মুম্বই, 5 নভেম্বর : জামিন পাওয়ার পর আজ প্রথম শুক্রবার ৷ জামিনের শর্ত মেনে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর সামনে হাজিরা দিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ৷ তাঁকে প্রতি শুক্রবার করে বেলা 11টা থেকে দুপুর 2টোর মধ্যে এনসিবি-র সামনে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল বম্বে হাইকোর্ট ৷
সেই নির্দেশ মেনে আজ বেলা 11.30টা নাগাদ বান্দ্রার বাড়ি থেকে বেরোন আরিয়ান ৷ একটি সাদা গাড়িতে চেপে তিনি রওনা দেন এনসিবি অফিসের দিকে ৷ তাঁর পরনে ছিল টি-শার্ট, জিনস ও উজ্জ্বল হলুদ জ্যাকেট ৷ সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের ভিড় এড়িয়ে আরিয়ানকে এনসিবি-র অফিসে পৌঁছে দেন তাঁর দেহরক্ষী ও নিরাপত্তা কর্মীরা ৷
মাদক মামলায় প্রমোদতরী থেকে গ্রেফতার হওয়ার পর তিন সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে জামিনে মুক্তি পেয়েছেন আরিয়ান খান ৷ 22 দিন তাঁকে কাটাতে হয়েছে আর্থার রোড সংশোধনাগারে ৷ দু'বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর বম্বে হাইকোর্ট শর্তসাপেক্ষে আরিয়ানের জামিন মঞ্জুর করে ৷ দীপাবলি ও শাহরুখ খানের জন্মদিনের আগে এই খবর খুশির হাওয়া বয়ে আনে তাঁর বাড়ি মন্নতে ৷ নিজে জেলে গিয়ে ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন কিং খান ৷
আরও পড়ুন: Aryan Khan: আরিয়ানকে মাদক সরবরাহের হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রমাণ যথেষ্ট নয়: আদালত
জামিন মঞ্জুর করলেও শুক্রবার করে এনসিবি-র অফিসে হাজিরা দেওয়া ছাড়াও বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে আদালত ৷ আরিয়ানের জামিনে মোট 14টি শর্ত দিয়েছে বম্বে হাইকোর্ট ৷ পুলিশকে না-জানিয়ে মুম্বই ছাড়তে পারবেন না শাহরুখ-পুত্র ৷ তাঁকে প্রতি শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 2টোর মধ্যে এনসিবি-র অফিসে গিয়ে হাজিরা দিতে হবে ৷ আদালতের শুনানিতে ও তদন্তের প্রয়োজনে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ৷ আরিয়ানকে তাঁর পাসপোর্ট জমা দিতে হয়েছে এবং এক লাখ টাকার ব্যক্তিগত বন্ড দিতে হয়েছে ৷ এ ছাড়াও দেশ ছেড়ে কোথাও না-যাওয়া, একই ধরনের ঘটনায় জড়িয়ে না-পড়া, তাঁর বন্ধু আরবাজ-সহ অন্যান্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ না-করা ও সংবাদমাধ্যমের সঙ্গে কথা না-বলার নির্দেশ দেওয়া হয়েছে আরিয়ানকে ৷ জামিনের এই শর্তগুলির মধ্যে কোনও একটি লঙ্ঘন করা হলে, এনসিবি স্টারকিডের জামিন বাতিলের আবেদন জানাতে পারবে বলে জানিয়েছে হাইকোর্ট ৷
আরও পড়ুন: Aryan Khan: সিম্বা রিটার্নস ! আরিয়ান ঘরে ফেরায় সেলিব্রেশনের মুডে ভক্ত-সেলেব