মুম্বই : চারদিন আগে অর্থাৎ 2 মে ছিল সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী । তার ঠিক পরের দিন 3 মে এক তাঁকে লেখা কিশোর কুমারের একটি দুর্মূল্য চিঠি শেয়ার করলেন অমিত কুমার । একে কিশোরের লেখা, অন্যদিকে সত্যজিৎকে পাঠানো সেই চিঠির ঐতিহাসিক মূল্য নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন সকলে ।
কিশোর কুমারের ছেলে অমিত কুমার চিঠিটি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । লিখেছেন, "একটা দুর্মূল্য চিঠি, যেটি আমার বাবা কিশোর কুমার ওয়ার্ল্ড ক্লাস ফিল্মমেকার মায়েস্ট্রো সত্যজিৎ রায়কে লিখেছিলেন, আজ থেকে 57 বছর আগে । 1963 সালে.."
প্রিন্ট করা সেই চিঠিতে কিশোর কুমার সত্যজিতের কোনও একটি সিনেমায় গান করার কথা উল্লেখ করেছেন । তবে সেই গান রেকর্ড করতে কলকাতা যাওয়ার পরিবর্তে সত্যজিৎকে মুম্বইতে আসার আমন্ত্রণ জানিয়েছেন কিশোর ।
চিঠিটি 1963 সালে লেখা । এর পরের বছরই মুক্তি পায় 'চারুলতা' । সেখানে কিশোরের গাওয়া রবীন্দ্রসংগীত 'আমি চিনি গো চিনি তোমারে' আজও সকলের কানে বাজে । সেই গানের কথাই কি বলা হয়েছে এখানে ? প্রশ্ন তুলছেন অনেকেই ।
দেখে নিন সেই চিঠি..
-
Just THE PRICE LESS LETTER WHICH "my Father KISHORE KUMAR GANGULY REPLIED BACK TO WORLD CLASS FILM MAKER MAESTRO "SATYAJIT RAY...57 YRS AGO...IN THE YEAR 1963.. DATED 4TH NOV..ITS A COLLECTERS ITEM...WHICH IVE SHARED..FOR THE FANS WHO LOVE RAY..N KISHORE KUMAR.PRESERVE IT...😊🙏 pic.twitter.com/QOEmpaNbn1
— Amit Kumar Ganguly (@GangulyAmitK) May 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Just THE PRICE LESS LETTER WHICH "my Father KISHORE KUMAR GANGULY REPLIED BACK TO WORLD CLASS FILM MAKER MAESTRO "SATYAJIT RAY...57 YRS AGO...IN THE YEAR 1963.. DATED 4TH NOV..ITS A COLLECTERS ITEM...WHICH IVE SHARED..FOR THE FANS WHO LOVE RAY..N KISHORE KUMAR.PRESERVE IT...😊🙏 pic.twitter.com/QOEmpaNbn1
— Amit Kumar Ganguly (@GangulyAmitK) May 3, 2020Just THE PRICE LESS LETTER WHICH "my Father KISHORE KUMAR GANGULY REPLIED BACK TO WORLD CLASS FILM MAKER MAESTRO "SATYAJIT RAY...57 YRS AGO...IN THE YEAR 1963.. DATED 4TH NOV..ITS A COLLECTERS ITEM...WHICH IVE SHARED..FOR THE FANS WHO LOVE RAY..N KISHORE KUMAR.PRESERVE IT...😊🙏 pic.twitter.com/QOEmpaNbn1
— Amit Kumar Ganguly (@GangulyAmitK) May 3, 2020