ রাজের দেওয়া তথ্য ও ঘটনার বিবরণী শিল্পার বক্তব্যের সঙ্গে মেলানো হয় ৷ তবে রাজের কোম্পানির অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন জাগে পুলিশের মনে ৷ পুলিশ রাজের একটি প্রিন্টার, একটি ল্যাপটপ ও একটি নথি ভরা বাক্স বাজেয়াপ্ত করে ৷

আরও পড়ুন : Shilpa Shetty : প্রথমে বাড়িতে পুলিশ, পরে জেরা শিল্পাকে, হেফাজতের মেয়াদ বাড়ল রাজের

শিল্পা শেট্টির দাবি, তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) সম্পূর্ণ নির্দোষ ৷ পুলিশকে তিনি জানিয়েছেন, যে হটশট অ্য়াপ (Hotshot app) নিয়ে এত হইচই হচ্ছে, সেটি পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব ছিল রাজের ভগ্নিপতির উপর ৷ লন্ডনের বাসিন্দা ওই ব্যক্তির নাম প্রদীপ বক্সি ৷ শিল্পার দাবি, তাঁর নিজেরও নাকি হটশট অ্য়াপ নিয়ে খুব বেশি তথ্য জানা ছিল না ! অথচ এই অ্য়াপের মাধ্যমেই রাজ কুন্দ্রা নীল ছবির ব্যবসা ফেঁদে বসেছিলেন বলে অভিযোগ ৷ যার জেরে তাঁকে গ্রেফতার হতে হয় ৷ শিল্পার দাবি, তাঁর স্বামী কোনও নীল ছবি তৈরির সঙ্গে কোনও দিনই যুক্ত ছিলেন না ৷ বরং গোটা ঘটনার জন্যই কার্যত রাজের ভগ্নিপতি প্রদীপের উপর দায় ঠেলেছেন অভিনেত্রী ৷ পাশাপাশি শিল্পার ব্যাখ্যা, পর্নোগ্রাফি আর এরোটিকা (erotica) এক নয় ৷ শিল্পার যুক্তি, আজকাল ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে উত্তেজক ছবি দেখানো হয় ৷ কিন্তু সেগুলিকে পর্নোগ্রাফি হিসাবে ধরা হয় না ৷

আরও পড়ুন : রাজ কুন্দ্রা গ্রেফতারির পর প্রথম পোস্ট, নয়া চ্যালেঞ্জের গল্প শোনালেন শিল্পা

শুক্রবার টানা প্রায় 6 ঘণ্টা শিল্পাকে তাঁর বাসভবনেই জেরা করা হয় ৷ তবে এই জিজ্ঞাসাবাদ সম্পর্কে মুম্বই পুলিশের তরফে কোনও বিবৃতি পেশ করা হয়নি ৷ যদিও তাদের প্রাথমিক অনুমান, পর্নোগ্রাফি থেকে রোজগার করা টাকা অনলাইন বেটিংয়ে ব্যবহার করতেন রাজ ৷ শুক্রবার শিল্পার পুরো বয়ান রেকর্ড করে তারা ৷ একইসঙ্গে, বেশ কিছু তথ্যপ্রমাণও সংগ্রহ করা হয় ৷

মুম্বই, 27 জুলাই : আপাতত মুক্তি নেই ৷ রাজ কুন্দ্রাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিল মুম্বইয়ের একটি আদালত ৷ এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে আবেদন করেছেন রাজ কুন্দ্রার (Raj Kundra) আইনজীবী ৷ রাজের জামিনের আবেদনের শুনানি হবে আগামিকাল ৷

পর্নোগ্রাফি মামলায় শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর কোম্পানির তথ্য-প্রযুক্তি বিভাগের প্রধান রায়ান থর্পকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের আদালত ৷ গত 19 জুলাই রাজ কুন্দ্রাকে এই মামলায় গ্রেফতার করেছিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ গ্রেফতার করা হয়েছিল আরও 11 জনকে ৷ 27 জুলাই পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল ৷

Bombay High Court has sent Raj Kundra to Judicial Custody for 14 days
মিলল না জামিন, 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাজ কুন্দ্রা

আরও পড়ুন: ছ’ঘণ্টার জেরায় আগাগোড়া রাজকে নির্দোষ বলে দাবি শিল্পার

এ দিকে, 25 জুলাই কুন্দ্রার ভিয়ান ইন্ডাস্ট্রিজের চারজন কর্মী তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হন ৷ এতেই চাপ আরও বাড়ে ধৃত ব্যবসায়ীর উপর ৷ কীভাবে রাজের কোম্পানির কাজকর্ম চলত, তার সবিস্তার তথ্য তাঁরা পুলিশের হাতে তুলে দেন বলে সূত্রের মারফৎ জানা যায় ৷ এ দিকে, রাজ তদন্তে সহযোগিতা করছে না বলে দাবি করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ৷ এর আগে, রাজ ও শিল্পা দু‘জনকেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ রাজের দেওয়া তথ্য ও ঘটনার বিবরণী শিল্পার বক্তব্যের সঙ্গে মেলানো হয় ৷ তবে রাজের কোম্পানির অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন জাগে পুলিশের মনে ৷ পুলিশ রাজের একটি প্রিন্টার, একটি ল্যাপটপ ও একটি নথি ভরা বাক্স বাজেয়াপ্ত করে ৷

আরও পড়ুন : Shilpa Shetty : প্রথমে বাড়িতে পুলিশ, পরে জেরা শিল্পাকে, হেফাজতের মেয়াদ বাড়ল রাজের

শিল্পা শেট্টির দাবি, তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) সম্পূর্ণ নির্দোষ ৷ পুলিশকে তিনি জানিয়েছেন, যে হটশট অ্য়াপ (Hotshot app) নিয়ে এত হইচই হচ্ছে, সেটি পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব ছিল রাজের ভগ্নিপতির উপর ৷ লন্ডনের বাসিন্দা ওই ব্যক্তির নাম প্রদীপ বক্সি ৷ শিল্পার দাবি, তাঁর নিজেরও নাকি হটশট অ্য়াপ নিয়ে খুব বেশি তথ্য জানা ছিল না ! অথচ এই অ্য়াপের মাধ্যমেই রাজ কুন্দ্রা নীল ছবির ব্যবসা ফেঁদে বসেছিলেন বলে অভিযোগ ৷ যার জেরে তাঁকে গ্রেফতার হতে হয় ৷ শিল্পার দাবি, তাঁর স্বামী কোনও নীল ছবি তৈরির সঙ্গে কোনও দিনই যুক্ত ছিলেন না ৷ বরং গোটা ঘটনার জন্যই কার্যত রাজের ভগ্নিপতি প্রদীপের উপর দায় ঠেলেছেন অভিনেত্রী ৷ পাশাপাশি শিল্পার ব্যাখ্যা, পর্নোগ্রাফি আর এরোটিকা (erotica) এক নয় ৷ শিল্পার যুক্তি, আজকাল ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে উত্তেজক ছবি দেখানো হয় ৷ কিন্তু সেগুলিকে পর্নোগ্রাফি হিসাবে ধরা হয় না ৷

আরও পড়ুন : রাজ কুন্দ্রা গ্রেফতারির পর প্রথম পোস্ট, নয়া চ্যালেঞ্জের গল্প শোনালেন শিল্পা

শুক্রবার টানা প্রায় 6 ঘণ্টা শিল্পাকে তাঁর বাসভবনেই জেরা করা হয় ৷ তবে এই জিজ্ঞাসাবাদ সম্পর্কে মুম্বই পুলিশের তরফে কোনও বিবৃতি পেশ করা হয়নি ৷ যদিও তাদের প্রাথমিক অনুমান, পর্নোগ্রাফি থেকে রোজগার করা টাকা অনলাইন বেটিংয়ে ব্যবহার করতেন রাজ ৷ শুক্রবার শিল্পার পুরো বয়ান রেকর্ড করে তারা ৷ একইসঙ্গে, বেশ কিছু তথ্যপ্রমাণও সংগ্রহ করা হয় ৷

Last Updated : Jul 27, 2021, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.