ETV Bharat / sitara

Anupam Kher New Film : দ্য কাশ্মীর ফাইলস-এর পর একাত্তরের ভারত-পাক যুদ্ধ, নতুন ছবির কাজ শুরু করলেন অনুপম - আইবি 71 ছবির জন্য কাজ শুরু করলেন অভিনেতা অনুপম খের

'দ্য কাশ্মীর ফাইলস'-এ সকলের দৃষ্টি আকর্ষণ করার পর এবার নিজের নতুন ছবি 'আইবি 71'-এর জন্য কাজ শুরু করলেন অভিনেতা অনুপম খের (Anupam Kher New Film IB 71) ৷ ছবিতে তুলে ধরা হবে 1971 সালের ভারত-পাক যুদ্ধের গল্প ৷

Anupam Kher New Movie
'দ্য কাশ্মীর ফাইলস'-এর পর এবার একাত্তরের ভারত পাক যুদ্ধ, নতুন ছবির কাজ শুরু করলেন অনুপম
author img

By

Published : Mar 22, 2022, 1:19 PM IST

মুম্বই, 22 মার্চ : 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে তাঁর অভিনয় দিয়ে সিনে সমালোচক থেকে সিনে প্রেমী সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের ৷ রীতিমত ব্যবসায়িক সাফল্য অর্জন করছে তাঁর এই নতুন ছবি ৷ এবার নিজের 523 তম ছবির জন্য ছবির জন্য শ্যুটিং শুরু করলেন এই অভিনেতা ৷ ছবির নাম 'আইবি 71' (Anupam Kher New Film IB 71) ৷ গাছের পরিচয় যেমন ফলে তেমন এই ছবির নামই জানিয়ে দিচ্ছে আদ্যপান্ত অ্যাকশন থ্রিলার হতে চলেছে এই কাহিনি ৷

ছবিতে তুলে ধরা হবে 1971 সালের ভারত-পাক যুদ্ধের গল্প ৷ অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের সংস্থা অ্যাকশন হিরো ফিল্মসের প্রযোজনায় পর্দায় আসতে চলেছে অনুপমের এই নতুন ছবি ৷ ছবিতে অভিনেতা বিদ্যুৎকেও দেখা যাবে একজন ইন্টিলিজেন্স অফিসারের ভূমিকায় ৷ 'আইবি 71' ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সংকল্প রেড্ডি ৷ এর আগে 'দ্য গাজি অ্যাটাক'-এর মত ছবি পরিচালনার দায়িত্ব সামলেছেন সংকল্প ৷

আরও পড়ুন : আর্মিতে যোগ দিতে মধ্যরাতে দৌড়ের অনুশীলন তরুণের, পরিচালকের ভাইরাল ভিডিয়োয় নেটিজেনদের কুর্নিশ

নিজের এই নতুন ছবির কথা জানাতে গিয়ে অনুপম লেখেন, "আমার 523 তম ছবি 'আইবি 71' এর জন্য কাজ শুরু করলাম এবং সঙ্গে রয়েছেন বিদ্যুৎ জামওয়ালের মত প্রতিভাবান এবং বিনয়ী শিল্পী ৷ তার সংস্থা অ্যাকশন হিরো ফিল্মস এটি প্রযোজনা করছে ৷ সংকল্প রেড্ডি যিনি 'দ্য গাজি অ্যাটাক'-এর মত ছবি পরিচালনা করেছেন তিনিই এই দারুণ থ্রিলারটির পরিচালনা করছেন ৷ জয় হো এবং জয় হিন্দ !"

মুম্বই, 22 মার্চ : 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে তাঁর অভিনয় দিয়ে সিনে সমালোচক থেকে সিনে প্রেমী সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের ৷ রীতিমত ব্যবসায়িক সাফল্য অর্জন করছে তাঁর এই নতুন ছবি ৷ এবার নিজের 523 তম ছবির জন্য ছবির জন্য শ্যুটিং শুরু করলেন এই অভিনেতা ৷ ছবির নাম 'আইবি 71' (Anupam Kher New Film IB 71) ৷ গাছের পরিচয় যেমন ফলে তেমন এই ছবির নামই জানিয়ে দিচ্ছে আদ্যপান্ত অ্যাকশন থ্রিলার হতে চলেছে এই কাহিনি ৷

ছবিতে তুলে ধরা হবে 1971 সালের ভারত-পাক যুদ্ধের গল্প ৷ অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের সংস্থা অ্যাকশন হিরো ফিল্মসের প্রযোজনায় পর্দায় আসতে চলেছে অনুপমের এই নতুন ছবি ৷ ছবিতে অভিনেতা বিদ্যুৎকেও দেখা যাবে একজন ইন্টিলিজেন্স অফিসারের ভূমিকায় ৷ 'আইবি 71' ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সংকল্প রেড্ডি ৷ এর আগে 'দ্য গাজি অ্যাটাক'-এর মত ছবি পরিচালনার দায়িত্ব সামলেছেন সংকল্প ৷

আরও পড়ুন : আর্মিতে যোগ দিতে মধ্যরাতে দৌড়ের অনুশীলন তরুণের, পরিচালকের ভাইরাল ভিডিয়োয় নেটিজেনদের কুর্নিশ

নিজের এই নতুন ছবির কথা জানাতে গিয়ে অনুপম লেখেন, "আমার 523 তম ছবি 'আইবি 71' এর জন্য কাজ শুরু করলাম এবং সঙ্গে রয়েছেন বিদ্যুৎ জামওয়ালের মত প্রতিভাবান এবং বিনয়ী শিল্পী ৷ তার সংস্থা অ্যাকশন হিরো ফিল্মস এটি প্রযোজনা করছে ৷ সংকল্প রেড্ডি যিনি 'দ্য গাজি অ্যাটাক'-এর মত ছবি পরিচালনা করেছেন তিনিই এই দারুণ থ্রিলারটির পরিচালনা করছেন ৷ জয় হো এবং জয় হিন্দ !"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.