কলকাতা : টানা ছ'বছর ধরে মঞ্চে তাঁর উপস্থিতিটা যে কতটা উজ্জ্বল ছিল, সেটা বোঝা গেল গতকাল । কারণ গতকাল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারেননি অমিতাভ বচ্চন। আর সেই অনুপস্থিতিতেই পরিষ্কার হল তাঁর উপস্থিতির মাহাত্ম্য।
তবে শুধুমাত্র দর্শকই নন, কষ্ট পেয়েছেন স্বয়ং অমিতাভও। সোশাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করে একটি পোস্টও করেছেন তিনি। লিখেছেন, "KIFF-এর জন্য কলকাতায় থাকার কথা ছিল। কিন্তু, কিছু মেডিকেল ইশুর কারণে বিছানায় শুয়ে থাকতে হল। উপস্থিত থাকতে না পেরে আমি অনুতপ্ত ।"
অমিতাভ আরও লিখেছেন, "পরপর ছ'বছর ধরে আমি এই অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি। আমার দেওয়া স্পিচগুলো নিয়ে পশ্চিমবঙ্গ সরকার একটি বইও তৈরি করেছে। এই বছরও আমি আমার স্পিচ তৈরি করেছি আর যে কোনও উপায়ে সেটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে পৌঁছে দেব। অনেকটা রিসার্চ রয়েছে সেই স্পিচে.."
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
অমিতাভের এই বক্তব্য আরও একবার প্রমাণ করে দেয় যে তিনি কত বড় মাপের মানুষ। এত বড় সুপারস্টার হওয়া সত্ত্বেও একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পেরে তিনি অনুতপ্ত। সঙ্গে এটাও প্রমাণ হয় যে, তিনি কতটা ভালোবাসেন এই বাংলাকে...