ETV Bharat / sitara

43-এ থেমে গেল ব্ল্যাক প্যান্থার খ্যাত অভিনেতার জীবন - চাদউইক বোসম্যানের মৃত্যু হয়

2018 সালে ব্ল্যাক প্যান্থার ছবিতে কাজ করেছিলেন চাদউইক বোসম্যান । গতকাল তাঁর মৃত্যু হয় ।

boseman
ফাইল ছবি
author img

By

Published : Aug 29, 2020, 9:42 AM IST

Updated : Aug 29, 2020, 9:49 AM IST

ওয়াশিংটন, 29 অগাস্ট : ব্ল্যাক প্যান্থার খ্যাত চাদউইক বোসম্যানের জীবনাবসান । বিগত চারবছর কোলোন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি । আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমে গতকাল তাঁর মৃত্যুর খবর প্রকাশ করা হয় ।

2016 সালে ক্যানসার আক্রান্ত হন বোসম্যান । এরপর শারীরিক অবস্থার কথা কখনও জনসম্মুখে প্রকাশ করেননি । হলিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক ছবির কাজ করছিলেন তিনি ।

2018 সালে ব্ল্যাক প্যান্থার ছবিতে কাজ করেন তিনি । বিশ্ব সিনেমায় অত্যন্ত জনপ্রিয় হয় ছবিটি । সমালোচক এবং চলচ্চিত্রবিদদের প্রশংসা পায় । এরকম আরও ভালো ছবি উপহার দিতে পারতেন বোসম্যান । আশা ছিল সিনেমাপ্রেমীদের । কিন্তু তার আগেই মাত্র তেতাল্লিশে থেমে গেল সেই পথচলা । সিনেমাপ্রেমীদের কাছে এক ভালো অভিনেতার মৃত্যু ।

আজ সকালে চাদউইক বোসম্যানের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় । লেখা হয়, "ব্ল্যাক প্যান্থারের কিং টি'চাল্লা চরিত্রকে জীবন্ত করে তুলেছিলেন । তা বোসম্যানের কেরিয়ারে একটি সম্মান । বাড়িতেই মৃত্যু হয় তাঁর । মৃত্যুর সময় তাঁর স্ত্রী ও পরিবার পাশে ছিল ।"

স্টিরিওটাইপ ভেঙে মার্ভেলের প্রথম কৃষ্ণাঙ্গ সুপারহিরো বোসম্যান । ব্ল্যাক প্যান্থার তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ছবি । বিশ্বে 1.347 বিলিয়নের ব্যবসা করেছিল ছবিটি ।

তাঁর মৃত্যুতে ইতিমধ্যেই শোকস্তব্ধ সিনেমা জগৎ । শোকপ্রকাশ করেছেন অ্যামেরিকার ডেমোক্র্যাটের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেনও । তিনি আজ সকালে টুইট করেন, "যে কোনওকিছুর থেকে বোসম্যানের ক্ষমতা অনেক বেশি ছিল । আমরা তা বড়পর্দায় দেখেছি । ব্ল্যাক প্যান্থার থেকে রবিনসন, তিনি প্রজন্মকে উৎসাহিত করেছেন । "

  • The true power of @ChadwickBoseman was bigger than anything we saw on screen. From the Black Panther to Jackie Robinson, he inspired generations and showed them they can be anything they want — even super heroes. Jill and I are praying for his loved ones at this difficult time.

    — Joe Biden (@JoeBiden) August 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়াশিংটন, 29 অগাস্ট : ব্ল্যাক প্যান্থার খ্যাত চাদউইক বোসম্যানের জীবনাবসান । বিগত চারবছর কোলোন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি । আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমে গতকাল তাঁর মৃত্যুর খবর প্রকাশ করা হয় ।

2016 সালে ক্যানসার আক্রান্ত হন বোসম্যান । এরপর শারীরিক অবস্থার কথা কখনও জনসম্মুখে প্রকাশ করেননি । হলিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক ছবির কাজ করছিলেন তিনি ।

2018 সালে ব্ল্যাক প্যান্থার ছবিতে কাজ করেন তিনি । বিশ্ব সিনেমায় অত্যন্ত জনপ্রিয় হয় ছবিটি । সমালোচক এবং চলচ্চিত্রবিদদের প্রশংসা পায় । এরকম আরও ভালো ছবি উপহার দিতে পারতেন বোসম্যান । আশা ছিল সিনেমাপ্রেমীদের । কিন্তু তার আগেই মাত্র তেতাল্লিশে থেমে গেল সেই পথচলা । সিনেমাপ্রেমীদের কাছে এক ভালো অভিনেতার মৃত্যু ।

আজ সকালে চাদউইক বোসম্যানের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় । লেখা হয়, "ব্ল্যাক প্যান্থারের কিং টি'চাল্লা চরিত্রকে জীবন্ত করে তুলেছিলেন । তা বোসম্যানের কেরিয়ারে একটি সম্মান । বাড়িতেই মৃত্যু হয় তাঁর । মৃত্যুর সময় তাঁর স্ত্রী ও পরিবার পাশে ছিল ।"

স্টিরিওটাইপ ভেঙে মার্ভেলের প্রথম কৃষ্ণাঙ্গ সুপারহিরো বোসম্যান । ব্ল্যাক প্যান্থার তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ছবি । বিশ্বে 1.347 বিলিয়নের ব্যবসা করেছিল ছবিটি ।

তাঁর মৃত্যুতে ইতিমধ্যেই শোকস্তব্ধ সিনেমা জগৎ । শোকপ্রকাশ করেছেন অ্যামেরিকার ডেমোক্র্যাটের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেনও । তিনি আজ সকালে টুইট করেন, "যে কোনওকিছুর থেকে বোসম্যানের ক্ষমতা অনেক বেশি ছিল । আমরা তা বড়পর্দায় দেখেছি । ব্ল্যাক প্যান্থার থেকে রবিনসন, তিনি প্রজন্মকে উৎসাহিত করেছেন । "

  • The true power of @ChadwickBoseman was bigger than anything we saw on screen. From the Black Panther to Jackie Robinson, he inspired generations and showed them they can be anything they want — even super heroes. Jill and I are praying for his loved ones at this difficult time.

    — Joe Biden (@JoeBiden) August 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Aug 29, 2020, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.