মুম্বই, 13 ফেব্রুয়ারি: আবারও বিপাকে বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty latest news) ৷ তাঁর বিরুদ্ধে সমন জারি করল আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালত (Andheri court summons Shilpa Shetty) ৷ শুধু শিল্পাই নন, তাঁর গোটা পরিবারকে সমন পাঠিয়েছে আদালত ৷ সেই তালিকায় নাম রয়েছে শিল্পার বোন শমিতা শেট্টি ও তাঁদের মা সুনন্দা শেট্টিরও ৷ 21 লাখ টাকার ঋণ না-মেটানোর অভিযোগে তাঁদের সমন পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ৷
শিল্পা ও তাঁর পরিবার 21 লাখ টাকার ঋণ শোধ করেননি, জুহু থানায় এমনই অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী পারহাদ আম্রা ৷ সেই অভিযোগের ভিত্তিতে আগামী 28 ফেব্রুয়ারি শিল্পা ও তাঁর মা-বোনকে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত ৷
আরও পড়ুন: Shilpa Wishes Shamita : জন্মদিনে বোন শমিতাকে শুভেচ্ছা জানিয়ে ভিডিয়ো শেয়ার করলেন শিল্পা
অভিযোগে বলা হয়েছে, ঋণটি নিয়েছিলেন শিল্পার বাবা সুরেন্দ্র শেট্টি (shilpa shetty and family summoned by andheri court for non payment of loan) ৷ অটোমোবাইল এজেন্সির মালিক আম্রার অভিযোগ, 2015 সালে তাঁর কাছ থেকে ঋণ নিয়েছিলেন শিল্পার বাবা ৷ 2017 সালের জানুয়ারি মাসের মধ্যে তা শোধ করার কথা ছিল ৷ তবে সেই টাকা আর শোধ করা হয়নি ৷ এখন শিল্পা, শমিতা ও তাঁদের মা সেই ঋণ শোধ করতে অস্বীকার করছেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী ৷
আরও পড়ুন: Shilpa-Raj : ফের বিপাকে শিল্পা-রাজ, প্রতারণার অভিযোগ ব্যবসায়ীর