ETV Bharat / sitara

রণবীরের গানে সিটি দিয়ে সঙ্গত টিয়ার... - আঁখ মারে

'সিম্বা' ছবির 'আঁখ মারে' গানটি মনে আছে? ছবিটির সঙ্গে সঙ্গে গানটিও তুমুল জনপ্রিয়তা পায়। তবে সেটা তো মানুষের মধ্যে জনপ্রিয় হয়েছিল বলে শোনা গেছিল। কিন্তু, এখন দেখা যাচ্ছে অন্য প্রাণী মহলেও বেশ গ্রহণযোগ্য এই গান।

রণবীর সিং
author img

By

Published : Jul 31, 2019, 3:16 PM IST

নিউ দিল্লি : সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় একটি টিয়াপাখিকে দেখা যাচ্ছে। সে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে ঘরে। কিন্তু, যেই মুহূর্তে ঘরের টেলিভিশন স্ক্রিনে 'আঁখ মারে' গানটি শুরু হল, তখনই কান খাড়া পাখির।

গান শুরু হওয়ার পরেই সোফায় এসে দাঁড়াল পাখি। তারপরেই শুরু হল দুলে দুলে সিটি দেওয়া। আর গান শেষ হওয়ার পরই মুখ ফিরিয়ে নিল সে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

দেখে নিন...

নিউ দিল্লি : সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় একটি টিয়াপাখিকে দেখা যাচ্ছে। সে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে ঘরে। কিন্তু, যেই মুহূর্তে ঘরের টেলিভিশন স্ক্রিনে 'আঁখ মারে' গানটি শুরু হল, তখনই কান খাড়া পাখির।

গান শুরু হওয়ার পরেই সোফায় এসে দাঁড়াল পাখি। তারপরেই শুরু হল দুলে দুলে সিটি দেওয়া। আর গান শেষ হওয়ার পরই মুখ ফিরিয়ে নিল সে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

দেখে নিন...

Intro:Body:

রণবীরের গানে সিটি দিয়ে সঙ্গত টিয়ার



'সিম্বা' ছবির 'আঁখ মারে' গানটি মনে আছে? ছবিটির সঙ্গে সঙ্গে গানটিও তুমুল জনপ্রিয়তা পায়। তবে সেটা তো মানুষের মধ্যে জনপ্রিয় হয়েছিল বলে শোনা গেছিল। কিন্তু, এখন দেখা যাচ্ছে অন্য প্রাণী মহলেও বেশ গ্রহণযোগ্য এই গান।



নিউ দিল্লি : সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় একটি টিয়াপাখিকে দেখা যাচ্ছে। সে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে ঘরে। কিন্তু, যেই মুহূর্তে ঘরের টেলিভিশন স্ক্রিনে 'আঁখ মারে' গানটি শুরু হল, তখনই কান খাড়া পাখির।



গান শুরু হওয়ার পরেই সোফায় এসে বসল পাখি। তারপরেই শুরু হল দুলে দুলে সিটি দেওয়া। আর গান শেষ হওয়ার পরই মুখ ফিরিয়ে নিল সে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়োটি।



দেখে নিন...


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.