ETV Bharat / sitara

'বাঁশুরী' থেকে সরে গিয়ে আক্ষেপ চিত্রাঙ্গদার - Banshuri

হরি বিশ্বনাথনের 'বাঁশুরী' থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী। কেন তিনি সরে দাঁড়ালেন? কারণ জানালেন চিত্রাঙ্গদা।

চিত্রাঙ্গদা চক্রবর্তী
author img

By

Published : May 16, 2019, 4:51 PM IST

কলকাতা : 'বাঁশুরী' ছবিতে এক বাঁশি বাদকের চরিত্রে অভিনয় করার কথা ছিল চিত্রাঙ্গদার। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ছিল সেটি। তাও কেন পিছিয়ে গেলেন তিনি?

চিত্রাঙ্গদা বললেন, "হরির এই ছবিতে একজন বাঁশি বাদকের চরিত্রে অভিনয় করার কথা ছিল আমার। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ছিল। কয়েকদিন পর থেকেই শুরু হওয়ার কথা ছিল শুটিং। কিন্তু আমি করতে পারলাম না। কারণ, ডেটের সমস্যা।"

চিত্রাঙ্গদা চক্রবর্তী
বিভিন্ন মুহূ্র্তে চিত্রাঙ্গদা
চিত্রাঙ্গদা জানালেন, "ওই সময়ে আমার অন্য একটি ওয়েব সিরিজ়ের কাজ চলবে। তাই সময় বের করতে পারলাম না। কিন্তু চরিত্রটা করতে পারলাম না বলে খুব মন খারাপ হচ্ছে। এত ভালো একটা চরিত্র..."ঠিক কোন ওয়েব সিরিজ়ের জন্য চিত্রাঙ্গদা এমন একটি চরিত্র ছেড়ে দিলেন, তা অবশ্য জানাতে পারলেন না তিনি। কারণ একটাই, সেই প্রযোজনা সংস্থা থেকে নাম প্রকাশ করার নিষেধ আছে।
চিত্রাঙ্গদা চক্রবর্তী
সম্প্রতি 'আহারে মন' ছবিতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা

'বাঁশুরী' ছবিতে আরও একটি চমক রয়েছে। এখানে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও অনুরাগ কাশ্যপ। সেটি অবশ্যই একটা আলাদা আকর্ষণ দর্শকের কাছে। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র।

কলকাতা : 'বাঁশুরী' ছবিতে এক বাঁশি বাদকের চরিত্রে অভিনয় করার কথা ছিল চিত্রাঙ্গদার। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ছিল সেটি। তাও কেন পিছিয়ে গেলেন তিনি?

চিত্রাঙ্গদা বললেন, "হরির এই ছবিতে একজন বাঁশি বাদকের চরিত্রে অভিনয় করার কথা ছিল আমার। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ছিল। কয়েকদিন পর থেকেই শুরু হওয়ার কথা ছিল শুটিং। কিন্তু আমি করতে পারলাম না। কারণ, ডেটের সমস্যা।"

চিত্রাঙ্গদা চক্রবর্তী
বিভিন্ন মুহূ্র্তে চিত্রাঙ্গদা
চিত্রাঙ্গদা জানালেন, "ওই সময়ে আমার অন্য একটি ওয়েব সিরিজ়ের কাজ চলবে। তাই সময় বের করতে পারলাম না। কিন্তু চরিত্রটা করতে পারলাম না বলে খুব মন খারাপ হচ্ছে। এত ভালো একটা চরিত্র..."ঠিক কোন ওয়েব সিরিজ়ের জন্য চিত্রাঙ্গদা এমন একটি চরিত্র ছেড়ে দিলেন, তা অবশ্য জানাতে পারলেন না তিনি। কারণ একটাই, সেই প্রযোজনা সংস্থা থেকে নাম প্রকাশ করার নিষেধ আছে।
চিত্রাঙ্গদা চক্রবর্তী
সম্প্রতি 'আহারে মন' ছবিতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা

'বাঁশুরী' ছবিতে আরও একটি চমক রয়েছে। এখানে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও অনুরাগ কাশ্যপ। সেটি অবশ্যই একটা আলাদা আকর্ষণ দর্শকের কাছে। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র।

Intro:হরি বিশ্বনাথনের দ্বিতীয় ছবি "বাঁশুরী" থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী। কেন তিনি সরে দাঁড়ালেন, সেই কারণ তিনি জানিয়েছেন ETV Bharatকে।


Body:চিত্রাঙ্গদা বললেন, "হরির এই ছবিতে একজন বাঁশি বাদকের চরিত্রে অভিনয় করার কথা ছিল আমার। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ছিল। কয়েকদিন পর থেকেই শুরু হওয়ার কথা ছিল শুটিং। কিন্তু আমি করতে পারলাম না। কারণ, ডেটের সমস্যা।"

চিত্রাঙ্গদা জানালেন, "ওই সময় আমার অন্য একটি ওয়েব সিরিজের কাজ চলবে। তাই সময় বের করতে পারলাম না। কিন্তু চরিত্রটা করতে পারলাম না বলে খুব মন খারাপ হচ্ছে। এত ভালো একটা চরিত্র..."

ঠিক কোন ওয়েব সিরিজের জন্য চিত্রাঙ্গদা এমন একটি চরিত্র ছেড়ে দিলেন, তা অবশ্য জানাতে পারলেন না তিনি। কারণ অনেকটাই, সেই প্রযোজনা সংস্থা থেকে ওয়েব সিরিজের নাম এখন বলা বারণ।




Conclusion:হরি বিশ্বনাথনের এই ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.