ETV Bharat / sitara

Mahananda Song Release : অনুপ্রেরণা মহাশ্বেতা দেবীর জীবনযুদ্ধ, মুক্তি পেল অরিন্দমের নতুন ছবি 'মহানন্দা'-এর গান - Arindam Sil New Film Mahananda

প্রখ্যাত সাহিত্যিক তথা সমাজকর্মী মহাশ্বেতা দেবীর জীবনের দ্বারা অনুপ্রাণিত হয়ে বাংলা ছবি বানিয়েছেন পরিচালক অরিন্দম শীল । ছবির নাম 'মহানন্দা' । হাজির হল গান ( Arindam Sil New Film Mahananda Song Release )।

Entertainment News
মহাশ্বেতার জীবনযুদ্ধের অনুপ্রেরণায় অরিন্দমের নতুন ছবি 'মহানন্দা', এসে গেল গান
author img

By

Published : Mar 16, 2022, 8:56 PM IST

কলকাতা,16 মার্চ: প্রখ্যাত সাহিত্যিক তথা সমাজকর্মী মহাশ্বেতা দেবীর জীবনযুদ্ধ থেকে অনুপ্রাণিত হয়ে নিজের নতুন ছবি 'মহানন্দা' তৈরি করেছেন পরিচালক অরিন্দম শীল ( Arindam Sil New Film Mahananda)। মহানন্দার চরিত্রে পর্দায় দেখা যাবে অভিনেত্রী গার্গী রায়চৌধুরীকে । এবার হাজির হল এই ছবির গান । ফিরদৌসল হাসান এবং প্রবাল হালদার প্রযোজিত এই ছবিতে গার্গী রায়চৌধুরী ছাড়াও অভিনয় করছেন ইশা সাহা, দেবশঙ্কর হালদার, অর্ণ মুখোপাধ্যায়-সহ আরও অনেক পরিচিত মুখ ।

ছবির সঙ্গীত পরিচালনা করেছেন প্রখ্যাত শিল্পী বিক্রম ঘোষ । গানগুলিতে কন্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী, সাহানা বাজপেয়ী, দীপান্বিতা আচার্য, তিমির বিশ্বাসের মত শিল্পীরা । 'মহানন্দা'-য় সবমিলিয়ে রয়েছে মোট সাতটি গান । কথা লিখেছেন শুভেন্দু দাস মুন্সি। প্রত্যেকটি গানেরই সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ । তবে, 'আপনি বাঁচলে' শীর্ষক গানটির কথা এবং সুর তিমির বিশ্বাসের । গান প্রকাশের এই অনু্ষ্ঠানে এদিন হাজির ছিলেন ছবির সমস্ত কলা কুশলীরা ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: আসছে 'কাটাকুটি'র ট্রেলার, হাসপাতাল থেকে কী বার্তা দিলেন রাজা চন্দ?

গানগুলি প্রসঙ্গে ছবির প্রযোজক ফিরদৌসল হাসান জানান, "মহাশ্বেতা দেবীর জীবন দ্বারা অনুপ্রাণিত হয় এই ছবি । প্রত্যেকটি গানই অন্যরকম । প্রত্যেকটি ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে পাওয়া যাবে গানগুলি ।" এই ছবির সম্পাদনার দায়িত্ব রয়েছে সংলাপ ভৌমিকের ওপর । এছাড়া সাউন্ড ডিজাইন করেছেন অদীপ সিং মনকি এবং অনিন্দিত রায় । আর ক্যামেরায় আছেন অয়ন শীল । চলতি বছরের 8 এপ্রিল মুক্তি পাবে এই ছবি ।

Entertainment News
মুক্তি পেল অরিন্দম শীলের নতুন ছবি 'মহানন্দা'-এর গান

কলকাতা,16 মার্চ: প্রখ্যাত সাহিত্যিক তথা সমাজকর্মী মহাশ্বেতা দেবীর জীবনযুদ্ধ থেকে অনুপ্রাণিত হয়ে নিজের নতুন ছবি 'মহানন্দা' তৈরি করেছেন পরিচালক অরিন্দম শীল ( Arindam Sil New Film Mahananda)। মহানন্দার চরিত্রে পর্দায় দেখা যাবে অভিনেত্রী গার্গী রায়চৌধুরীকে । এবার হাজির হল এই ছবির গান । ফিরদৌসল হাসান এবং প্রবাল হালদার প্রযোজিত এই ছবিতে গার্গী রায়চৌধুরী ছাড়াও অভিনয় করছেন ইশা সাহা, দেবশঙ্কর হালদার, অর্ণ মুখোপাধ্যায়-সহ আরও অনেক পরিচিত মুখ ।

ছবির সঙ্গীত পরিচালনা করেছেন প্রখ্যাত শিল্পী বিক্রম ঘোষ । গানগুলিতে কন্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী, সাহানা বাজপেয়ী, দীপান্বিতা আচার্য, তিমির বিশ্বাসের মত শিল্পীরা । 'মহানন্দা'-য় সবমিলিয়ে রয়েছে মোট সাতটি গান । কথা লিখেছেন শুভেন্দু দাস মুন্সি। প্রত্যেকটি গানেরই সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ । তবে, 'আপনি বাঁচলে' শীর্ষক গানটির কথা এবং সুর তিমির বিশ্বাসের । গান প্রকাশের এই অনু্ষ্ঠানে এদিন হাজির ছিলেন ছবির সমস্ত কলা কুশলীরা ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: আসছে 'কাটাকুটি'র ট্রেলার, হাসপাতাল থেকে কী বার্তা দিলেন রাজা চন্দ?

গানগুলি প্রসঙ্গে ছবির প্রযোজক ফিরদৌসল হাসান জানান, "মহাশ্বেতা দেবীর জীবন দ্বারা অনুপ্রাণিত হয় এই ছবি । প্রত্যেকটি গানই অন্যরকম । প্রত্যেকটি ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে পাওয়া যাবে গানগুলি ।" এই ছবির সম্পাদনার দায়িত্ব রয়েছে সংলাপ ভৌমিকের ওপর । এছাড়া সাউন্ড ডিজাইন করেছেন অদীপ সিং মনকি এবং অনিন্দিত রায় । আর ক্যামেরায় আছেন অয়ন শীল । চলতি বছরের 8 এপ্রিল মুক্তি পাবে এই ছবি ।

Entertainment News
মুক্তি পেল অরিন্দম শীলের নতুন ছবি 'মহানন্দা'-এর গান
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.