ETV Bharat / sitara

Anil and Harsh Varrdhan Kapoor : পর্দায় এবার পিতা-পুত্রের জুটি, ছেলের সঙ্গে অভিনয়ে অনিল কাপুর

author img

By

Published : Feb 21, 2022, 8:49 PM IST

এবার পর্দায় জুটি বাঁধছেন বাস্তবের পিতাপুত্র অনিল কাপুর এবং হর্ষবর্ধন কাপুর (Harsh Varrdhan Kapoor film with father Anil Kapoor)৷ নেটফ্লিক্সে মুক্তি পেতে চলা এই নতুন ছবির নাম 'থর' ৷

Anil Kapoor, Harsh Varrdhan Kapoor team up for revenge thriller Thar
পর্দায় জুটি বাঁধঝছেন অনিল-হর্ষবর্ধন

মুম্বই, 21 ফেব্রুয়ারি : সিনেমা প্রেমীদের জন্য় সোমবার বড় সুখবর দিল নেটফ্লিক্স ৷ নতুন একটি থ্রিলার ছবির জন্য পর্দায় জুটি বাঁধছেন বাস্তবজীবনের পিতাপুত্র অনিল কাপুর এবং হর্ষবর্ধন কাপুর (Anil Harsh Varrdhan Kapoor Netflix Film) ৷ ছবির নাম 'থর' ৷ এই ছবির হাত ধরেই পরিচালনায় হাতেখড়ি হচ্ছে রাজ সিং চৌধুরীর ৷ ছবির প্রযোজনার দায়িত্বে থাকছে অভিনেতা অনিল কাপুরের সংস্থা 'অনিল কাপুর ফিল্ম কোম্পানি' ৷ চিত্রনাট্য রচনার কাজে খ্যাতনামা পরিচালক অনুরাগ কাশ্য়পেরও সহায়তা নিয়েছেন রাজ ৷

ওয়েস্টার্ন ছবি 'নোয়ার' থেকে অনুপ্রাণিত এই ছবিটি একটি পিরিয়ড ফিল্ম ৷ এখানে তুলে ধরা হবে আশির দশকের গল্প ৷ হর্ষবর্ধন এখানে অভিনয় করতে চলেছেন সিদ্ধার্থ নামক একটি চরিত্রে ৷ আপাতত ছবির সম্পর্কে এটুকুই বলা হয়েছে, কাজের সূত্রে রাজস্থানের পুষ্করে যেতে হয় সিদ্ধার্থকে ৷ সেখানেই নিজের অতীতের একটি ঘটনার প্রতিশোধ নেওয়ার যাত্রা শুরু করেন তিনি ৷ কিন্তু সিদ্ধার্থ কি প্রতিশোধ নেবেন নাকি পুষ্কর তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেবে ?

আরও পড়ুন: বছরের সেরা ছবির পুরস্কার জিতে নিল 'পুষ্পা: দ্য রাইজ'

ছবি প্রসঙ্গে বলতে গিয়ে অনিল কাপুর বললেন, "এটি এমন একটি থ্রিলার যা ক্লাসিক ওয়েস্টার্ন ধারাকে সম্মান জানায় ৷ ভারতীয় সিনেমা এবং দর্শকদের জন্য এই প্রথম । 'থর' হল একটি খোলা ময়দান যেখানে নতুন রক্তের উদ্দীপনা, অভিজ্ঞতার সঙ্গে মিলিত হয় । তা সে পর্দার বাইরের কথাই বলি বা পর্দার কথা ৷" ছবির মুক্তির তারিখ প্রকাশ্যে আসেনি ৷ তবে নাকি ওটিটি প্ল্যাটফর্মে শীঘ্রই মুক্তি পাবে ছবিটি ৷

মুম্বই, 21 ফেব্রুয়ারি : সিনেমা প্রেমীদের জন্য় সোমবার বড় সুখবর দিল নেটফ্লিক্স ৷ নতুন একটি থ্রিলার ছবির জন্য পর্দায় জুটি বাঁধছেন বাস্তবজীবনের পিতাপুত্র অনিল কাপুর এবং হর্ষবর্ধন কাপুর (Anil Harsh Varrdhan Kapoor Netflix Film) ৷ ছবির নাম 'থর' ৷ এই ছবির হাত ধরেই পরিচালনায় হাতেখড়ি হচ্ছে রাজ সিং চৌধুরীর ৷ ছবির প্রযোজনার দায়িত্বে থাকছে অভিনেতা অনিল কাপুরের সংস্থা 'অনিল কাপুর ফিল্ম কোম্পানি' ৷ চিত্রনাট্য রচনার কাজে খ্যাতনামা পরিচালক অনুরাগ কাশ্য়পেরও সহায়তা নিয়েছেন রাজ ৷

ওয়েস্টার্ন ছবি 'নোয়ার' থেকে অনুপ্রাণিত এই ছবিটি একটি পিরিয়ড ফিল্ম ৷ এখানে তুলে ধরা হবে আশির দশকের গল্প ৷ হর্ষবর্ধন এখানে অভিনয় করতে চলেছেন সিদ্ধার্থ নামক একটি চরিত্রে ৷ আপাতত ছবির সম্পর্কে এটুকুই বলা হয়েছে, কাজের সূত্রে রাজস্থানের পুষ্করে যেতে হয় সিদ্ধার্থকে ৷ সেখানেই নিজের অতীতের একটি ঘটনার প্রতিশোধ নেওয়ার যাত্রা শুরু করেন তিনি ৷ কিন্তু সিদ্ধার্থ কি প্রতিশোধ নেবেন নাকি পুষ্কর তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেবে ?

আরও পড়ুন: বছরের সেরা ছবির পুরস্কার জিতে নিল 'পুষ্পা: দ্য রাইজ'

ছবি প্রসঙ্গে বলতে গিয়ে অনিল কাপুর বললেন, "এটি এমন একটি থ্রিলার যা ক্লাসিক ওয়েস্টার্ন ধারাকে সম্মান জানায় ৷ ভারতীয় সিনেমা এবং দর্শকদের জন্য এই প্রথম । 'থর' হল একটি খোলা ময়দান যেখানে নতুন রক্তের উদ্দীপনা, অভিজ্ঞতার সঙ্গে মিলিত হয় । তা সে পর্দার বাইরের কথাই বলি বা পর্দার কথা ৷" ছবির মুক্তির তারিখ প্রকাশ্যে আসেনি ৷ তবে নাকি ওটিটি প্ল্যাটফর্মে শীঘ্রই মুক্তি পাবে ছবিটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.