ETV Bharat / sitara

Amit Kumar: কফিনে শুয়ে অমিত কুমার বললেন, 'জিন্দা হুঁ ম্যায়' - অমিত কুমারের গান

মুক্তি পেল অমিত কুমারের (Amit Kumar) নয়া গান 'জিন্দা হুঁ ম্যায়' (Zinda Hoon Main) ৷ সেই গানে দেখা গিয়েছে, কফিনে শুয়ে গান করছেন তিনি ৷

Amit Kumar's new song Zinda Hoon Main released
কফিনে শুয়ে অমিত কুমার বললেন, 'জিন্দা হুঁ ম্যায়'
author img

By

Published : Nov 12, 2021, 6:59 PM IST

কলকাতা, 12 নভেম্বর: কফিনে শুয়ে গান গাইলেন অমিত কুমার (Amit Kumar)। জানিয়ে দিলেন, 'জিন্দা হুঁ ম্যায়' (Zinda Hoon Main)।

লালচে আলোয় ঘেরা এক গির্জার আবহে কফিন থেকে বেরিয়ে এলেন শিল্পী । গাইলেন তাঁর নতুন গান 'জিন্দা হুঁ ম্যায়'। হ্যাঁ, বয়স যাঁর কাছে একটা সংখ্যা মাত্র । 'কুমার ব্রাদার্স মিউজিক' থেকে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সত্তরের যুবক অমিত কুমার প্রকাশ করলেন তাঁর নতুন গান ।

সম্প্রতি কলকাতার এক গির্জায় শুটিং করেন শিল্পী । গানের শুরুতেই শিল্পীকে দেখা যায় কফিনে শুয়ে গান গাইতে । "জিন্দা হুঁ ম্যায়, এক পরিন্দা হুঁ ম্যায়"। গান লিখেছেন লীনা চন্দ্রভারকার, সুর দিয়েছেন অমিত স্বয়ং । অমিত কুমার জানালেন, "এই প্রথম কলকাতায় শুট করলাম কুমার ব্রাদার্স মিউজিকের কোনও গান । গানটাতে একটা জীবন দর্শন আছে । লীনাজি'র লেখায় সাধারণত এরকম কিছু বক্তব্য থাকে ।"

আরও পড়ুন: Aparajito Viral Look : সত্যজিতের লুকে নিজেকে চিনতেই পারেননি জিতু কমল

নতুন গান, নতুন প্রজন্মের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে অমিত বললেন,"এখনকার সাউন্ড নতুন জেনারেশনের জন্য মানানসই । আমিও সময়ের সঙ্গে চলতে ভালোবাসি । কিন্তু তাতে মেলোডি, হারমোনি, গানের কথা এগুলোর ওপর বিশেষ গুরুত্ব দিই ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নিজের মিউজিক চ্যানেল থেকে বাংলা গান নিয়ে কোনও ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি না জানতে চাইলে অমিত বললেন, "নিশ্চয়ই করব । আরও কিছু সাবস্ক্রাইবার বাড়ুক ইউটিউবে । এখন আরও কিছুদিন কভার ভার্সান, অরিজিনাল নিয়েই চলবে । এর পর রবীন্দ্রসঙ্গীতের সিঙ্গলস আর নতুন আধুনিক বাংলা গানও করার পরিকল্পনা আছে ।"

আরও পড়ুন: Gourab Devlina : একটি বাঙালি এলিয়েন-এর গল্প শোনাবে গৌরব ও দেবলীনা, মুক্তি পেল টিজার

গানটা শ্রোতার যে বেশ ভালো লাগছে তা তাদের রেসপন্স দেখেই বোঝা যাচ্ছে বলে জানান শিল্পী ।

আরও পড়ুন: Anupam Roy : দাম্পত্যে ইতি, বন্ধুত্বে অনুপম-পিয়া

কলকাতা, 12 নভেম্বর: কফিনে শুয়ে গান গাইলেন অমিত কুমার (Amit Kumar)। জানিয়ে দিলেন, 'জিন্দা হুঁ ম্যায়' (Zinda Hoon Main)।

লালচে আলোয় ঘেরা এক গির্জার আবহে কফিন থেকে বেরিয়ে এলেন শিল্পী । গাইলেন তাঁর নতুন গান 'জিন্দা হুঁ ম্যায়'। হ্যাঁ, বয়স যাঁর কাছে একটা সংখ্যা মাত্র । 'কুমার ব্রাদার্স মিউজিক' থেকে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সত্তরের যুবক অমিত কুমার প্রকাশ করলেন তাঁর নতুন গান ।

সম্প্রতি কলকাতার এক গির্জায় শুটিং করেন শিল্পী । গানের শুরুতেই শিল্পীকে দেখা যায় কফিনে শুয়ে গান গাইতে । "জিন্দা হুঁ ম্যায়, এক পরিন্দা হুঁ ম্যায়"। গান লিখেছেন লীনা চন্দ্রভারকার, সুর দিয়েছেন অমিত স্বয়ং । অমিত কুমার জানালেন, "এই প্রথম কলকাতায় শুট করলাম কুমার ব্রাদার্স মিউজিকের কোনও গান । গানটাতে একটা জীবন দর্শন আছে । লীনাজি'র লেখায় সাধারণত এরকম কিছু বক্তব্য থাকে ।"

আরও পড়ুন: Aparajito Viral Look : সত্যজিতের লুকে নিজেকে চিনতেই পারেননি জিতু কমল

নতুন গান, নতুন প্রজন্মের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে অমিত বললেন,"এখনকার সাউন্ড নতুন জেনারেশনের জন্য মানানসই । আমিও সময়ের সঙ্গে চলতে ভালোবাসি । কিন্তু তাতে মেলোডি, হারমোনি, গানের কথা এগুলোর ওপর বিশেষ গুরুত্ব দিই ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নিজের মিউজিক চ্যানেল থেকে বাংলা গান নিয়ে কোনও ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি না জানতে চাইলে অমিত বললেন, "নিশ্চয়ই করব । আরও কিছু সাবস্ক্রাইবার বাড়ুক ইউটিউবে । এখন আরও কিছুদিন কভার ভার্সান, অরিজিনাল নিয়েই চলবে । এর পর রবীন্দ্রসঙ্গীতের সিঙ্গলস আর নতুন আধুনিক বাংলা গানও করার পরিকল্পনা আছে ।"

আরও পড়ুন: Gourab Devlina : একটি বাঙালি এলিয়েন-এর গল্প শোনাবে গৌরব ও দেবলীনা, মুক্তি পেল টিজার

গানটা শ্রোতার যে বেশ ভালো লাগছে তা তাদের রেসপন্স দেখেই বোঝা যাচ্ছে বলে জানান শিল্পী ।

আরও পড়ুন: Anupam Roy : দাম্পত্যে ইতি, বন্ধুত্বে অনুপম-পিয়া

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.