ETV Bharat / sitara

37তম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে আবেগী পোস্ট অনিল কাপুরের - anil kapoor sunita kapoor 34 wedding anniversary

37 তম বিবাহবার্ষিকীতে স্ত্রী সুনীতা কুমারের জন্য একটি আবেগী বার্তা পোস্ট করলেন বলিউডের অভিনেতা অনিল কাপুর ৷

anil-kapoor-pens-a-sweet-message-for-wife-sunita-on-37th-wedding-anniversary
37তম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে আবেগী পোস্ট অনিল কাপুরের
author img

By

Published : May 19, 2021, 7:58 PM IST

মুম্বই, 19 মে: আজ 37তম বিবাহবার্ষিকী পালন করলেন বলিউডের এভারগ্রিন অভিনেতা অনিল কাপুর ৷ এই বিশেষ দিনে স্ত্রী সুনীতা কুমারের জন্য একটু আবেগী বার্তা দিয়েছেন তিনি ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে স্ত্রীর সঙ্গে সুন্দর কিছু মুহূর্তের পুরনো ছবি পোস্ট করেছেন অনিল কাপুর ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "আমাদের ভালোবাসার সামনে সব ভালোবাসার গল্প ও ভালোবাসা কম পড়ে যায় ৷ তুমি আমার পাশে থাকলে আমি নিজেরে সুরক্ষিত মনে করি ৷ আনন্দিত মনে করি ৷ তুমি আমাদের পরিবারের শয্যা ৷ তোমাকে ছাড়া জীবনে আমরা কিছু ভাবতে পারি না ৷"

আরও পড়ুন: নয়া বিধায়ক ও তারকাদের উদ্যোগে ফের সেফ হোম পেল শহর

অনিল আরও লিখেছেন, "তোমাকে সারাজীবন ভালোবেসেই কাটিয়ে দেব এটা আমার অঙ্গীকার ৷ তোমার এটাই প্রাপ্য ৷ শুভ বিবাহবার্ষিকী ৷"

মুম্বই, 19 মে: আজ 37তম বিবাহবার্ষিকী পালন করলেন বলিউডের এভারগ্রিন অভিনেতা অনিল কাপুর ৷ এই বিশেষ দিনে স্ত্রী সুনীতা কুমারের জন্য একটু আবেগী বার্তা দিয়েছেন তিনি ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে স্ত্রীর সঙ্গে সুন্দর কিছু মুহূর্তের পুরনো ছবি পোস্ট করেছেন অনিল কাপুর ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "আমাদের ভালোবাসার সামনে সব ভালোবাসার গল্প ও ভালোবাসা কম পড়ে যায় ৷ তুমি আমার পাশে থাকলে আমি নিজেরে সুরক্ষিত মনে করি ৷ আনন্দিত মনে করি ৷ তুমি আমাদের পরিবারের শয্যা ৷ তোমাকে ছাড়া জীবনে আমরা কিছু ভাবতে পারি না ৷"

আরও পড়ুন: নয়া বিধায়ক ও তারকাদের উদ্যোগে ফের সেফ হোম পেল শহর

অনিল আরও লিখেছেন, "তোমাকে সারাজীবন ভালোবেসেই কাটিয়ে দেব এটা আমার অঙ্গীকার ৷ তোমার এটাই প্রাপ্য ৷ শুভ বিবাহবার্ষিকী ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.