এই ছবিতে হবুচন্দ্রের ভূমিকায় দেখা যাবে শ্বাশত চট্টোপাধ্য়ায়কে। গবুচন্দ্রের ভূমিকায় নজরে আসবেন খরাজ মুখার্জি। খোঁজ চলছিল রানির। ছবির গুরুত্বপূর্ণ এই চরিত্রের জন্য অর্পিতাকেই বেছে নিলেন পরিচালক। ছবিতে সংগীত পরিচালনা করছেন কবির সুমন। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা 'দাদামশাইয়ের থলে' বই থেকে দুটি গল্প নিয়ে ছবিটি বানানো হবে।
হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রি মুক্তি পাবে ২০১৯শের ডিসেম্বরে। এই প্রথম ছোটোদের জন্য ছবি তৈরি করছেন প্রযোজক দেব। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে অবস্থিত বাহুবলীর সেটে হবে ছবির শুটিং। প্রথমে কথা ছিল দেবই হবুচন্দ্রের চরিত্রে অভিনয় করবেন। আর রুক্মিনী করবেন তাঁর স্ত্রী, অর্থাৎ রানির চরিত্রে থাকবেন তিনি। কিন্তু পরে দেবের মনে হয়, তিনি হয়তো উপযুক্ত পছন্দ নন এই চরিত্রের জন্য। তাই সরে আসেন। সরে আসেন রুক্মিনীও। কারণ পরে যাঁকে হবুচন্দ্র হিসেবে নির্বাচন করা হয়, সেই শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে রুক্মিনীর বয়সের ফারাক অনেকটা।
এই ছবি সম্পর্কে পরিচালক আগেই জানিয়েছিলেন যে বাংলা ছবির দুনিয়ায় এটি একটি অনন্য ছবি হতে চলেছে। রূপকথায় মোড়া, জাদু, রোমাঞ্চ, যুদ্ধ সবই থাকছে একই সঙ্গে। ছবির শুটিং চলছে মেদিনীপুরে। 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী মুক্তি' পাবে চলতি বছরের ডিসেম্বরে।