ETV Bharat / sitara

সৃজিত মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণ

বাংলা ফিল্মফেয়ার পুরস্কার থেকে শুরু করে জাতীয় পুরস্কার সব কিছুতেই সেরা স্থান দখল করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ তাঁর অধরা স্বপ্ন গুলি পরিণতি পাওয়ায় , আনন্দে আপ্লুত হয়ে ফেসবুকে এই পোস্ট করলেন তিনি ৷

Latest news of Srijit Mukherji
সৃজিত মুখোপাধ্যায়, ছবি সৌজন্য সোশাল মিডিয়া
author img

By

Published : Apr 1, 2021, 2:21 PM IST

কলকাতা ,1 এপ্রিল : বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক আলাদা মাত্রা যোগ করলেন সৃজিত মুখোপাধ্যায়৷ সম্প্রতি 67 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা বাংলা ছবির পুরস্কার জিতে নিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামী’। এমনকি এই ছবির জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কারও পেয়েছেন তিনি ৷

Latest news of Srijit Mukherji
সৃজিত মুখোপাধ্যায়ের ফেসবুক পোস্ট

এবার সৃজিত মুখোপাধ্যায় তাঁর সৃষ্টির ছাপ রেখে গেলেন বাংলা ফিল্মফেয়ার পুরস্কারের তালিকাতেও ৷ ভিঞ্চি দা থেকে শুরু করে গুমনামী ও শাহজাহান রিজেন্সির মতন একের পর এক অভিনব শৈলীর ছবি গুলি পরিচালকের ঘরে এনে দিল একাধিক পুরস্কার ৷

সেরা গল্প ও সেরা ছবির জন্য পুরস্কার পেল ভিঞ্চি দা ৷

সেরা অভিনেতা ও সেরা প্রযোজনা পরিকল্পনার ক্যাটেগরিতেও পুরস্কার এসেছে গুমনামী ছবি থেকেই ৷

সেরা অভিনেত্রী ও সেরা প্লেব্যাক গায়কের জন্য পুরস্কার পেল শাহজাহান রিজেন্সি অভিনেত্রী ও গায়কই ৷ আর সুসংবাদগুলি পরিচালক নিজেই ফেসবুকে শেয়ার করে নিয়েছেন তাঁর অনুরাগীদের সঙ্গে ৷ পরিচালক জানিয়েছেন অবশেষে তাঁর অধরা স্বপ্নগুলি পূরণ হল ৷

এক কথায়, সৃজিত মুখোপাধ্যায় বাংলা ছবির তথাকথিত ছক ভেঙে ছবিগুলি করার অদম্য সাহস রাখে, তারই ফলশ্রুতি হল এই সকল পুরস্কার ৷

কলকাতা ,1 এপ্রিল : বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক আলাদা মাত্রা যোগ করলেন সৃজিত মুখোপাধ্যায়৷ সম্প্রতি 67 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা বাংলা ছবির পুরস্কার জিতে নিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামী’। এমনকি এই ছবির জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কারও পেয়েছেন তিনি ৷

Latest news of Srijit Mukherji
সৃজিত মুখোপাধ্যায়ের ফেসবুক পোস্ট

এবার সৃজিত মুখোপাধ্যায় তাঁর সৃষ্টির ছাপ রেখে গেলেন বাংলা ফিল্মফেয়ার পুরস্কারের তালিকাতেও ৷ ভিঞ্চি দা থেকে শুরু করে গুমনামী ও শাহজাহান রিজেন্সির মতন একের পর এক অভিনব শৈলীর ছবি গুলি পরিচালকের ঘরে এনে দিল একাধিক পুরস্কার ৷

সেরা গল্প ও সেরা ছবির জন্য পুরস্কার পেল ভিঞ্চি দা ৷

সেরা অভিনেতা ও সেরা প্রযোজনা পরিকল্পনার ক্যাটেগরিতেও পুরস্কার এসেছে গুমনামী ছবি থেকেই ৷

সেরা অভিনেত্রী ও সেরা প্লেব্যাক গায়কের জন্য পুরস্কার পেল শাহজাহান রিজেন্সি অভিনেত্রী ও গায়কই ৷ আর সুসংবাদগুলি পরিচালক নিজেই ফেসবুকে শেয়ার করে নিয়েছেন তাঁর অনুরাগীদের সঙ্গে ৷ পরিচালক জানিয়েছেন অবশেষে তাঁর অধরা স্বপ্নগুলি পূরণ হল ৷

এক কথায়, সৃজিত মুখোপাধ্যায় বাংলা ছবির তথাকথিত ছক ভেঙে ছবিগুলি করার অদম্য সাহস রাখে, তারই ফলশ্রুতি হল এই সকল পুরস্কার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.