কলকাতা : আজ অরিন্দম শীলের জন্মদিন । আর আজই নতুন ছবির কথা ঘোষণা করলেন পরিচালক । ছবির নাম 'মহানন্দা'।
![ংম](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-02-arindam-sil-new-film-based-on-mahasweta-devi-life-and-works-viz-7201042_12032020162118_1203f_01532_543.jpg)
কিছুদিন আগে 'মায়াকুমারী' ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অরিন্দম । একাধিক তারকা ছিলেন সেখানে । বাংলা ছবির 100 বছরকে উৎস্বর্গ করা হয় সেই ছবিতে । ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত সহ একাধিক তারকা ছিলেন ছবিতে ।
![sdf](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-02-arindam-sil-new-film-based-on-mahasweta-devi-life-and-works-viz-7201042_12032020162118_1203f_01532_863.jpg)
অরিন্দমের পরবর্তী ছবির নাম 'মহানন্দা'। মহাশ্বেতা দেবীর জীবন ও কাজ থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি তৈরি করছেন তিনি । ছবিটি প্রযোজনা করছেন ফিরদৌস হাসান ও প্রবাল হালদার । অরিন্দম প্রথমেই পরিষ্কার করে দিয়েছেন, "ছবিটি বায়োপিক নয় । বরং কাজের প্রতি অনুপ্রাণিত হয়েই তৈরি করা হচ্ছে ছবিটি ।"
![fd](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-02-arindam-sil-new-film-based-on-mahasweta-devi-life-and-works-viz-7201042_12032020162115_1203f_01532_418.jpg)
ছবিতে মহানন্দার চরিত্রে অভিনয় করছেন গার্গী রায়চৌধুরি । এই ছবির মাধ্যমে প্রথমবার অরিন্দমের সঙ্গে কাজ করছেন তিনি । ছবির অন্য চরিত্রে দেখা যাবে ইশা সাহা, গৌরব চক্রবর্তীর মতো তারকাদের । গল্প ও চিত্রনাট্য লেখেন শুভেন্দু দাসমুন্সি ও অরিন্দম । বরাবরের মতো এবারও ছবিতে সংগীত পরিচালনা করবেন বিক্রম ঘোষ ।