ETV Bharat / sitara

এবার বাংলা ধারাবাহিকে প্রসেনজিৎ! - বাংলা ধারাবাহিক কেশব

টলিউডের ব্যস্ততম অভিনেতা তিনি। তিনি প্রসেনজিৎ চ্য়াটার্জি, তিনিই ইন্ডাস্ট্রি। নতুন ধরনের কাজে, নতুন মানুষের কাজে বরাবর উৎসাহ দিয়ে এসেছেন প্রসেনজিৎ। সেরকমভাবেই 'কেশব' ধারাবাহিকের একটি বিশেষ এপিসোডে সময় দিলেন অভিনেতা।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
author img

By

Published : Jul 13, 2019, 5:37 PM IST

কলকাতা : 'কেশব' ধারাবাহিকে প্রসেনজিৎ নাম ভূমিকাতেই অভিনয় করবেন, অর্থাৎ তিনি প্রসেনজিৎ চ্যাটার্জি রূপেই অভিনয় করবেন। ছোট্ট কেশবকে এক বিপদের হাত থেকে রক্ষা করবেন। সেই মহাপর্বের শুটিংয়ে উপস্থিত ছিল ETV ভারত সিতারা।

প্রসেনজিৎ বললেন, "অনেকদিন পর আবার অ্যাকশন সিকোয়েন্সে অভিনয় করলাম। সেই পুরোনো দিনের ফাইটারদের সঙ্গে দেখা হল। অনেকেই প্রশ্ন করেন যে আবার কবে আমায় কমার্শিয়াল ছবিতে দেখা যাবে। আমি নিজে অন্যধারার ছবিতে অভিনয় করি ঠিকই, তবে কমার্শিয়াল ছবিকে আমি শ্রদ্ধা করি।"

ক্যামেরার সামনে কথা বলল ধারাবাহিকের কেশবও। দেখে নিন...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : 'কেশব' ধারাবাহিকে প্রসেনজিৎ নাম ভূমিকাতেই অভিনয় করবেন, অর্থাৎ তিনি প্রসেনজিৎ চ্যাটার্জি রূপেই অভিনয় করবেন। ছোট্ট কেশবকে এক বিপদের হাত থেকে রক্ষা করবেন। সেই মহাপর্বের শুটিংয়ে উপস্থিত ছিল ETV ভারত সিতারা।

প্রসেনজিৎ বললেন, "অনেকদিন পর আবার অ্যাকশন সিকোয়েন্সে অভিনয় করলাম। সেই পুরোনো দিনের ফাইটারদের সঙ্গে দেখা হল। অনেকেই প্রশ্ন করেন যে আবার কবে আমায় কমার্শিয়াল ছবিতে দেখা যাবে। আমি নিজে অন্যধারার ছবিতে অভিনয় করি ঠিকই, তবে কমার্শিয়াল ছবিকে আমি শ্রদ্ধা করি।"

ক্যামেরার সামনে কথা বলল ধারাবাহিকের কেশবও। দেখে নিন...

দেখে নিন ভিডিয়ো...
Intro:বাংলা ধারাবাহিক কেশবে এবার বিশেষ চরিত্রে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

অমিত চক্রবর্তী, কলকাতা:

বাংলা ধারাবাহিক কেশবে আগে সপ্তাহে দর্শকরা দেখেছিলেন এক নতুন চমক। জযার ছোট্ট একটি সন্তান হয়েছে যার নাম বলরাম। আর এবার এই কেশব ও বলরামকে নিয়ে পরিবারের মধ্যে দেখা দিয়েছে বিরোধ। কারণ পরিবারের কেউই বলরামের পাশাপাশি কেশবকে মেনে নিতে পারছে না। আর এই সব কিছুর পেছনে রয়েছে কালীকিংকর রায় এর স্ত্রী প্রাপ্তি রায়, যিনি নানা রকম ষড়যন্ত্রের মাধ্যমে কেশবকে চিরতরে সরিয়ে ফেলতে চায়। কিন্তু আশ্চর্যজনকভাবে কেশব প্রতিবারই সমস্ত বিপদ অতিক্রম করে এগিয়ে চলেছে। কিন্তু এবার গল্পে সত্যিই একটি বড় চমক আসতে চলেছে কারণ ফের একবার এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে এবং অতি অবশ্যই তিনি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন। ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা যাবে শিশু শিল্পী অভিরূপ কর্মকারের সঙ্গে। এই উপলক্ষে গতকাল এন টি ওয়ান স্টুডিওর শুটিং ফ্লোরে দেখা গেল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে ধারাবাহিকের এই মহাপর্বের বিশেষ দৃশ্যে অভিনয় করতে। ধারাবাহিকের 1 ঘন্টার এই বিশেষ মহাপর্ব টি আগামী 22 শে জুলাই রাত সাড়ে আটটায় দর্শকরা দেখতে পাবেন।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.