ETV Bharat / sitara

রাজনৈতিক বিভেদ কী প্রভাব ফেলেছে বনি-কৌশানীর সম্পর্কে? - West Bengal Assembly Election 2021

রাজনীতিতে দুজন দুটো দলে যোগ দিলেও তাদের সম্পর্কে তেমন কোনও প্রভাব পড়েনি বলে জানান বনি ।

বনি-কৌশানী
বনি-কৌশানী
author img

By

Published : Apr 21, 2021, 10:43 PM IST

কলকাতা, 21 এপ্রিল : রাত পোহালেই রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন । ষষ্ঠ দফার নির্বাচনে লড়ছেন বেশ কিছু তারকা প্রার্থী ৷ এবারে যাদের মধ্যে অন্যতম কৃষ্ণনগর উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় । প্রেমিকা কৌশানীকে নিয়ে কী বললেন অভিনেতা বনি সেনগুপ্ত?

বাংলা ছবির বেশ জনপ্রিয় জুটি বনি-কৌশানী । বেশ কয়েকটা হিট ছবিও করেছেন তাঁরা । তবে রাজনীতি প্রাঙ্গণে বিচ্ছদ ঘটেছে এই জুটির । বাস্তব জীবনে এক সঙ্গে থাকলেও রাজনীতিতে দুজনের পথ আলাদা । কৌশানী যোগ দিয়েছেন তৃণমূলে, সেখানে বনি বিজেপিতে । তৃণমূলে যোগ দিয়ে কৌশানী টিকিট পেলেও বিজেপি থেকে টিকিট পাননি বনি ৷

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছেন যেখানে ভোট প্রার্থী কৌশানী ভোট চাইতে গিয়েছেন তাকে পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় । এই প্রসঙ্গে বনি বলেন, "কৌশানী যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে এই পরিস্থিতির সামলেছে ।" তবে রাজনীতিতে দুজন দুটো দলে যোগ দিলেও তাদের সম্পর্কে তেমন কোন প্রভাব পড়েনি বলে জানান বনি ।

কৌশানীকে নিয়ে কী বলছেন বনি?

এদিকে বনির মা প্রিয়া সেনগুপ্ত তৃণমূল ঘনিষ্ঠ বলেই জানে সকলে ৷ মা এবং প্রেমিকা দুজনেই তৃণমূলে এদিকে বনি বিজেপিতে । যার ফলে নানা মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে তাঁকে । তবে এই মুহূর্তে বনি বিজেপি প্রার্থীদের হয়ে চুটিয়ে প্রচার করছেন ৷

আরও পড়ুন : শঙ্খ ঘোষের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড

কলকাতা, 21 এপ্রিল : রাত পোহালেই রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন । ষষ্ঠ দফার নির্বাচনে লড়ছেন বেশ কিছু তারকা প্রার্থী ৷ এবারে যাদের মধ্যে অন্যতম কৃষ্ণনগর উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় । প্রেমিকা কৌশানীকে নিয়ে কী বললেন অভিনেতা বনি সেনগুপ্ত?

বাংলা ছবির বেশ জনপ্রিয় জুটি বনি-কৌশানী । বেশ কয়েকটা হিট ছবিও করেছেন তাঁরা । তবে রাজনীতি প্রাঙ্গণে বিচ্ছদ ঘটেছে এই জুটির । বাস্তব জীবনে এক সঙ্গে থাকলেও রাজনীতিতে দুজনের পথ আলাদা । কৌশানী যোগ দিয়েছেন তৃণমূলে, সেখানে বনি বিজেপিতে । তৃণমূলে যোগ দিয়ে কৌশানী টিকিট পেলেও বিজেপি থেকে টিকিট পাননি বনি ৷

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছেন যেখানে ভোট প্রার্থী কৌশানী ভোট চাইতে গিয়েছেন তাকে পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় । এই প্রসঙ্গে বনি বলেন, "কৌশানী যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে এই পরিস্থিতির সামলেছে ।" তবে রাজনীতিতে দুজন দুটো দলে যোগ দিলেও তাদের সম্পর্কে তেমন কোন প্রভাব পড়েনি বলে জানান বনি ।

কৌশানীকে নিয়ে কী বলছেন বনি?

এদিকে বনির মা প্রিয়া সেনগুপ্ত তৃণমূল ঘনিষ্ঠ বলেই জানে সকলে ৷ মা এবং প্রেমিকা দুজনেই তৃণমূলে এদিকে বনি বিজেপিতে । যার ফলে নানা মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে তাঁকে । তবে এই মুহূর্তে বনি বিজেপি প্রার্থীদের হয়ে চুটিয়ে প্রচার করছেন ৷

আরও পড়ুন : শঙ্খ ঘোষের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.