ETV Bharat / sitara

সৌমিত্র চট্টোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা অর্জুন-তনুশ্রীর

ETV ভারতের কাছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করলেন অর্জুন চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তী ।

sd
asda
author img

By

Published : Oct 16, 2020, 2:22 PM IST

কলকাতা : কোরোনায় আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায় । তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সবাই । বাদ যাননি অর্জুন চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তীও । ETV ভারতের কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন এই দুই তারকা ।

পরিচালক শুভ্রজিৎ মিত্রর ছবি 'অভিযাত্রিক'-এ অপুর চরিত্রে অভিনয় করেছেন অর্জুন । সত্যজিৎ রায়ের 'অপু ট্রিওলজি'-তে অপুর চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । সেই চরিত্রেই এবার অভিনয় করেছেন অর্জুন ।

সৌমিত্রবাবুর দ্রুত আরোগ্য কামনা করে অর্জুন বলেন, "আমি প্রার্থনা করি সৌমিত্র জেঠু তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন । আমার খুব একটা গল্প করার সুযোগ হয়নি তাঁর সঙ্গে । কিন্তু বাবা-মায়ের (অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তী) হয়েছিল । আমার খুব ইচ্ছা সৌমিত্র জেঠু 'অভিযাত্রিক' ছবিটা দেখুন ।"

তনুশ্রী বলেন, "বাংলা সিনেমা মানেই সৌমিত্র চট্টোপাধ্যায় । তিনি লেজেন্ড । শুধু বাংলার নন, গোটা দেশের গর্ব । তাড়াতাড়ি সেরে উঠুন । আমার ওঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে । সেটা ছিল আমার সৌভাগ্য ।"

শুনুন অর্জুন ও তনুশ্রীর বক্তব্য

কলকাতা : কোরোনায় আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায় । তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সবাই । বাদ যাননি অর্জুন চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তীও । ETV ভারতের কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন এই দুই তারকা ।

পরিচালক শুভ্রজিৎ মিত্রর ছবি 'অভিযাত্রিক'-এ অপুর চরিত্রে অভিনয় করেছেন অর্জুন । সত্যজিৎ রায়ের 'অপু ট্রিওলজি'-তে অপুর চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । সেই চরিত্রেই এবার অভিনয় করেছেন অর্জুন ।

সৌমিত্রবাবুর দ্রুত আরোগ্য কামনা করে অর্জুন বলেন, "আমি প্রার্থনা করি সৌমিত্র জেঠু তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন । আমার খুব একটা গল্প করার সুযোগ হয়নি তাঁর সঙ্গে । কিন্তু বাবা-মায়ের (অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তী) হয়েছিল । আমার খুব ইচ্ছা সৌমিত্র জেঠু 'অভিযাত্রিক' ছবিটা দেখুন ।"

তনুশ্রী বলেন, "বাংলা সিনেমা মানেই সৌমিত্র চট্টোপাধ্যায় । তিনি লেজেন্ড । শুধু বাংলার নন, গোটা দেশের গর্ব । তাড়াতাড়ি সেরে উঠুন । আমার ওঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে । সেটা ছিল আমার সৌভাগ্য ।"

শুনুন অর্জুন ও তনুশ্রীর বক্তব্য

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.