ETV Bharat / sitara

Ananya Panday and Vijay Deverkonda : লাস ভেগাসে ঘোড়ায় চেপে কোথায় চললেন অনন্যা ?

লাস ভেগাসে ঘোড়ায় চেপে ঘুরে বেড়াচ্ছেন অনন্যা পাণ্ডে (Ananya Panday)৷ তাঁর আপকামিং ফিল্ম 'লাইগার'-এর শুটিঙের ফাঁকে এমনই এক ভাল সময় কাটানোর ছবি পোস্ট করলেন অভিনেত্রী ৷

Ananya Panday and Vijay Deverkonda enjoy horse riding on sets of 'Liger', shares her pic
লাস ভেগাসে ঘোড়ায় চেপে কোথায় চললেন অনন্যা ?
author img

By

Published : Nov 21, 2021, 9:50 PM IST

মুম্বই, 21 নভেম্বর: তাঁর আপকামিং ফিল্ম 'লাইগার'-এর শুটিং চলছে লাস ভেগাসে ৷ তাই বিদেশ-বিভুঁইয়ে বেজায় ব্যস্ত বলিউডের অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)৷ তবে শুটিঙের ফাঁকে একেবারে নিজের জন্য ভালো সময় কাটানোর সুযোগ ছাড়ছেন না তিনি ৷ ধরে রাখছেন তাঁর এই সফরের স্মৃতি ৷ সে রকমই একটা মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করলেন চাঙ্কি পাণ্ডের কন্যা ৷ পোস্ট করেছেন তাঁর ঘোড়ায় চড়ার ছবি ৷

রবিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবিটি পোস্ট করেন অনন্যা পাণ্ডে ৷ সেখানে দেখা যাচ্ছে, একটি বাদামি রঙের ঘোড়ায় সওয়ার হয়েছেন তিনি ৷ পরনে হলুদ রঙের টি-শার্ট, কালো প্যান্ট ও মাথায় কাউবয় হ্যাট ৷ ছবির ক্যাপশনে অনন্যা লিখেছেন, "yay or neigh"৷

Ananya Panday and Vijay Deverkonda enjoy horse riding on sets of 'Liger', shares her pic
লাস ভেগাসে ঘোড়ায় চেপে কোথায় চললেন অনন্যা ?

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আর একটি ছবি পোস্ট করেছেন অনন্যা ৷ সেখানে দেখা যাচ্ছে, তিনি একাই নন ৷ তাঁর সঙ্গে ঘোড়সওয়ারে বেরিয়েছেন তাঁর সহ-অভিনেতা বিজয় দেবেরকোন্ডা ৷ গোধুলী আলোর ব্যাকগ্রাউন্ডে দিব্যি ঘোড়ায় চড়ে আনন্দের দিন কাটাচ্ছেন দুই অভিনেতা ৷

আরও পড়ুন: Ena Shieladitya Interview: যশ-নুসরতের আসন্ন ছবি নিয়ে একান্ত আড্ডায় শিলাদিত্য-এনা

বিজয় ও অনন্যা ছাড়াও এই ছবিতে রয়েছেন বক্সিঙের কিংবদন্তি মাইক টাইসন ৷ 'লাইগার' ফিল্ম দিয়েই বলিউডে ডেবিউ হতে চলেছে তাঁর ৷ এই ছবি তৈরির কথা ঘোষণা হওয়ার পর থেকেই এটি নিয়ে দর্শকদের উৎসাহ চরমে ছিল ৷ তবে কোভিড আবহে বন্ধ রাখতে হয়েছিল শুটিং ৷ দ্বিতীয় ঢেউ কিছুটা অস্তমিত হওয়ার পর লাস ভেগাসে ফের ছবির শুটিং শুরু হয়েছে ৷

Ananya Panday and Vijay Deverkonda enjoy horse riding on sets of 'Liger', shares her pic
ঘোড়সওয়ার বিজয় ও অনন্যা

আরও পড়ুন: Kangana Ranaut : খালিস্তানি জঙ্গির সঙ্গে কৃষকদের তুলনা, কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের

'লাইগার' ছাড়াও আগামী দিনে অনন্যা পাণ্ডের হাতে যে কাজগুলি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল, 'খো গয়ে হাম কাহাঁ' ও শকুন বাত্রার পরবর্তী ছবি, যার নাম এখনও ঠিক হয়নি ৷

আরও পড়ুন: Bollywood on Farm Laws: "শিক্ষা নিক ভবিষ্যতের সরকার", কৃষি আইন প্রত্যাহারে খুশি বলিউড

মুম্বই, 21 নভেম্বর: তাঁর আপকামিং ফিল্ম 'লাইগার'-এর শুটিং চলছে লাস ভেগাসে ৷ তাই বিদেশ-বিভুঁইয়ে বেজায় ব্যস্ত বলিউডের অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)৷ তবে শুটিঙের ফাঁকে একেবারে নিজের জন্য ভালো সময় কাটানোর সুযোগ ছাড়ছেন না তিনি ৷ ধরে রাখছেন তাঁর এই সফরের স্মৃতি ৷ সে রকমই একটা মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করলেন চাঙ্কি পাণ্ডের কন্যা ৷ পোস্ট করেছেন তাঁর ঘোড়ায় চড়ার ছবি ৷

রবিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবিটি পোস্ট করেন অনন্যা পাণ্ডে ৷ সেখানে দেখা যাচ্ছে, একটি বাদামি রঙের ঘোড়ায় সওয়ার হয়েছেন তিনি ৷ পরনে হলুদ রঙের টি-শার্ট, কালো প্যান্ট ও মাথায় কাউবয় হ্যাট ৷ ছবির ক্যাপশনে অনন্যা লিখেছেন, "yay or neigh"৷

Ananya Panday and Vijay Deverkonda enjoy horse riding on sets of 'Liger', shares her pic
লাস ভেগাসে ঘোড়ায় চেপে কোথায় চললেন অনন্যা ?

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আর একটি ছবি পোস্ট করেছেন অনন্যা ৷ সেখানে দেখা যাচ্ছে, তিনি একাই নন ৷ তাঁর সঙ্গে ঘোড়সওয়ারে বেরিয়েছেন তাঁর সহ-অভিনেতা বিজয় দেবেরকোন্ডা ৷ গোধুলী আলোর ব্যাকগ্রাউন্ডে দিব্যি ঘোড়ায় চড়ে আনন্দের দিন কাটাচ্ছেন দুই অভিনেতা ৷

আরও পড়ুন: Ena Shieladitya Interview: যশ-নুসরতের আসন্ন ছবি নিয়ে একান্ত আড্ডায় শিলাদিত্য-এনা

বিজয় ও অনন্যা ছাড়াও এই ছবিতে রয়েছেন বক্সিঙের কিংবদন্তি মাইক টাইসন ৷ 'লাইগার' ফিল্ম দিয়েই বলিউডে ডেবিউ হতে চলেছে তাঁর ৷ এই ছবি তৈরির কথা ঘোষণা হওয়ার পর থেকেই এটি নিয়ে দর্শকদের উৎসাহ চরমে ছিল ৷ তবে কোভিড আবহে বন্ধ রাখতে হয়েছিল শুটিং ৷ দ্বিতীয় ঢেউ কিছুটা অস্তমিত হওয়ার পর লাস ভেগাসে ফের ছবির শুটিং শুরু হয়েছে ৷

Ananya Panday and Vijay Deverkonda enjoy horse riding on sets of 'Liger', shares her pic
ঘোড়সওয়ার বিজয় ও অনন্যা

আরও পড়ুন: Kangana Ranaut : খালিস্তানি জঙ্গির সঙ্গে কৃষকদের তুলনা, কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের

'লাইগার' ছাড়াও আগামী দিনে অনন্যা পাণ্ডের হাতে যে কাজগুলি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল, 'খো গয়ে হাম কাহাঁ' ও শকুন বাত্রার পরবর্তী ছবি, যার নাম এখনও ঠিক হয়নি ৷

আরও পড়ুন: Bollywood on Farm Laws: "শিক্ষা নিক ভবিষ্যতের সরকার", কৃষি আইন প্রত্যাহারে খুশি বলিউড

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.