মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে । এখনও তাঁর আত্মহত্যার কারণ জানা যায়নি । তার মধ্যেই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটে চলেছে বিনোদন জগতে । আর এবার মুম্বইয়ের দোহিসারের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হল ভোজপুরী অভিনেত্রী অনুপমা পাঠকের ঝুলন্ত দেহ ।
ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । যেখানে দুটি বিষয় তুলে ধরেন তিনি । লেখেন, ''মণীশ ঝা নামে এক ব্যক্তি লকডাউনের মধ্যে আমার থেকে দু'চাকার গাড়িটি নিয়েছিলেন । কিন্তু, সেটা আর ফেরত দেননি ।" আর অন্যটি হল, "মালাডের উইশডম প্রোডাকশন কম্পানিতে বন্ধুর কথায় 10 হাজার টাকা বিনিয়োগ করেছিলাম । সেই টাকা 2019-এর ডিসেম্বরে ফেরত দেওয়ার কথা ছিল । কিন্তু, সেটাও পাইনি ।" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
সূত্রের খবর, তিনি 2 অগাস্ট আত্মহত্যা করেন । তবে শুধু সুইসাইট নোটই নয়, মৃত্যুর একদিন আগে অর্থাৎ 1 অগাস্ট ফেসবুকে 10 মিনিটের একটি ভিডিয়ো পোস্ট করেন অনুপমা । সেখানে নিজের নানা কষ্টের কথা তুলে ধরেন তিনি । তিনি বলেছিলেন, "আপনি যদি কারও কাছে বলেন যে আপনি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আত্মঘাতী বোধ করছেন, সে আপনার যত ভালোই বন্ধু হোক না কেন আপনার সেই সমস্যা থেকে তাঁকে দূরে রাখথে বলবেন । তা না হলে মৃত্যুর পর তিনি ফেঁসে যেতে পারেন । এছাড়াও সবাই আপনাকে নিয়ে উপহাস করবে এবং অন্যের সামনে আপনাকে অসম্মান করবে । তাই কখনও আপনার সমস্যার কারও সঙ্গে ভাগ করে নেবেন না এবং কাউকে কখনই আপনার বন্ধু হিসেবে বিবেচনা করবেন না ।" এর আগে সুশান্তের মৃত্যু নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনুপমা ।