ETV Bharat / sitara

Bhushan Kumar: যুবতিকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের বলি প্রযোজক ভূষণ কুমারের বিরুদ্ধে

কাজ দেওয়ার নাম করে 30 বছরের এক যুবতিকে ধর্ষণের অভিযোগ (Rape Allegations) উঠল টি-সিরিজের ম্যানেজিং ডিরেক্টর ভূষণ কুমারের (Bhushan Kumar) বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে আগেও একবার যৌন হেনস্থার অভিযোগ এনে মিটু (MeToo) আন্দোলনে সরব হয়েছিলেন এক মহিলা ৷

author img

By

Published : Jul 16, 2021, 1:42 PM IST

Bollywood producer Bhushan Kumar booked over rape allegations
যুবতিকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের বলি প্রযোজক ভূষণ কুমারের বিরুদ্ধে

মুম্বই, 16 জুলাই: এক যুবতিকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হল বলিউডের প্রযোজক ভূষণ কুমারের (Bhushan Kumar) বিরুদ্ধে ৷ তাঁর কোম্পানিতে কাজ দেওয়ার নাম করে 30 বছরের মেয়েটিকে তিনি ধর্ষণ (Rape Allegations) করেছেন বলে অভিযোগ ৷ যদিও এখনও তাঁকে গ্রেফতার করা হয়নি ৷ শুরু হয়েছে তদন্ত ৷

পুলিশের একটি সূত্র জানিয়েছে, টি-সিরিজের ম্যানেজিং ডিরেক্টর ভূষণ কুমারের বিরুদ্ধে ডিএন নগর থানায় ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ তাঁর কোম্পানির একটি প্রজেক্টে কাজ দেওয়ার নাম করে 30 বছরের একটি মেয়েকে তিনি ধর্ষণ করেছেন বলে অভিযোগ ৷ তদন্ত শুরু হয়েছে, এখনও কেউ গ্রেফতার হয়নি ৷

অভিযোগ, 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত তিন বার তিন জায়গায় ওই যুবতিকে ধর্ষণ করেছেন ভূষণ কুমার ৷ এ কথা কারওকে না-বলার জন্য তিনি হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ ৷ এই অভিযোগ পাওয়ার পর মুম্বই পুলিশ ভূষণ কুমারকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ান রেকর্ড করবে বলে মনে করা হচ্ছে ৷ যদিও বর্তমানে কুমার মুম্বইতে নেই ৷

আরও পড়ুন: জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সুরেখা সিক্রির জীবনাবসান

2018 সালে বলিউডেও যখন শুরু হয় মিটু (MeToo) আন্দোলন, তখনও নাম প্রকাশে অনিচ্ছুক এক টুইটার ইউজার ভূষণ কুমারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন ৷ টুইটে ওই মহিলা নিজেকে একজন অভিনেত্রী বলে দাবি করে অভিযোগ করেছিলেন যে, কুমারের সঙ্গে "শুতে রাজি হননি" বলে তাঁকে একটি ফিল্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ৷ ওই মহিলার কথায়, "আমার মধ্যে দারুণ সম্ভাবনা দেখে তিনটি মুভিতে আমার সঙ্গে চুক্তি করেন তিনি ৷" তবে "কাজের পাশাপাশি আনন্দ দেওয়ার সম্পর্ক" গড়ে তুলতে ভূষণ কুমার তাঁকে নিজের ভারসোভার বাংলোতে ডেকে পাঠিয়েছিলেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন: সুরেখা সিক্রির শারীরিক অবস্থা স্থিতিশীল, শীঘ্রই যোগ দেবেন কাজে

যদিও পরে একটি বিবৃতি দিয়ে সেই অভিযোগ উড়িয়ে দেন টি-সিরিজের ম্যানেজিং ডিরেক্টর ৷ তাঁর ভাবমূর্তি খারাপ করতেই মিটু আন্দোলনকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷ তিনি সবসময়ই পেশাদারিত্ব বজায় রেখে চলেন বলেও দাবি করেন ভূষণ কুমার ৷

আরও পড়ুন: সৌন্দর্যের গোপন রহস্য কী ? শ্রীলেখার জবাব - এজ নো বার, সেক্স বারবার

1997 সালে গুলশন কুমারের মৃত্যুর পর থেকে তাঁর ছেলে ভূষণ কুমারই মিউজিক কোম্পানি টি-সিরিজের দায়িত্ব সামলাচ্ছেন ৷ সেই সময় তাঁর বয়স ছিল 19 বছর ৷ তুম বিন, ভুল ভুলাইয়া, রেডি ও আশিকি 2-তে প্রযোজনা করেছেন তিনি ৷

মুম্বই, 16 জুলাই: এক যুবতিকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হল বলিউডের প্রযোজক ভূষণ কুমারের (Bhushan Kumar) বিরুদ্ধে ৷ তাঁর কোম্পানিতে কাজ দেওয়ার নাম করে 30 বছরের মেয়েটিকে তিনি ধর্ষণ (Rape Allegations) করেছেন বলে অভিযোগ ৷ যদিও এখনও তাঁকে গ্রেফতার করা হয়নি ৷ শুরু হয়েছে তদন্ত ৷

পুলিশের একটি সূত্র জানিয়েছে, টি-সিরিজের ম্যানেজিং ডিরেক্টর ভূষণ কুমারের বিরুদ্ধে ডিএন নগর থানায় ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ তাঁর কোম্পানির একটি প্রজেক্টে কাজ দেওয়ার নাম করে 30 বছরের একটি মেয়েকে তিনি ধর্ষণ করেছেন বলে অভিযোগ ৷ তদন্ত শুরু হয়েছে, এখনও কেউ গ্রেফতার হয়নি ৷

অভিযোগ, 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত তিন বার তিন জায়গায় ওই যুবতিকে ধর্ষণ করেছেন ভূষণ কুমার ৷ এ কথা কারওকে না-বলার জন্য তিনি হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ ৷ এই অভিযোগ পাওয়ার পর মুম্বই পুলিশ ভূষণ কুমারকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ান রেকর্ড করবে বলে মনে করা হচ্ছে ৷ যদিও বর্তমানে কুমার মুম্বইতে নেই ৷

আরও পড়ুন: জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সুরেখা সিক্রির জীবনাবসান

2018 সালে বলিউডেও যখন শুরু হয় মিটু (MeToo) আন্দোলন, তখনও নাম প্রকাশে অনিচ্ছুক এক টুইটার ইউজার ভূষণ কুমারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন ৷ টুইটে ওই মহিলা নিজেকে একজন অভিনেত্রী বলে দাবি করে অভিযোগ করেছিলেন যে, কুমারের সঙ্গে "শুতে রাজি হননি" বলে তাঁকে একটি ফিল্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ৷ ওই মহিলার কথায়, "আমার মধ্যে দারুণ সম্ভাবনা দেখে তিনটি মুভিতে আমার সঙ্গে চুক্তি করেন তিনি ৷" তবে "কাজের পাশাপাশি আনন্দ দেওয়ার সম্পর্ক" গড়ে তুলতে ভূষণ কুমার তাঁকে নিজের ভারসোভার বাংলোতে ডেকে পাঠিয়েছিলেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন: সুরেখা সিক্রির শারীরিক অবস্থা স্থিতিশীল, শীঘ্রই যোগ দেবেন কাজে

যদিও পরে একটি বিবৃতি দিয়ে সেই অভিযোগ উড়িয়ে দেন টি-সিরিজের ম্যানেজিং ডিরেক্টর ৷ তাঁর ভাবমূর্তি খারাপ করতেই মিটু আন্দোলনকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷ তিনি সবসময়ই পেশাদারিত্ব বজায় রেখে চলেন বলেও দাবি করেন ভূষণ কুমার ৷

আরও পড়ুন: সৌন্দর্যের গোপন রহস্য কী ? শ্রীলেখার জবাব - এজ নো বার, সেক্স বারবার

1997 সালে গুলশন কুমারের মৃত্যুর পর থেকে তাঁর ছেলে ভূষণ কুমারই মিউজিক কোম্পানি টি-সিরিজের দায়িত্ব সামলাচ্ছেন ৷ সেই সময় তাঁর বয়স ছিল 19 বছর ৷ তুম বিন, ভুল ভুলাইয়া, রেডি ও আশিকি 2-তে প্রযোজনা করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.