মুম্বই, 7 অক্টোবর: মাদক মামলায় আজ মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালতে (Mumbai Court) পেশ করা হল আরিয়ান খানকে (Aryan Khan)৷ আজই শেষ হয়েছে তাঁর নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর হেফাজত ৷ আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্টেরও জামিনের আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী ৷ প্রমোদতরীতে এনসিবি (NCB)-র হানা দেওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ তুলে ধরে জামিনের আবেদন জানিয়েছেন তিনি ৷
এদিকে, সূত্রের খবর, গত রাতে এই মামলায় একজন বিদেশিকে আটক করেছে এনসিবি ৷ তাঁর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক ৷ এই কারণ দেখিয়ে তদন্তকারী সংস্থা ধৃতদের আরও তিনদিন হেফাজতে রাখার আবেদন জানাতে পারে আদালতে ৷ শাহরুখ-পুত্র আরিয়ান খান ও অন্যান্যদের ফোন ইতিমধ্যেই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷
এ দিকে, আরিয়ান খানের মামলার তদন্ত এনসিবি যে পথে চালাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন ক্ষেত্রের মানুষ ৷ রাজনীতি থেকে বলি সেলেব এমনকী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী - অনেকেই এই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ এনসিবি হানার সময়ে রাজনীতির সঙ্গে জড়িত মণীশ ভানুশালি ও কিরণ গোসাভির উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী ৷ তিনি এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন ৷
মালিকের প্রশ্ন, "28 তারিখ পর্যন্ত তিনি গুজরাত মন্ত্রকে ছিলেন এবং তারপর তিনি দিল্লি গিয়েছিলেন ৷ গুজরাতে ভানুশালি কী করছিলেন ? কেন তিনি গুজরাতের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করছিলেন ?" মালিকের আরও দাবি, "ক্রুজ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি ৷ যে ছবিগুলি প্রকাশ করা হয়েছে, সে গুলি এনসিবি অফিসেই তোলা হয়েছে ৷ শুধুমাত্র বলিউডের সেলিব্রিটিদের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজাতে এবং মহারাষ্ট্রের সরকারের মানহানি করতেই ক্রুজে এই ভুয়ো রেইড চালিয়েছে এনসিবি ৷"
আরও পড়ুন : SRK Aryan: আরিয়ান ড্রাগ নিলে বা সেক্স করলে আপত্তি নেই; ছেলে জন্মানোর পর বলেছিলেন শাহরুখ
যদিও তারা সবকিছু প্রোটোকল মেনেই করছে বলে দাবি করেছে এনসিবি ৷ এ ধরনের হানায় নিরপেক্ষ ব্যক্তিরাও অংশ নেয় বলে তারা দাবি করেছে ৷ তবুও এনসিবি হানায় আম-আদমির উপস্থিতি মেনে নিতে পারছেন না অনেকেই ৷ ধৃত আরবাজের হাত ধরে ভানুশালির টেনে নিয়ে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি নেট নাগরিকরা ৷ এদিকে, এই ঘটনায় জড়িত কর্ডেলিয়া ক্রুজের সিইওকে সমন পাঠিয়েছে এনসিবি ৷
আরও পড়ুন: Aryan Khan: আরিয়ান-আরবাজকে পাশাপাশি বসিয়ে জেরা, মেসের খাবার খেতে হচ্ছে শাহরুখ-পুত্রকে