ETV Bharat / sitara

ধর্মান্ধ ঊর্মিমালা, টুইট বাবুলের ; বিতর্ক - babul tweet

টুইট করে বাবুল সুপ্রিয় লেখেন, "প্রিয় ঊর্মিমালাদি, আপনাকে ও জগন্নাথদাকে অনেকদিন থেকে চিনি তাই ছোট্ট করে লিখছি । আপনি ধর্মান্ধ - আপনার ধর্ম 'বাম-বাদ'। কোনও অসুবিধা নেই । কিন্তু, আপনি তো জন্মান্ধ নন! তাহলে সত্যিটা কেন দেখতে পান না । দেখতে চান না বলে কি ? 'খুব জানতে'ইচ্ছে করে' !! "

বাবুল সুপ্রিয়
author img

By

Published : Sep 24, 2019, 6:53 PM IST

কলকাতা, ২৪ সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্থার ঘটনার পর, টুইট বিতর্কে সাংসদ বাবুল সুপ্রিয় । যাদবপুরের ঘটনার জন্য পড়ুয়াদের কাছে বাবুলকে ক্ষমা চাইতে বলেছিলেন বাচিক শিল্পী ঊর্মিমালা বসু । আজ এর পালটা টুইটে ঊর্মিমালা বসুকে "ধর্মান্ধ" বলে কটাক্ষ করেন বাবুল । তা নিয়েই শুরু বিতর্ক ।

ঘটনার সূত্রপাত ১৯ সেপ্টেম্বর দুপুরে । ABVP-র একটি অনুষ্ঠানে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন বাবুল সুপ্রিয় । সেখানেই TMCP ও SFI সদস্যদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের সঙ্গেও বচসায় জড়ান । তাঁকে "আটক" করে রাখে পড়ুয়ারা । এরপর সন্ধের দিকে রাজ্যপাল জগদীপ ধনকড় ঘটনাস্থানে গিয়ে তাঁকে উদ্ধার করেন । সেখানেই থেমে থাকেনি বিতর্ক । শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয় ।

এরই মধ্যে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ঊর্মিমালা বসু । লেখেন, "বাবুলের উচিত বাচ্চাগুলোর কাছে ক্ষমা চেয়ে নেওয়া ।" এই পোস্টের নিচে কুরুচিকর মন্তব্য লিখে মিম করা হয় । সেই পোস্টের বিরোধিতার করেন বাবুল সুপ্রিয় । দুঃখপ্রকাশ করে টুইটারে তিনি লেখেন, "আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি । সময় এলে তাঁকে উত্তর দেব । "

এরপর আজ ঊর্মিমালা বসুর "ক্ষমা চাওয়া" মন্তব্যের পালটা টুইট করেন বাবুল সুপ্রিয় । লেখেন, "প্রিয় ঊর্মিমালাদি, আপনাকে ও জগন্নাথদাকে অনেকদিন থেকে চিনি তাই ছোট্ট করে লিখছি । আপনি ধর্মান্ধ - আপনার ধর্ম 'বাম-বাদ'। কোনও অসুবিধা নেই । কিন্তু, আপনি তো জন্মান্ধ নন! তাহলে সত্যিটা কেন দেখতে পান না । দেখতে চান না বলে কি ? 'খুব জানতে'ইচ্ছে করে' !! "

বাবুলের এই টুইটের এখনও পর্যন্ত প্রত্যুত্তর দেননি ঊর্মিমালা । তবে ওয়াবহাল মহলের ধারণা এই টুইট বিতর্ক হয়তো এখনই থামবে না । কারণ যাদবপুরের এই ঘটনার পর বাবুলের পক্ষে ও বিপক্ষে নেটিজ়েনদের শিবির এখন কার্যত দু'ভাগ । এ নিয়ে টুইট, পালটা টুইট, মিম ও ফেসবুক পোস্টের সংখ্যা ক্রমশই বাড়ছে । এখন দেখার বাবুলের টুইটের কোনও প্রত্যুত্তর ঊর্মিমালা দেন কি না ।

কলকাতা, ২৪ সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্থার ঘটনার পর, টুইট বিতর্কে সাংসদ বাবুল সুপ্রিয় । যাদবপুরের ঘটনার জন্য পড়ুয়াদের কাছে বাবুলকে ক্ষমা চাইতে বলেছিলেন বাচিক শিল্পী ঊর্মিমালা বসু । আজ এর পালটা টুইটে ঊর্মিমালা বসুকে "ধর্মান্ধ" বলে কটাক্ষ করেন বাবুল । তা নিয়েই শুরু বিতর্ক ।

ঘটনার সূত্রপাত ১৯ সেপ্টেম্বর দুপুরে । ABVP-র একটি অনুষ্ঠানে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন বাবুল সুপ্রিয় । সেখানেই TMCP ও SFI সদস্যদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের সঙ্গেও বচসায় জড়ান । তাঁকে "আটক" করে রাখে পড়ুয়ারা । এরপর সন্ধের দিকে রাজ্যপাল জগদীপ ধনকড় ঘটনাস্থানে গিয়ে তাঁকে উদ্ধার করেন । সেখানেই থেমে থাকেনি বিতর্ক । শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয় ।

এরই মধ্যে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ঊর্মিমালা বসু । লেখেন, "বাবুলের উচিত বাচ্চাগুলোর কাছে ক্ষমা চেয়ে নেওয়া ।" এই পোস্টের নিচে কুরুচিকর মন্তব্য লিখে মিম করা হয় । সেই পোস্টের বিরোধিতার করেন বাবুল সুপ্রিয় । দুঃখপ্রকাশ করে টুইটারে তিনি লেখেন, "আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি । সময় এলে তাঁকে উত্তর দেব । "

এরপর আজ ঊর্মিমালা বসুর "ক্ষমা চাওয়া" মন্তব্যের পালটা টুইট করেন বাবুল সুপ্রিয় । লেখেন, "প্রিয় ঊর্মিমালাদি, আপনাকে ও জগন্নাথদাকে অনেকদিন থেকে চিনি তাই ছোট্ট করে লিখছি । আপনি ধর্মান্ধ - আপনার ধর্ম 'বাম-বাদ'। কোনও অসুবিধা নেই । কিন্তু, আপনি তো জন্মান্ধ নন! তাহলে সত্যিটা কেন দেখতে পান না । দেখতে চান না বলে কি ? 'খুব জানতে'ইচ্ছে করে' !! "

বাবুলের এই টুইটের এখনও পর্যন্ত প্রত্যুত্তর দেননি ঊর্মিমালা । তবে ওয়াবহাল মহলের ধারণা এই টুইট বিতর্ক হয়তো এখনই থামবে না । কারণ যাদবপুরের এই ঘটনার পর বাবুলের পক্ষে ও বিপক্ষে নেটিজ়েনদের শিবির এখন কার্যত দু'ভাগ । এ নিয়ে টুইট, পালটা টুইট, মিম ও ফেসবুক পোস্টের সংখ্যা ক্রমশই বাড়ছে । এখন দেখার বাবুলের টুইটের কোনও প্রত্যুত্তর ঊর্মিমালা দেন কি না ।

Intro:24-09-19


সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: বাবুল সুপ্রিয়ে ট্যুইট ঘিরে নতূন বির্তক। স্যোসাল মিডিয়ায় গত বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP নবীন বরণ উৎসব ঘিরে বাবুল সুপ্রিয়কে নিয়ে ধুন্ধুমার কান্ড ঘটে। কেন্দ্রীয় মন্ত্রীর হেনস্থা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপনউতুর। এরই মধ্যে মঙ্গলবার বাচিক শিল্প ঊর্মিমালা বসুর একটু পোষ্ট সেই বির্তকে নতুন ইন্ধোন জোগাল।


ঊর্মিমালা বসু যাদবপুরে ছাত্রছাত্রীদের কাছে কেন্দ্রীয় মন্ত্রীর বাবুল সুপ্রিয়ের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন। আর সেই মন্তব্যের প্রত্যুত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ট্যুইট করেছেন, তার এই পালটা ট্যূইট স্যোসাল মিডিয়ায় গুঞ্জন সৃষ্টি করেছে। যেখানে বাবুল লিখেছে, "প্রিয় উর্মি মালা দি। আপনাকে ও জগন্নাথ দা কে অনেক দিন ধরে চিনি। তাই ছোট্টো করে লিখছি। আপনি ধর্মান্ধ। আপনার ধর্ম বামবাদ। কিন্তু আপনি তো জর্মান্ধ নয়। তা হলে সত্যিটা কেন দেখতে পান না। দেখতে চান বলে কী। খুব জানতে ইচ্ছে করে"


স্বাভাবিক ভাবেই বাবুল সুপ্রিয় এর মত কেন্দ্রীয়মন্ত্রীকে ঘিরে বাংলা সংস্কৃতিক জগৎতে একজন সনাম ধন্য বাচিক শিল্পীর এই কথা- কথান্তর বুদ্ধিজীবি মহলে শোরগোল তুলেছে।Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.