ETV Bharat / sitara

Amitabh Bachchan sends legal notice: পানমশলা ব্র্যান্ডকে আইনি নোটিস অমিতাভের, কেন ? - পানমশলা কোম্পানিকে আইনি নোটিস

কমলা পসন্দ পানমশলার কোম্পানিকে আইনি নোটিস (Legal notice to Kamla Pasand pan masala brand) পাঠালেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan sends legal notice)৷

Amitabh Bachchan sends legal notice to Kamla Pasand pan masala brand
পানমশলা ব্র্যান্ডকে আইনি নোটিস অমিতাভের, কেন ?
author img

By

Published : Nov 24, 2021, 9:51 PM IST

মুম্বই, 24 নভেম্বর: তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে ৷ তবু নিজেদের বিজ্ঞাপনে তাঁর ছবিই দেখিয়ে চলেছে পানমশলা কোম্পানি ৷ এতেই বেজায় চটেছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan sends legal notice)৷ এতটাই, যে তিনি এ বার ওই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করলেন ৷ কমলা পসন্দ পানমশলার কোম্পানির বিরুদ্ধে আইনি নোটিস (Legal notice to Kamla Pasand pan masala brand) পাঠিয়েছেন বিগ বি ৷

অক্টোবরে তাঁর 79তম জন্মদিনে (Amitabh Bachchan Birthday) পানমশলার ব্র্যান্ড কমলা পসন্দের (Kamla Pasand pan masala TV Commercial) সঙ্গে তাঁর চুক্তি থেকে সরে এসেছেন অমিতাভ বচ্চন ৷ তার সপ্তাহখানেই আগেই জাতীয় তামাকবিরোধী সংস্থা তাঁকে পানমশলার প্রচার থেকে বিরত থাকার জন্য তাঁর কাছে আর্জি জানিয়েছিল ৷ বলিউডের শাহেনশাহ পানমশলার বিজ্ঞাপন করলে তার খারাপ প্রভাব দেশের যুব প্রজন্মের উপর পড়তে পারে, তাঁরা তামাকজাত দ্রব্যের প্রতি আসক্ত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল ওই সংস্থা ৷ তাঁদের আবেদনে সাড়া দিয়ে নিজের জন্মদিনে পানমশলার কোম্পানির সঙ্গে তিনি যে চুক্তিতে আবদ্ধ ছিলেন, তা থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন অমিতাভ ৷

আরও পড়ুন: Amitabh Bachchan: বলিউডে পূর্ণ 52 বছর, প্রথম ফিল্মের ছবি পোস্ট অমিতাভের

তবে তিনি চুক্তি থেকে বেরিয়ে এলেও কমলা পসন্দ পানমশলার বিজ্ঞাপনে এখনও দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনকে ৷ তার জেরেই কোম্পানিকে আইনি নোটিস পাঠিয়েছেন অভিনেতা ৷ সংবাদসংস্থা এএনআই-কে এই খবর নিশ্চিত করেছে বিশেষ একটি সূত্র ৷ সূত্রের তরফে বলা হয়েছে, "মিস্টার বচ্চনের অফিস থেকে জানা গিয়েছে, বচ্চনের সঙ্গে তাঁদের টিভির বিজ্ঞাপনগুলি অবিলম্বে বন্ধ করার কথা বলে কমলা পসন্দ কোম্পানিকে আইনি নোটিস পাঠানো হয়েছে ৷ দেখা যাচ্ছে, এনডোর্সমেন্ট চুক্তি শেষ হয়ে যাওয়া সত্ত্বেও তা এড়িয়ে গিয়ে টিভি কমার্শিয়ালে অমিতাভকে দেখানো হচ্ছে ৷"

আরও পড়ুন: Amitabh Bachchan Emoticon Faces: পাউট করছেন অমিতাভ, ধরা দিলেন ইমোজি লুকে

মুম্বই, 24 নভেম্বর: তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে ৷ তবু নিজেদের বিজ্ঞাপনে তাঁর ছবিই দেখিয়ে চলেছে পানমশলা কোম্পানি ৷ এতেই বেজায় চটেছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan sends legal notice)৷ এতটাই, যে তিনি এ বার ওই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করলেন ৷ কমলা পসন্দ পানমশলার কোম্পানির বিরুদ্ধে আইনি নোটিস (Legal notice to Kamla Pasand pan masala brand) পাঠিয়েছেন বিগ বি ৷

অক্টোবরে তাঁর 79তম জন্মদিনে (Amitabh Bachchan Birthday) পানমশলার ব্র্যান্ড কমলা পসন্দের (Kamla Pasand pan masala TV Commercial) সঙ্গে তাঁর চুক্তি থেকে সরে এসেছেন অমিতাভ বচ্চন ৷ তার সপ্তাহখানেই আগেই জাতীয় তামাকবিরোধী সংস্থা তাঁকে পানমশলার প্রচার থেকে বিরত থাকার জন্য তাঁর কাছে আর্জি জানিয়েছিল ৷ বলিউডের শাহেনশাহ পানমশলার বিজ্ঞাপন করলে তার খারাপ প্রভাব দেশের যুব প্রজন্মের উপর পড়তে পারে, তাঁরা তামাকজাত দ্রব্যের প্রতি আসক্ত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল ওই সংস্থা ৷ তাঁদের আবেদনে সাড়া দিয়ে নিজের জন্মদিনে পানমশলার কোম্পানির সঙ্গে তিনি যে চুক্তিতে আবদ্ধ ছিলেন, তা থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন অমিতাভ ৷

আরও পড়ুন: Amitabh Bachchan: বলিউডে পূর্ণ 52 বছর, প্রথম ফিল্মের ছবি পোস্ট অমিতাভের

তবে তিনি চুক্তি থেকে বেরিয়ে এলেও কমলা পসন্দ পানমশলার বিজ্ঞাপনে এখনও দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনকে ৷ তার জেরেই কোম্পানিকে আইনি নোটিস পাঠিয়েছেন অভিনেতা ৷ সংবাদসংস্থা এএনআই-কে এই খবর নিশ্চিত করেছে বিশেষ একটি সূত্র ৷ সূত্রের তরফে বলা হয়েছে, "মিস্টার বচ্চনের অফিস থেকে জানা গিয়েছে, বচ্চনের সঙ্গে তাঁদের টিভির বিজ্ঞাপনগুলি অবিলম্বে বন্ধ করার কথা বলে কমলা পসন্দ কোম্পানিকে আইনি নোটিস পাঠানো হয়েছে ৷ দেখা যাচ্ছে, এনডোর্সমেন্ট চুক্তি শেষ হয়ে যাওয়া সত্ত্বেও তা এড়িয়ে গিয়ে টিভি কমার্শিয়ালে অমিতাভকে দেখানো হচ্ছে ৷"

আরও পড়ুন: Amitabh Bachchan Emoticon Faces: পাউট করছেন অমিতাভ, ধরা দিলেন ইমোজি লুকে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.