কলকাতা : 'নেটওয়ার্ক' ছবিতে অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি, অনিন্দ্য চ্য়াটার্জি, সায়নী ঘোষ, রিনি ঘোষ প্রমুখ। মিউজ়িক লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা।
সব্যসাচী বললেন, "সপ্তার্ষ এমন একজন পরিচালক, যে জানে সে কী করছে। আগে থেকে ওঁর সব ঠিক করে রাখা থাকে। ফলে প্রয়োজনের বেশি শট দিতে হয় না। সব মিলিয়ে এই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা খুবই ভালো।"
অন্য় দিকে সায়নী জানালেন, "এই ধরনের বাংলা ছবি এর আগে কখনও হয়নি। দর্শককে বলব, সিনেমা হলে গিয়ে বাংলা ছবি দেখুন। সপ্তার্ষর মতো নিজেদের মৌলিক গল্প নিয়ে কাজ করছে, প্রযোজন করছে, তাঁদের উৎসাহ দিন।"
দেখে নিন ভিডিয়ো