ETV Bharat / sitara

সিনেমা হল খুলে দেওয়ার আর্জি দেব-মিমি-নুসরতদের - মিমি-নুসরত

অনেকদিন তো হল । আর কতদিন অপেক্ষা করতে হবে ? লকডাউন শিথিল হওয়ার পর বিভিন্ন সেক্টর স্বাভাবিক ছন্দে ফিরলেও সিনেমা হলে এখনও ঝুলছে তালা । এই নিয়ে দেব-মিমি-নুসরত-পাওলির মতো টলি তারকারা সরব হলেন সোশাল মিডিয়ায় ।

cinema halls to repoen in Bengal
cinema halls to repoen in Bengal
author img

By

Published : Sep 1, 2020, 9:02 PM IST

দেব : এই লকডাউনে সাংসদ দেব বেশ তৎপরতার সঙ্গে নিজের কেন্দ্রকে সামলেছেন । তবে সিনেমা হল কবে খুলবে সেই নিয়ে তিনিও নিরুত্তর । তাই সোশাল মিডিয়ার মাধ্যমে কেন্দ্রকে সিনেমা হল খোলার অনুমতি দিতে আর্জি জানালেন এই অভিনেতা-সাংসদ ।

নুসরত জাহান : যে ইন্ডাস্ট্রি কেন্দ্রকে সবচেয়ে বেশি কর প্রদান করে, আজ সেই ইন্ডাস্ট্রিই বন্ধ হওয়ার মুখে । মেনে নিতে পারছেন না নুসরত । সিনেমাকে বাঁচানোর জন্য সিনেমা হল খোলার প্রয়োজন, আর্জি অভিনেত্রী-সাংসদের ।

মিমি চক্রবর্তী : একই সুর মিমির গলাতেও । যাবতীয় নিয়মবিধি মেনে সরকার সিনেমা হল খোলার অনুমতি দিক, চাইছেন অভিনেত্রী এবং সাংসদ । সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন মিমি । সমস্ত রকম সতর্কতা মেনে কাজ করছেন তিনি ।

পাওলি দাম : বাকি সবার মতো সিনেমা হল খোলার অপেক্ষায় বসে পাওলিও । সবাই একসঙ্গে এই মুভমেন্টে যোগ দিলে ফল ঠিকই পাওয়া যাবে, আশাবাদী অভিনেত্রী । সদ্য আজই শুটিংয়ে ফিরেছেন পাওলিও ।

দেব : এই লকডাউনে সাংসদ দেব বেশ তৎপরতার সঙ্গে নিজের কেন্দ্রকে সামলেছেন । তবে সিনেমা হল কবে খুলবে সেই নিয়ে তিনিও নিরুত্তর । তাই সোশাল মিডিয়ার মাধ্যমে কেন্দ্রকে সিনেমা হল খোলার অনুমতি দিতে আর্জি জানালেন এই অভিনেতা-সাংসদ ।

নুসরত জাহান : যে ইন্ডাস্ট্রি কেন্দ্রকে সবচেয়ে বেশি কর প্রদান করে, আজ সেই ইন্ডাস্ট্রিই বন্ধ হওয়ার মুখে । মেনে নিতে পারছেন না নুসরত । সিনেমাকে বাঁচানোর জন্য সিনেমা হল খোলার প্রয়োজন, আর্জি অভিনেত্রী-সাংসদের ।

মিমি চক্রবর্তী : একই সুর মিমির গলাতেও । যাবতীয় নিয়মবিধি মেনে সরকার সিনেমা হল খোলার অনুমতি দিক, চাইছেন অভিনেত্রী এবং সাংসদ । সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন মিমি । সমস্ত রকম সতর্কতা মেনে কাজ করছেন তিনি ।

পাওলি দাম : বাকি সবার মতো সিনেমা হল খোলার অপেক্ষায় বসে পাওলিও । সবাই একসঙ্গে এই মুভমেন্টে যোগ দিলে ফল ঠিকই পাওয়া যাবে, আশাবাদী অভিনেত্রী । সদ্য আজই শুটিংয়ে ফিরেছেন পাওলিও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.