মুম্বই, 22 মার্চ : 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে তাঁর অভিনয় দিয়ে সিনে সমালোচক থেকে সিনে প্রেমী সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের ৷ রীতিমত ব্যবসায়িক সাফল্য অর্জন করছে তাঁর এই নতুন ছবি ৷ এবার নিজের 523 তম ছবির জন্য ছবির জন্য শ্যুটিং শুরু করলেন এই অভিনেতা ৷ ছবির নাম 'আইবি 71' (Anupam Kher New Film IB 71) ৷ গাছের পরিচয় যেমন ফলে তেমন এই ছবির নামই জানিয়ে দিচ্ছে আদ্যপান্ত অ্যাকশন থ্রিলার হতে চলেছে এই কাহিনি ৷
ছবিতে তুলে ধরা হবে 1971 সালের ভারত-পাক যুদ্ধের গল্প ৷ অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের সংস্থা অ্যাকশন হিরো ফিল্মসের প্রযোজনায় পর্দায় আসতে চলেছে অনুপমের এই নতুন ছবি ৷ ছবিতে অভিনেতা বিদ্যুৎকেও দেখা যাবে একজন ইন্টিলিজেন্স অফিসারের ভূমিকায় ৷ 'আইবি 71' ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সংকল্প রেড্ডি ৷ এর আগে 'দ্য গাজি অ্যাটাক'-এর মত ছবি পরিচালনার দায়িত্ব সামলেছেন সংকল্প ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
নিজের এই নতুন ছবির কথা জানাতে গিয়ে অনুপম লেখেন, "আমার 523 তম ছবি 'আইবি 71' এর জন্য কাজ শুরু করলাম এবং সঙ্গে রয়েছেন বিদ্যুৎ জামওয়ালের মত প্রতিভাবান এবং বিনয়ী শিল্পী ৷ তার সংস্থা অ্যাকশন হিরো ফিল্মস এটি প্রযোজনা করছে ৷ সংকল্প রেড্ডি যিনি 'দ্য গাজি অ্যাটাক'-এর মত ছবি পরিচালনা করেছেন তিনিই এই দারুণ থ্রিলারটির পরিচালনা করছেন ৷ জয় হো এবং জয় হিন্দ !"