লস অ্যাঞ্জেলেস, 30 ডিসেম্বর: 10 বছর পর (Hollywood star divorce after 10 years) আইনত বিবাহবিচ্ছেদ হল আর্নল্ড শোয়ার্জেনেগার (Schwarzenegger Shriver divorce) ও তাঁর স্ত্রী মারিয়া শ্রিভারের (Arnold Schwarzenegger and Maria Shriver divorce) ৷ ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নরকে বিবাহবিচ্ছেদের নোটিস দিয়েছিলেন তাঁর সাংবাদিক স্ত্রী ৷
1986 সালে বিয়ে ৷ 25 বছরের বিবাহিত জীবনে ইতি টানতে চেয়ে 2011 সালে বিবাহবিচ্ছেদের মামলা করেন মারিয়া ৷ আর্নল্ড তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রকাশ্যে আনার পরই মারিয়া এই সিদ্ধান্ত নেন ৷ দ্য টার্মিনেটর স্টার জানিয়েছিলেন যে, তাঁর বাড়িরই এক পরিচারিকার সন্তানের বাবা তিনিই ৷ 1997 সালে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল ৷
আরও পড়ুন: আমরা আনন্দে আছি, বিবাহবিচ্ছেদ নিয়ে বললেন আমির-কিরণ
একটি পত্রিকায় এই ঘটনা প্রকাশ্যে এলেও এই নিয়ে একে-অপরের বিরুদ্ধে প্রকাশ্যে কোনও বিরোধে যাননি আর্নল্ড ও মারিয়া ৷ তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে মারিয়া আলাদা থাকতে শুরু করেন ৷ একটি পত্রিকায় তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নিয়ে স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চেয়ে নেন আর্নল্ড ৷ সে বছরই তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন মারিয়া ৷
আরও পড়ুন: বুঝতেই পারিনি ঘরের লক্ষ্মীটাকেই চুরি করে নিয়ে গেছে : সৌমিত্র খাঁ
তবে সেই মামলার নিষ্পত্তি হতে কেন এতদিন সময় (divorce after 10 years) লাগল তা স্পষ্ট নয় ৷ মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের আদালত তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ করে ৷ তবে এই মামলার আর্থিক কী সমঝোতা (Settlement of Arnold's wife) হয়েছে, তা গোপনই রাখা হয়েছে ৷ তাঁদের চার সন্তানই (Katherine Schwarzenegger parents divorced) প্রাপ্তবয়স্ক ৷ বয়স 24 থেকে 32-এর মধ্যে ৷ ফলে তাঁদের কাস্টডি নিয়েও কোনও আলাদা ভাবনাচিন্তা করতে হয়নি ৷ বড় মেয়ে ক্যাথরিন একজন লেখক ৷ তাঁর বিয়ে হয়েছে অভিনেতা ক্রিস প্যাটের সঙ্গে ৷