ETV Bharat / sitara

ভারত এবং জাপানের যৌথ সুর শোনা যাবে 'ওকিয়াগাড়ি'-তে - ওকিয়াগাড়ি

ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মীর ও দেবলীনা কুমারকে । একজন উকিলের চরিত্রে অভিনয় করবেন মীর । আর দেবলীনা মায়ের চরিত্রে অভিনয় করবেন ।

dg
dg
author img

By

Published : Jan 3, 2020, 3:08 PM IST

কলকাতা : 'ওকিয়াগাড়ি' জাপানের একটি বিশেষ পুতুল । পুতুলটিকে আঘাত করলেও তা নিজেই উঠে পড়ে । সেই ভাবনা থেকেই তৈরি করা হয়েছে ছবিটি । সবথেকে বড় বিষয় হল এই শর্ট ফিল্মে সুর দেবেন এক জাপানি সংগীত পরিচালক ।

কয়েক মাস আগেই শুরু হয়েছিল ছবির শুটিং । ইতিমধ্যে শেষ শুটিংয়ের কাজ । আর এবার শুরু হয়েছে ছবির ব্যাকগ্রাউন্ড মিউজ়িক রেকর্ডিংয়ের কাজ । ইতিমধ্যেই এই শর্ট ফিল্মে সুর দিতে জাপান থেকে কলকাতায় এসেছেন জাপানি সংগীত পরিচালক ওকুনো । রূপম ইসলামের সঙ্গে যৌথভাবে সুর দেবেন তিনি । ওকুনো যে বাদ্যযন্ত্রটি বাজাবেন তার নাম কোটো ।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মীর ও দেবলীনা কুমারকে । একজন উকিলের চরিত্রে অভিনয় করবেন মীর । আর দেবলীনা মায়ের চরিত্রে অভিনয় করবেন ।

শর্ট ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজ়িক প্রসঙ্গে রূপম বলেন,"আমার দীর্ঘদিনের বন্ধু শমীক রায়চৌধুরির সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি । তার কথাতেই এই শর্ট ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজ়িক রেকর্ডিংয়ের কাজে হাত দিয়েছি । ছবির গল্পটা বেশ ইন্টারেস্টিং । একদিন বাংলার সঙ্গে জাপানের অদ্ভুতভাবে যোগাযোগ তৈরি হয় । শমীকের ইচ্ছে ছিল মিউজ়িকের বা ছবির অন্য দৃশ্যে যা কাজ হবে তার সঙ্গে জাপানের যেন একটা সাদৃশ্য থাকে ।"

দেখুন ভিডিয়ো

কলকাতা : 'ওকিয়াগাড়ি' জাপানের একটি বিশেষ পুতুল । পুতুলটিকে আঘাত করলেও তা নিজেই উঠে পড়ে । সেই ভাবনা থেকেই তৈরি করা হয়েছে ছবিটি । সবথেকে বড় বিষয় হল এই শর্ট ফিল্মে সুর দেবেন এক জাপানি সংগীত পরিচালক ।

কয়েক মাস আগেই শুরু হয়েছিল ছবির শুটিং । ইতিমধ্যে শেষ শুটিংয়ের কাজ । আর এবার শুরু হয়েছে ছবির ব্যাকগ্রাউন্ড মিউজ়িক রেকর্ডিংয়ের কাজ । ইতিমধ্যেই এই শর্ট ফিল্মে সুর দিতে জাপান থেকে কলকাতায় এসেছেন জাপানি সংগীত পরিচালক ওকুনো । রূপম ইসলামের সঙ্গে যৌথভাবে সুর দেবেন তিনি । ওকুনো যে বাদ্যযন্ত্রটি বাজাবেন তার নাম কোটো ।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মীর ও দেবলীনা কুমারকে । একজন উকিলের চরিত্রে অভিনয় করবেন মীর । আর দেবলীনা মায়ের চরিত্রে অভিনয় করবেন ।

শর্ট ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজ়িক প্রসঙ্গে রূপম বলেন,"আমার দীর্ঘদিনের বন্ধু শমীক রায়চৌধুরির সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি । তার কথাতেই এই শর্ট ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজ়িক রেকর্ডিংয়ের কাজে হাত দিয়েছি । ছবির গল্পটা বেশ ইন্টারেস্টিং । একদিন বাংলার সঙ্গে জাপানের অদ্ভুতভাবে যোগাযোগ তৈরি হয় । শমীকের ইচ্ছে ছিল মিউজ়িকের বা ছবির অন্য দৃশ্যে যা কাজ হবে তার সঙ্গে জাপানের যেন একটা সাদৃশ্য থাকে ।"

দেখুন ভিডিয়ো
Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: যেসকল মানুষজন জাপানে ঘুরতে গেছেন তারা সেখানে গিয়ে একটি জিনিস সব জায়গাতেই দেখেছেন, সেটি হল ওকিয়াগাড়ি নামক একটি জাপানি পুতুলকে। এই পুতুলটির বৈশিষ্ট্য হলো এটিকে আঘাত করলেও, কেমন ভাবে ও নিজেই যেন উঠে পড়ে। আর সেই ভাবনা থেকেই পরিচালক শমীক রায় শুরু করেছিলেন তার শর্ট ফিল্ম ওকিয়াগাড়ির শুটিং। ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মীর এবং তার বিপরীতে দেখা যাবে দেবলিনা কুমারকে।এই শর্ট ফিল্মে মীর একজন উকিলের চরিত্রে আর দেবলীনা একজন মায়ের ভূমিকায় অভিনয় করছেন। ছবির শুটিং ইতিমধ্যেই শেষ। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। আর তারই মধ্যে শুরু হলো ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক রেকর্ডিং এর কাজ। যেখানে ভারত থেকে রয়েছেন গায়ক রুপম ইসলাম এবং জাপানি সংগীত পরিচালক ওকুনও। গায়ক রূপম ইসলামের সঙ্গে যৌথভাবে সুর দেওয়ার জন্য সুদূর জাপান থেকে জাপানি সংগীতের যন্ত্র কোটো নিয়ে কলকাতায় পাড়ি দিয়েছেন ওকুনও। ওকিয়া গাড়ি শর্ট ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক রেকর্ডিং প্রসঙ্গে রুপম ইসলাম জানালেন," আমার দীর্ঘদিনের বন্ধু শমীক রায়চৌধুরী সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। তার কথাতেই এই শর্ট ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক রেকর্ডিং এর কাজে হাত দিয়েছি। সেই জায়গা থেকেই আজকে ওর এই শর্ট ফিল্ম ওকিয়াগাড়ির। ছবির গল্পটা বেশ ইন্টারেস্টিং।একদিন বাংলার সঙ্গে জাপানের একটি অদ্ভুত রকমভাবে যোগাযোগ স্থাপন হয়। সমির এর বারবার ইচ্ছে ছিল মিউজিকের বা ছবির অন্যান্য দৃশ্য যা কাজ হবে তার সঙ্গে জাপানের যেন একটা সাদৃশ্য থাকে। আর এখন মিসেস ওকুনও, যে যন্ত্র টির মাধ্যমে সঙ্গীত রেকর্ডিং করছেন তার নাম টোকো। বিশালাকায় যন্ত্রটি দেখতে অনেকটা ভারতীয় বীণার মতন"।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.