ETV Bharat / sitara

শুধু আবির নন, কোরোনা আক্রান্ত তাঁর পরিবারের সবাই - কোরোনায় আক্রান্ত আবিরের পরিবারের সদস্যরা

পরিবারের সবার কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনী চ্যাটার্জি । ফেসবুকে তিনি লেখেন, "অ্যাকাডেমিতে 22 ডিসেম্বর 'পুরনায় রুবি রায়' শো বাতিল । আমার পুরো পরিবার কোভিড আক্রান্ত হওয়ার কারণে ।"

sdf
sdf
author img

By

Published : Dec 22, 2020, 12:25 PM IST

কলকাতা : শুধুমাত্র আবির চ্যাটার্জিই নন । কোরোনায় আক্রান্ত তাঁর পরিবারের সবাই । গতরাতে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে একথা জানিয়েছেন আবিরের বাবা ফাল্গুনী চ্যাটার্জি ।

ফেসবুকে বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনীবাবু লেখেন, "অ্যাকাডেমিতে 22 ডিসেম্বর 'পুরনায় রুবি রায়' শো বাতিল । আমার পুরো পরিবার কোভিড আক্রান্ত হওয়ার কারণে ।"

  • একাডেমিতে ২২/১২ র "পুনরায় রুবী রায়" শো বাতিল। আমার পুরো পরিবার কোভিড আক্রান্ত হওয়ার কারনে।

    Posted by Phalguni Chatterjee on Monday, 21 December 2020
" class="align-text-top noRightClick twitterSection" data="

একাডেমিতে ২২/১২ র "পুনরায় রুবী রায়" শো বাতিল। আমার পুরো পরিবার কোভিড আক্রান্ত হওয়ার কারনে।

Posted by Phalguni Chatterjee on Monday, 21 December 2020
">

একাডেমিতে ২২/১২ র "পুনরায় রুবী রায়" শো বাতিল। আমার পুরো পরিবার কোভিড আক্রান্ত হওয়ার কারনে।

Posted by Phalguni Chatterjee on Monday, 21 December 2020

কলকাতা : শুধুমাত্র আবির চ্যাটার্জিই নন । কোরোনায় আক্রান্ত তাঁর পরিবারের সবাই । গতরাতে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে একথা জানিয়েছেন আবিরের বাবা ফাল্গুনী চ্যাটার্জি ।

ফেসবুকে বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনীবাবু লেখেন, "অ্যাকাডেমিতে 22 ডিসেম্বর 'পুরনায় রুবি রায়' শো বাতিল । আমার পুরো পরিবার কোভিড আক্রান্ত হওয়ার কারণে ।"

  • একাডেমিতে ২২/১২ র "পুনরায় রুবী রায়" শো বাতিল। আমার পুরো পরিবার কোভিড আক্রান্ত হওয়ার কারনে।

    Posted by Phalguni Chatterjee on Monday, 21 December 2020
" class="align-text-top noRightClick twitterSection" data="

একাডেমিতে ২২/১২ র "পুনরায় রুবী রায়" শো বাতিল। আমার পুরো পরিবার কোভিড আক্রান্ত হওয়ার কারনে।

Posted by Phalguni Chatterjee on Monday, 21 December 2020
">

একাডেমিতে ২২/১২ র "পুনরায় রুবী রায়" শো বাতিল। আমার পুরো পরিবার কোভিড আক্রান্ত হওয়ার কারনে।

Posted by Phalguni Chatterjee on Monday, 21 December 2020

এদিকে রবিবার নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর সোশাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন আবির । লিখেছিলেন, "জীবনে নিশ্চিত বলে কিছুই হয় না...আবারও এটা প্রমাণ হয়ে গেল...সব সুরক্ষা নেওয়ার পরও আমি কোরোনায় আক্রান্ত হলাম । অবাক করা ব্যাপার হল, সম্পূর্ণ সুস্থ রয়েছি । শুধু গন্ধের অনুভূতিটুকু পুরোপুরি উধাও হয়ে গিয়েছে । আপাতত আইসোলেশনে রয়েছি ।"

আরও পড়ুন : কোরোনা আক্রান্ত আবির চট্টোপাধ্যায়

তাঁর পরিবারের সদস্যরা যে শীঘ্রই কোরোনা পরীক্ষা করাবেন সে কথা ওই পোস্টেই জানিয়েছিলেন তিনি । আর কোরোনা পরীক্ষার পর তাঁদের সবার রিপোর্ট পজ়িটিভ আসে ।

একটি চ্যানেলের গানের রিয়েলিটি শো-এর শুটিং করছিলেন আবির । কোরোনা পরিস্থিতির মধ্যে শুটিংয়ের সময় যে যে সুরক্ষা ব্যবস্থা মেনে চলা প্রয়োজন সবই করেছিলেন । কিন্তু, তারপরও কীভাবে কোরোনায় আক্রান্ত হলেন তা কোনওভাবেই বুঝতে পারছেন না তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.