ETV Bharat / sitara

Oscars 2022 : অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে ডাক পেলেন অ্যান্থনি হপকিন্স, উমা থারম্যানরা - Oscars 2022

বুধবার 94তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের জন্য অতিরিক্ত উপস্থাপকদের এই সূচী ঘোষণা করলেন শোয়ের প্রযোজক উইল পার্কার এবং শায়লা কোয়ান ৷ রয়েছেন অ্যান্থনি হপকিন্স, লিলি জেমস, জন লেগুইজামো, সিমু লিউ, রামি মালেক এবং উমা থারম্যান (Uma Thurman and more to present at Oscars)।

Oscars 2022 News
অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে ডাক পেলেন অ্যান্থনি হপকিন্স
author img

By

Published : Mar 9, 2022, 2:29 PM IST

লস অ্যাঞ্জেলস, 9 মার্চ : আগামী 27 মার্চ অনুষ্ঠিত হতে চলেছে 94তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান ৷ সারা বিশ্বব্যাপী বিভিন্ন নির্মাতাদের নানা ভাষার ছবি, অভিনয়কে সম্মানিত করবে এই মঞ্চ ৷ এবার সামনে এল এই অনুষ্ঠানের নতুন কিছু উপস্থাপকদের নাম ৷ বুধবার এই শোয়ের প্রযোজক উইল পার্কার এবং শায়লা কোয়ান অতিরিক্ত উপস্থাপকদের এই সূচী ঘোষণা করেছেন (Additional Presenters For the 94th Oscars) ৷

এই তালিকায় রয়েছেন রুথ ই কার্টার, অ্যান্থনি হপকিন্স, লিলি জেমস, জন লেগুইজামো, সিমু লিউ, রামি মালেক এবং উমা থারম্যান। এছাড়া এর আগেই বেশকিছু উপস্থাপকদের নাম ঘোষণা করেছিল কতৃপক্ষ ৷ তাঁরা হলেন কেভিন কস্টনার, জো ক্রাভিটজ, লেডি গগা, রোজি পেরেজ, ক্রিস রক এবং ইউহ-জং ইউন ।

আরও পড়ুন : 'পাঠান'-এ কেমন হতে চলেছে বাদশার অবতার ? জল্পনার মাঝে প্রকাশ্য়ে নয়া লুক

জানানো গিয়েছে, আগামি সপ্তাহে আরও বেশকিছু নতুন উপস্থাপকদের এই শোয়ে সুযোগ দিতে চলেছে কতৃপক্ষ ৷ 27 মার্চ অর্থাৎ রবিবার হাইল্যান্ডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান ৷

লস অ্যাঞ্জেলস, 9 মার্চ : আগামী 27 মার্চ অনুষ্ঠিত হতে চলেছে 94তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান ৷ সারা বিশ্বব্যাপী বিভিন্ন নির্মাতাদের নানা ভাষার ছবি, অভিনয়কে সম্মানিত করবে এই মঞ্চ ৷ এবার সামনে এল এই অনুষ্ঠানের নতুন কিছু উপস্থাপকদের নাম ৷ বুধবার এই শোয়ের প্রযোজক উইল পার্কার এবং শায়লা কোয়ান অতিরিক্ত উপস্থাপকদের এই সূচী ঘোষণা করেছেন (Additional Presenters For the 94th Oscars) ৷

এই তালিকায় রয়েছেন রুথ ই কার্টার, অ্যান্থনি হপকিন্স, লিলি জেমস, জন লেগুইজামো, সিমু লিউ, রামি মালেক এবং উমা থারম্যান। এছাড়া এর আগেই বেশকিছু উপস্থাপকদের নাম ঘোষণা করেছিল কতৃপক্ষ ৷ তাঁরা হলেন কেভিন কস্টনার, জো ক্রাভিটজ, লেডি গগা, রোজি পেরেজ, ক্রিস রক এবং ইউহ-জং ইউন ।

আরও পড়ুন : 'পাঠান'-এ কেমন হতে চলেছে বাদশার অবতার ? জল্পনার মাঝে প্রকাশ্য়ে নয়া লুক

জানানো গিয়েছে, আগামি সপ্তাহে আরও বেশকিছু নতুন উপস্থাপকদের এই শোয়ে সুযোগ দিতে চলেছে কতৃপক্ষ ৷ 27 মার্চ অর্থাৎ রবিবার হাইল্যান্ডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.