ETV Bharat / sitara

ক্যানসার সম্পর্কে সচেতন করেতে নতুন উদ্যোগে সামিল টিম 'কণ্ঠ' - kontho

ছবির মাধ্যমে পরিচালকদ্বয় বারবার জনসাধারণকে ধূমপানের মারাত্মক প্রভাব ও ক্ষতির বিষয়ে অবহিত করার চেষ্টা করেছেন।

অনুষ্ঠানে
author img

By

Published : May 29, 2019, 6:09 PM IST

কলকাতা: 'হামি'-র সাফল্যের পর পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি নিয়ে এসেছে নতুন ছবি 'কণ্ঠ'। একজন কণ্ঠশিল্পীর সাউন্ড বক্স হারিয়েও ফিরে আসা নিয়ে এই ছবি। আর সেই ছবির মুক্তির পরক্যানসার সম্পর্কে সচেতন করেতে নতুন উদ্যোগে সামিল হল টিম 'কণ্ঠ'।

ছবির মাধ্যমে পরিচালকদ্বয় বারবার জনসাধারণকে ধূমপানের মারাত্মক প্রভাব ও ক্ষতির বিষয়ে অবহিত করার চেষ্টা করেছেন। ছবিটি ইতিমধ্যেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে। সেই সুবাদে ক্যানসারে আক্রান্তদের জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনতে এক বেসরকারি হাসপাতালে সঙ্গে যৌথ উদ্যোগে সামিল হয়েছে ছবির কলাকুশলীরা।

সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে গলায় ক্যানসার আক্রান্তদের পুনরায় স্বর ফিরিয়ে দিতে এক বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। বিশেষ ক্যাম্প উপলক্ষ্য়ে এদিন কলকাতা প্রেসক্লাবে উপস্থিত ছিলেন ডাক্তার সৌরভ দত্ত, ডাক্তার হার্স ধর সহ আরও অনেকে।

কলকাতা: 'হামি'-র সাফল্যের পর পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি নিয়ে এসেছে নতুন ছবি 'কণ্ঠ'। একজন কণ্ঠশিল্পীর সাউন্ড বক্স হারিয়েও ফিরে আসা নিয়ে এই ছবি। আর সেই ছবির মুক্তির পরক্যানসার সম্পর্কে সচেতন করেতে নতুন উদ্যোগে সামিল হল টিম 'কণ্ঠ'।

ছবির মাধ্যমে পরিচালকদ্বয় বারবার জনসাধারণকে ধূমপানের মারাত্মক প্রভাব ও ক্ষতির বিষয়ে অবহিত করার চেষ্টা করেছেন। ছবিটি ইতিমধ্যেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে। সেই সুবাদে ক্যানসারে আক্রান্তদের জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনতে এক বেসরকারি হাসপাতালে সঙ্গে যৌথ উদ্যোগে সামিল হয়েছে ছবির কলাকুশলীরা।

সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে গলায় ক্যানসার আক্রান্তদের পুনরায় স্বর ফিরিয়ে দিতে এক বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। বিশেষ ক্যাম্প উপলক্ষ্য়ে এদিন কলকাতা প্রেসক্লাবে উপস্থিত ছিলেন ডাক্তার সৌরভ দত্ত, ডাক্তার হার্স ধর সহ আরও অনেকে।

Intro:ক্যানসার রোধে মানুষকে সচেতন করে তুলতে নতুন উদ্যোগে সামিল টিম কন্ঠ

অমিত চক্রবর্তী,কলকাতা: হামি ছবির সাফল্যের ওপর ভর করে পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি দর্শক মনোরঞ্জনের জন্য নিয়ে এসেছিলেন তাদের নতুন ছবি কন্ঠ। যে ছবির বিষয়বস্তু ছিল কিভাবে ক্যান্সারের মতো মারণ রোগ কে পরাস্ত করে একজন শিল্পী নিজের জীবনে ঘুরে দাঁড়িয়েছিল।এই ছবির মাধ্যমে পরিচালকদ্বয় বারবার জনসাধারণকে ধূমপানের মারাত্মক প্রভাব ও ক্ষতির বিষয়ে অবহিত করার চেষ্টা করেছিলেন। ছবিটি ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এবং সেই সুবাদে ক্যন্সার পেশেন্টদের জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনতে এক বেসরকারি হাসপাতালে সঙ্গে যৌথ উদ্যোগে গলায় ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের পুনরায় গলার স্বর ফিরিয়ে দিতে এক বিশেষ ক্যাম্পের আয়োজন করা হলো যেখানে শবরযন্ত্রে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের গলার স্বর ফিরিয়ে দিতে এই বিশেষ উদ্যোগ। এক বিশেষ ক্যাম্প উপলক্ষে এদিন কলকাতা প্রেসক্লাবে উপস্থিত ছিলেন ডাক্তার সৌরভ দত্ত, ডাক্তার হার্স ধর,গলায় ক্যান্সার আক্রান্ত মানুষজন ও ছবির পরিচালক দয় শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়।


Body:স্টিল কপি


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.