হায়দরাবাদ, 4 জুন: বলিউডের অভিনেতা কার্তিক আরিয়ানকে নিয়ে থাপ্পড়ের পরিচালক অনুভব সিনহার টুইট চমকে দিল সবাইকে ৷ কার্তিকের বিরুদ্ধে প্রচার চালানোর জন্য ইন্ডাস্ট্রির সবাইকে একহাত নিয়েছেন তিনি ৷
দোস্তানা 2 ও শাহরুখ খানের প্রোডাকশন ফ্রেডির মতো বিভিন্ন বড় হিন্দি ফিল্ম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কার্তিক আরিয়ানকে ৷ বলিউডের আনাচে কানাচে এমনই নানা গুঞ্জন ছড়িয়েছে ৷ আনন্দ এল রাইয়ের আপকামিং ফিল্ম থেকেও কার্তিককে বের করে দেওয়া হয়েছে বলে খবর রটে ৷ তবে রাইয়ের মুখপাত্র এই গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ৷
তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন, "এগুলো সব ভিত্তিহীন গুজব ৷ বিভিন্ন ফিল্মের জন্য কার্তিকের সঙ্গে দেখা করেছি এবং এখনও তাঁর সঙ্গে কথা চলছে ৷ আয়ুষ্মানকে নিয়ে একসঙ্গে আমরা আর একটা ফিল্ম করছি ৷ এই খবর ঠিক নয় ৷"
আরও পড়ুন: নুসরত সন্তানসম্ভবা ? বাবা হতে চলেছেন যশ ?
যে খবরগুলি রটেছে তা সম্পর্কে টুইটে অনুভব সিনহা লিখেছেন, "যখন কোনও অভিনেতাকে বাদ দেওয়া হয় বা এর উলটোটা হয়, তখন তাঁরা এই নিয়ে কোনও কথা বলেন না ৷ এই নিয়ে এত কথা ঠিক না ৷ আমি ওঁকে খুবই শ্রদ্ধা করি ৷"
পরবর্তীতে ধামাকা ও ভুল ভুলাইয়া 2-তে দেখা যাবে কার্তিককে ৷