ETV Bharat / sitara

"মাই ডিয়ার মানিক মামা", প্রকাশ্যে সত্যজিৎকে লেখা কিশোরের চিঠি - কিশোর কুমারের খবর

সত্যজিৎ রায়ের সঙ্গে কিশোর কুমারের বন্ধুত্ব দীর্ঘদিনের । সত্যজিতের একাধিক ফিল্মে গানও গেয়েছেন কিশোর । বিশ্ববরেণ্য় এই পরিচালক ও শিল্পীকে "মানিক মামা" বলে সম্বোধন করে একটি চিঠি লিখেছিলেন কিশোর । বহুমূল্যবান সেই চিঠি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অমিত কুমার ।

kishore kumar and satyajit ray letter
kishore kumar and satyajit ray letter
author img

By

Published : May 6, 2020, 6:13 PM IST

মুম্বই : চারদিন আগে অর্থাৎ 2 মে ছিল সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী । তার ঠিক পরের দিন 3 মে এক তাঁকে লেখা কিশোর কুমারের একটি দুর্মূল্য চিঠি শেয়ার করলেন অমিত কুমার । একে কিশোরের লেখা, অন্যদিকে সত্যজিৎকে পাঠানো সেই চিঠির ঐতিহাসিক মূল্য নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন সকলে ।

কিশোর কুমারের ছেলে অমিত কুমার চিঠিটি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । লিখেছেন, "একটা দুর্মূল্য চিঠি, যেটি আমার বাবা কিশোর কুমার ওয়ার্ল্ড ক্লাস ফিল্মমেকার মায়েস্ট্রো সত্যজিৎ রায়কে লিখেছিলেন, আজ থেকে 57 বছর আগে । 1963 সালে.."

প্রিন্ট করা সেই চিঠিতে কিশোর কুমার সত্যজিতের কোনও একটি সিনেমায় গান করার কথা উল্লেখ করেছেন । তবে সেই গান রেকর্ড করতে কলকাতা যাওয়ার পরিবর্তে সত্যজিৎকে মুম্বইতে আসার আমন্ত্রণ জানিয়েছেন কিশোর ।

চিঠিটি 1963 সালে লেখা । এর পরের বছরই মুক্তি পায় 'চারুলতা' । সেখানে কিশোরের গাওয়া রবীন্দ্রসংগীত 'আমি চিনি গো চিনি তোমারে' আজও সকলের কানে বাজে । সেই গানের কথাই কি বলা হয়েছে এখানে ? প্রশ্ন তুলছেন অনেকেই ।

দেখে নিন সেই চিঠি..

  • Just THE PRICE LESS LETTER WHICH "my Father KISHORE KUMAR GANGULY REPLIED BACK TO WORLD CLASS FILM MAKER MAESTRO "SATYAJIT RAY...57 YRS AGO...IN THE YEAR 1963.. DATED 4TH NOV..ITS A COLLECTERS ITEM...WHICH IVE SHARED..FOR THE FANS WHO LOVE RAY..N KISHORE KUMAR.PRESERVE IT...😊🙏 pic.twitter.com/QOEmpaNbn1

    — Amit Kumar Ganguly (@GangulyAmitK) May 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : চারদিন আগে অর্থাৎ 2 মে ছিল সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী । তার ঠিক পরের দিন 3 মে এক তাঁকে লেখা কিশোর কুমারের একটি দুর্মূল্য চিঠি শেয়ার করলেন অমিত কুমার । একে কিশোরের লেখা, অন্যদিকে সত্যজিৎকে পাঠানো সেই চিঠির ঐতিহাসিক মূল্য নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন সকলে ।

কিশোর কুমারের ছেলে অমিত কুমার চিঠিটি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । লিখেছেন, "একটা দুর্মূল্য চিঠি, যেটি আমার বাবা কিশোর কুমার ওয়ার্ল্ড ক্লাস ফিল্মমেকার মায়েস্ট্রো সত্যজিৎ রায়কে লিখেছিলেন, আজ থেকে 57 বছর আগে । 1963 সালে.."

প্রিন্ট করা সেই চিঠিতে কিশোর কুমার সত্যজিতের কোনও একটি সিনেমায় গান করার কথা উল্লেখ করেছেন । তবে সেই গান রেকর্ড করতে কলকাতা যাওয়ার পরিবর্তে সত্যজিৎকে মুম্বইতে আসার আমন্ত্রণ জানিয়েছেন কিশোর ।

চিঠিটি 1963 সালে লেখা । এর পরের বছরই মুক্তি পায় 'চারুলতা' । সেখানে কিশোরের গাওয়া রবীন্দ্রসংগীত 'আমি চিনি গো চিনি তোমারে' আজও সকলের কানে বাজে । সেই গানের কথাই কি বলা হয়েছে এখানে ? প্রশ্ন তুলছেন অনেকেই ।

দেখে নিন সেই চিঠি..

  • Just THE PRICE LESS LETTER WHICH "my Father KISHORE KUMAR GANGULY REPLIED BACK TO WORLD CLASS FILM MAKER MAESTRO "SATYAJIT RAY...57 YRS AGO...IN THE YEAR 1963.. DATED 4TH NOV..ITS A COLLECTERS ITEM...WHICH IVE SHARED..FOR THE FANS WHO LOVE RAY..N KISHORE KUMAR.PRESERVE IT...😊🙏 pic.twitter.com/QOEmpaNbn1

    — Amit Kumar Ganguly (@GangulyAmitK) May 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.