ETV Bharat / sitara

এক ঝাঁক নতুন মুখকে নিয়ে আসছে অনিন্দ্যর নতুন ছবি - SVF entertainments

আসছে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'প্রেম টেম'। অভিনয় করেছেন সৌম্য মুখোপাধ্যায়, সুস্মিতা ও শ্বেতা । সবাই ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন ।

ে্ি
ে্ি
author img

By

Published : Jun 30, 2020, 9:57 PM IST

কলকাতা : 'ওপেন টি বায়োস্কোপ', 'প্রজাপতি বিস্কুট', 'মনোজদের অদ্ভুত বাড়ি'-র মতো একাধিক ছবি পরিচালনা করেছেন গায়ক ও গীতিকার অনিন্দ্য চট্টোপাধ্যায় । তাঁর নতুন ছবি 'প্রেম টেম'। ছবিটি প্রযোজনা করছে SVF এন্টারটেনমেন্টস ।

অনিন্দ্যর প্রত্যেক ছবিতে থাকে এক অন্য ধরনের বৈশিষ্ট্য । উত্তর কলকাতার প্রতিচ্ছবি কিংবা সাহিত্যের রসদ । কখনও সেই ছবিতে তুলে ধরা হয় বয়ঃসন্ধির সময়কার বিভিন্ন স্তর, কখনও কিশোর জীবনের ঝলক । তো কখনও সামাজিক বিষয়কে কেন্দ্র করে ছবি তৈরি করেছেন তিনি । যদিও এই নতুন ছবি আদতে একটি রোম্যান্টিক কমেডি । প্রযোজনা সংস্থার তরফে সে কথা জানানো হয়েছে ।

এই ছবিতে অভিনয় করেছেন সৌম্য মুখোপাধ্যায়, সুস্মিতা ও শ্বেতা । সবাই ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন । 'ওপেন টি বায়োস্কোপ' ছবিতে একঝাঁক নতুন মুখের সঙ্গে পরিচয় করিয়েছিলেন অনিন্দ্য । আর সেই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি দেন তিনি । সেই ব্যতিক্রম ঘটেনি 'প্রজাপতি বিস্কুট' ও 'মনোজদের অদ্ভুত বাড়ি'-র ক্ষেত্রেও ।

অনিন্দ্যর ছবির মাধ্যমেই ঋদ্ধি সেন, সুরঙ্গনা, ইশা সাহার মত পরবর্তী প্রজন্মের তারকাদের পেয়েছেন দর্শকরা । আশা করা যায়, আগামীদিনে সৌম্য, সুস্মিতা ও শ্বেতাও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন এই বিনোদন জগতে ।

ইতিমধ্যেই শুরু হয়েছে 'প্রেম টেম'-এর শুটিং । রাজ্যে লকডাউন শিথিল হওয়ার পরই শুরু হয়েছে ছবির ডাবিং ।

কলকাতা : 'ওপেন টি বায়োস্কোপ', 'প্রজাপতি বিস্কুট', 'মনোজদের অদ্ভুত বাড়ি'-র মতো একাধিক ছবি পরিচালনা করেছেন গায়ক ও গীতিকার অনিন্দ্য চট্টোপাধ্যায় । তাঁর নতুন ছবি 'প্রেম টেম'। ছবিটি প্রযোজনা করছে SVF এন্টারটেনমেন্টস ।

অনিন্দ্যর প্রত্যেক ছবিতে থাকে এক অন্য ধরনের বৈশিষ্ট্য । উত্তর কলকাতার প্রতিচ্ছবি কিংবা সাহিত্যের রসদ । কখনও সেই ছবিতে তুলে ধরা হয় বয়ঃসন্ধির সময়কার বিভিন্ন স্তর, কখনও কিশোর জীবনের ঝলক । তো কখনও সামাজিক বিষয়কে কেন্দ্র করে ছবি তৈরি করেছেন তিনি । যদিও এই নতুন ছবি আদতে একটি রোম্যান্টিক কমেডি । প্রযোজনা সংস্থার তরফে সে কথা জানানো হয়েছে ।

এই ছবিতে অভিনয় করেছেন সৌম্য মুখোপাধ্যায়, সুস্মিতা ও শ্বেতা । সবাই ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন । 'ওপেন টি বায়োস্কোপ' ছবিতে একঝাঁক নতুন মুখের সঙ্গে পরিচয় করিয়েছিলেন অনিন্দ্য । আর সেই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি দেন তিনি । সেই ব্যতিক্রম ঘটেনি 'প্রজাপতি বিস্কুট' ও 'মনোজদের অদ্ভুত বাড়ি'-র ক্ষেত্রেও ।

অনিন্দ্যর ছবির মাধ্যমেই ঋদ্ধি সেন, সুরঙ্গনা, ইশা সাহার মত পরবর্তী প্রজন্মের তারকাদের পেয়েছেন দর্শকরা । আশা করা যায়, আগামীদিনে সৌম্য, সুস্মিতা ও শ্বেতাও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন এই বিনোদন জগতে ।

ইতিমধ্যেই শুরু হয়েছে 'প্রেম টেম'-এর শুটিং । রাজ্যে লকডাউন শিথিল হওয়ার পরই শুরু হয়েছে ছবির ডাবিং ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.