কলকাতা : 'বাঁশুরী' ছবিতে এক বাঁশি বাদকের চরিত্রে অভিনয় করার কথা ছিল চিত্রাঙ্গদার। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ছিল সেটি। তাও কেন পিছিয়ে গেলেন তিনি?
চিত্রাঙ্গদা বললেন, "হরির এই ছবিতে একজন বাঁশি বাদকের চরিত্রে অভিনয় করার কথা ছিল আমার। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ছিল। কয়েকদিন পর থেকেই শুরু হওয়ার কথা ছিল শুটিং। কিন্তু আমি করতে পারলাম না। কারণ, ডেটের সমস্যা।"
'বাঁশুরী' ছবিতে আরও একটি চমক রয়েছে। এখানে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও অনুরাগ কাশ্যপ। সেটি অবশ্যই একটা আলাদা আকর্ষণ দর্শকের কাছে। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র।