কলকাতা: 'হামি'-র সাফল্যের পর পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি নিয়ে এসেছে নতুন ছবি 'কণ্ঠ'। একজন কণ্ঠশিল্পীর সাউন্ড বক্স হারিয়েও ফিরে আসা নিয়ে এই ছবি। আর সেই ছবির মুক্তির পরক্যানসার সম্পর্কে সচেতন করেতে নতুন উদ্যোগে সামিল হল টিম 'কণ্ঠ'।
ছবির মাধ্যমে পরিচালকদ্বয় বারবার জনসাধারণকে ধূমপানের মারাত্মক প্রভাব ও ক্ষতির বিষয়ে অবহিত করার চেষ্টা করেছেন। ছবিটি ইতিমধ্যেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে। সেই সুবাদে ক্যানসারে আক্রান্তদের জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনতে এক বেসরকারি হাসপাতালে সঙ্গে যৌথ উদ্যোগে সামিল হয়েছে ছবির কলাকুশলীরা।
সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে গলায় ক্যানসার আক্রান্তদের পুনরায় স্বর ফিরিয়ে দিতে এক বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। বিশেষ ক্যাম্প উপলক্ষ্য়ে এদিন কলকাতা প্রেসক্লাবে উপস্থিত ছিলেন ডাক্তার সৌরভ দত্ত, ডাক্তার হার্স ধর সহ আরও অনেকে।